বিশ্বকাপে রোনালদোর কান্না উপভোগ করেছিলেন যে ফুটবলার

কান্নায় বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদোছবি: রয়টার্স

কাতার বিশ্বকাপে মরক্কোর কাছে হেরে স্বপ্ন ভেঙেছিল ক্রিস্টিয়ানো রোনালদোর। কোয়ার্টার ফাইনালের সেই ম্যাচে বেঞ্চ থেকে নেমে পর্তুগালকে জেতানোর চেষ্টা করেছিলেন রোনালদো। কিন্তু শেষ পর্যন্ত পারেননি। ১-০ গোলে হেরে যায় পর্তুগাল। ম্যাচ শেষে সেদিন কাঁদতে কাঁদতে টানেল ধরে মাঠ ছেড়েছিলেন রোনালদো।

সেদিন পর্তুগিজ মহাতারকার এমন প্রস্থান অনেককেই আবেগপ্রবণ করে তুলেছিল। এমনকি লিওনেল মেসির ভক্তদের অনেকেই রোনালদোর এমন বিদায়ে কষ্ট পাওয়ার কথা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছিলেন।

আরও পড়ুন

কিন্তু রোনালদোর জন্য কষ্ট পাওয়াদের সেই দলে ছিলেন না মরক্কোর উইঙ্গার সোফিয়ান বুফাল। নিজেদের জয়ের আনন্দ তো ছিলই, সঙ্গে রোনালদোর কান্না দেখে বুফাল নাকি বেশ মজা পেয়েছিলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের সেই আনন্দের অভিজ্ঞতা ভাগাভাগি করেছেন বুফাল।

কাঁদতে কাঁদতে বেরিয়ে যান রোনালদো
ছবি: রয়টার্স

সঙ্গে মেসি-রোনালদোর শ্রেষ্ঠত্ব নিয়েও নিজের মত দিয়েছেন বিশ্বকাপে আলোচনায় আসা এই ফুটবলার। যেখানে রোনালদোকে নয়, মেসিকেই এগিয়ে রাখার কথা বলেছেন কাতারের ক্লাব আল-রাইয়ানের তারকা।

রোনালদোকে বিশ্বকাপের মঞ্চে কাছ থেকে কাঁদতে দেখে কেমন লেগেছিল সেই অনুভূতি জানাতে গিয়ে বুফাল বলেন, ‘সম্মান রেখেই বলছি, নিজেদের বদলে আমি তাঁকে কাঁদতে দেখে উপভোগই করেছি। আমি রোনালদোর চেয়ে মেসিকেই ওপরে রাখব। আর আমার ইচ্ছা, আমি যদি বার্সেলোনার হয়ে খেলতে পারতাম!’

আরও পড়ুন

মেসি ও রোনালদোকে নিয়ে এমন মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচিত হচ্ছেন বুফাল। মেসি ভক্তদের অনেকেই তাঁকে সাধুবাদ দিয়েছেন। কেউ কেউ তাঁকে ক্যাম্প ন্যুতে নিয়ে আসার কথাও বলেছেন। এক মেসি ভক্ত লিখেছেন, ‘আজ আমার নিজেকে মরক্কান মনে হচ্ছে।’

আরও পড়ুন

কয়েক দিন আগে মেসি-রোনালদোর মাঝে তুলনা করে আলোচনায় এসেছিলেন আর্জেন্টিনার সাবেক ফুটবলার ও ম্যানচেস্টার সিটি কিংবদন্তি সের্হিও আগুয়েরো। তিনি গোলের মান বিবেচনায় মেসিকে রোনালদোর চেয়ে এগিয়ে রেখেছিলেন। তবে এই মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সমালোচনার মুখে পড়েন আগুয়েরো।