৮ হাজার মাইল পাড়ি দিয়ে ১২ গোলের হার

লিলের কাছে ১২ গোল হজম করেছে অচেনা গোল্ডেন লায়নএএফপি

স্টামফোর্ড ব্রিজে চ্যাম্পিয়নশিপের দল প্রেস্টনের বিপক্ষে প্রথমার্ধ শেষে চাপেই ছিল চেলসি। বাজে সময় পার করা দলটি এফএ কাপেও পা ফসকায় কি না, এমন চিন্তাও হয়তো অনেকের মনে এসেছিল। তবে দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ায় ব্লুজরা। এই অর্ধে প্রেস্টনের জালে তারা বল জড়ায় চারবার। ৪-০ গোলের এই জয়ে এফএ কাপের চতুর্থ রাউন্ডে পৌঁছে গেছে মরিসিও পচেত্তিনোর দল। অন্যদিকে ফ্রেঞ্চ কাপে ৮ হাজার মাইল পাড়ি দিয়ে এসে ১২ গোল হজম করেছে অচেনা গোল্ডেন লায়ন।

এদিন চেলসির মাঠে প্রথমার্ধে দারুণ খেলেছিল প্রেস্টন। কিন্তু বিরতির পর সেই ছন্দ ধরে রাখতে পারেনি তারা। ৫৮ মিনিটে চেলসির হয়ে গোলের খাতা খোলেন আরমানদো বোর্হা। ৬৬ মিনিটে ব্যবধান ২-০ করেন থিয়াগো সিলভা। তিন মিনিট পর গোলের খাতায় নাম লিখে চেলসির জয় প্রায় নিশ্চিত করে ফেলেন রাহিম স্টার্লিং। আর ৮৫ মিনিটে চেলসির হয়ে চতুর্থ গোলটি আসে আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজের কাছ থেকে।

আরও পড়ুন

প্রিমিয়ার লিগে ১০ নম্বরে থেকে চাপে থাকা চেলসি এ নিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৩ ম্যাচে জিতল। এর আগে লিগে ক্রিস্টাল প্যালেস ও লুটন টাউনের বিপক্ষে জয় পেয়েছিল তারা। প্রেস্টনের বিপক্ষে জয়ের পর চেলসি কোচ পচেত্তিনো বলেছেন, ‘প্রথমার্ধ কিছুটা হতাশাজনক ছিল। শুরুতে আমরা ভালো করিনি। বিরতিতে আমি খেলোয়াড়দের বলেছি আমাদের প্রাণশক্তি আরও বাড়াতে হবে। দ্বিতীয়ার্ধ একেবারেই আলাদা ছিল। আমরা আধিপত্য বিস্তার করে খেলেছি, সুযোগ তৈরি করেছি এবং প্রাপ্য জয়টা আদায় করে নিয়েছি।’

এফএ কাপের ম্যাচে জয় পেয়েছে চেলসি
এএফপি

একই রাতে জয় পেয়েছে অ্যাস্টন ভিলাও। যদিও মিডলসবার্গের বিপক্ষে জয়সূচক গোলের জন্য ভিলা পার্কের ক্লাবটিকে অপেক্ষা করতে হয়েছিল ৮৭ মিনিট পর্যন্ত। শেষ পর্যন্ত ম্যাটি ক্যাশের একমাত্র গোলে জয় নিয়ে মাঠ ছাড়ের প্রিমিয়ার লিগের দুই নম্বরে থাকা দলটি। এ ছাড়া আলেক্সান্দার ইসাকের জোড়া গোলে সান্ডারল্যান্ডের বিপক্ষে নিউক্যাসল ইউনাইটেড জিতেছে ৩-০ গোলে। অন্য গোলটি ছিল আত্মঘাতী।

আরও পড়ুন

এই রাতে সবচেয়ে ‘বিব্রতকর’ ঘটনাটি ঘটেছে ফ্রেঞ্চ কাপে। লিলের বিপক্ষে ৮ হাজার মাইল পাড়ি দিয়ে খেলতে আসা মার্টিনিক দ্বীপের ক্লাব গোল্ডেন লায়ন হজম করেছে ১২ গোল। লিলের হয়ে এদিন হ্যাটট্রিক করেছেন জোনাথন ডেভিড ও এডন জেরগ্রোভা। ফ্রান্সের সামুদ্রিক দ্বীপ মার্টিনিকের ক্লাবটি এদিন প্রথমার্ধেই হজম করে ৭ গোল। এরপর দ্বিতীয়ার্ধেও আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। এই অর্ধে হজম করেছে আরও ৫ গোল। আর শেষ পর্যন্ত হেরেছে ১২-০ গোলে।