মেসি-রামোসকে হার দিয়ে বিদায় পিএসজির

পিএসজির হয়ে শেষ ম্যাচ খেলতে নেমেছিলেন লিওনেল মেসিছবি: রয়টার্স

কোচ জানিয়ে দিয়েছিলেন আগেই। ক্লেরমঁর বিপক্ষে মৌসুমের শেষ ম্যাচটা পিএসজিতে লিওনেল মেসিরও শেষ ম্যাচ। বাকি ছিল ক্লাবের আনুষ্ঠানিক ঘোষণা।

সেটা পার্ক দে প্রিন্সেসে আজ ম্যাচ শুরুর প্রায় দেড় ঘণ্টা আগে জানিয়ে দেয় পিএসজি, ‘ফ্রান্সের রাজধানীতে দুই মৌসুম শেষে, পিএসজির সঙ্গে লিওনেল মেসির রোমাঞ্চকর যাত্রা ২০২২-২৩ মৌসুম শেষেই থেমে যাবে। ক্যারিয়ারে আগামী দিনগুলোতে লিও আরও অনেক সাফল্য পাবে, সেই আশাই করে ক্লাব।’

আরও পড়ুন

শুধু মেসি নয়, সের্হিও রামোসের জন্যও এটা পিএসজির জার্সিতে শেষ ম্যাচ। স্প্যানিশ তারকা গোল করে ম্যাচটি স্মরণীয় করে রাখার পথেই ছিলেন। কিন্তু ক্লেরমঁর কাছে পিএসজির ৩-২ গোলের হারে রামোসের পাশাপাশি মেসিরও শেষটা ভালো হলো না। আর পিএসজিও মৌসুম শেষ করল হার দিয়ে। আর্জেন্টাইন ফরোয়ার্ড গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। স্টেডিয়ামের স্পিকারে পিএসজির স্কোয়াড ঘোষণার সময় মেসির নাম শুনে দুয়োও দিয়েছেন কিছু সমর্থক।

গোল করার পর রামোসের উদ্‌যাপন
ছবি: রয়টার্স

সতীর্থ গোলকিপার সের্হিও রিকোর সুস্থতা কামনা করে বিশেষ জার্সি পরে মাঠে দাঁড়িয়েছিলেন মেসি-এমবাপ্পেরা। ঘোড়ায় চড়তে গিয়ে দূর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে রয়েছেন রিকো। দলীয় ফটোসেশন শেষে সন্তানদের নিয়েও ক্যামেরার সামনে দাঁড়ান মেসি ও রামোস। গ্যালারিতে মেসির ৩০ নম্বর জার্সিও উঁচিয়ে ধরতে দেখা গেছে। রামোসের জন্য ছিল বড় ব্যানার। ম্যাচেও রিকোর নাম লেখা বিশেষ জার্সি পরে খেলেছে পিএসজি। মেসি-রামোসদের জার্সির পেছনে রিকোর নাম লেখা ছিল।

আরও পড়ুন

আগেই লিগ শিরোপা নিশ্চিত করা পিএসজি মৌসুমে নিজেদের এই শেষ ম্যাচে দুটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছিল। হুগো একিতেকে ও আশরাফ হাকিমিকে ফেরান কোচ ক্রিস্তফ গালতিয়ের। শুরুতে গুছিয়ে উঠতে সময় লেগেছে পিএসজির। প্রথম ১০ মিনিটের পর ধীরে ধীরে নিয়ন্ত্রণ নিয়ে ২১ মিনিটের মধ্যে এগিয়ে গিয়েছিল ২-০ গোলে। রামোস ১৬ মিনিটে হেড থেকে এবং তার ৫ মিনিট পর কিলিয়ান এমবাপ্পে পেনাল্টি থেকে গোল করেন। পেনাল্টিটা মেসিকে কেন নিতে দেওয়া হলো না, সে প্রশ্ন তুলেছেন ধারাভাষ্যকার। সর্বোচ্চ গোলদাতার দৌড়ে আরেকটু বেশি এগিয়ে থাকা নিশ্চিত করতেই স্পটকিকটি নেন এমবাপ্পে। কিন্তু এরপর ম্যাচের বাকি গল্পটা ক্লেরমঁর এবং মেসির একটা অবিশ্বাস্য মিসের গল্প।

২-০ গোলে পিছিয়ে পড়ে ক্লেরমঁ পাল্টা লড়াই শুরু করতে সময় নিয়েছে মাত্র ৩ মিনিট। ২৪ মিনিটে গোল করেন ক্লেরমঁর গাস্তিয়েন। এর প্রায় ১২ মিনিট পরই পেনাল্টি থেকে গোল করার সুযোগ নষ্ট করেন ক্লেরমঁ স্ট্রাইকার কেয়ি। পরে অবশ্য ৬৩ মিনিটে তাঁর গোলেই জিতেছে ক্লেরমঁ। পয়েন্ট টেবিলে ৮ম দলটির হয়ে প্রথমার্ধের যোগ করা সময়ে সমতাসূচক গোলটি জেফানের।

আরও পড়ুন

বিরতির পর গোলের দারুণ একটি সুযোগ নষ্ট করেন মেসি। ৫৪ মিনিটে বাঁ প্রান্ত দিয়ে এমবাপ্পে ঢুকে পড়েন ক্লেরমঁর বিপদসীমায়। তাঁর ক্রস পেয়ে যান ডান প্রান্ত দিয়ে দৌড় বক্সে ঢোকা মেসি। সামনে গোলকিপার একা, কিন্তু মেসি অবিশ্বাস্যভাবে বলটা পোস্টের ওপর দিয়ে মারেন।

মৌসুমের শেষ ম্যাচে হারলেও লিগ জয়ের উৎসব করেছে পিএসজি
ছবি: রয়টার্স

৩৮ ম্যাচে ৮৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে মৌসুম শেষ করল পিএসজি। ৮৪ পয়েন্ট নিয়ে দুইয়ে লেঁস। তৃতীয় মার্শেইয়ের সংগ্রহ ৭৩ পয়েন্ট। ৬৮ পয়েন্ট নিয়ে চারে ইউরোপা লিগ নিশ্চিত করা রেঁনে।