রোনালদো–মেসিদের ম্যাচের বিশেষ টিকিটের দাম ২৫ কোটি টাকা

ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি

ফুটবল ম্যাচে একটি বিশেষ টিকিটের মূল্য সর্বোচ্চ কত হতে পারে?

১৯ জানুয়ারি রিয়াদের কিং ফাহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ক্রিস্টিয়ানো রোনালদো বনাম মেসি-এমবাপ্পে-নেইমারদের প্রীতি ম্যাচটির একটি বিশেষ টিকিটের সর্বোচ্চ দাম উঠেছে সৌদি মুদ্রায় ৯৩ লাখ রিয়াল (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৫ কোটি ৫৭ লাখ টাকা)।

আরও পড়ুন

এই ম্যাচের মধ্য দিয়েই সৌদি আরবের মাটিতে অভিষেক হবে রোনালদোর। সৌদি ন্যাশনাল প্ল্যাটফর্ম ফর চ্যারিটেবল ওয়ার্ক আয়োজিত ম্যাচটি খেলতে রিয়াদে আসবে মেসি-নেইমার-এমবাপ্পেদের পিএসজি। সৌদি আরবের দুই শীর্ষ ক্লাব আল হিলাল ও আল নাসরের তারকা খেলোয়াড়দের নিয়ে একটি নির্বাচিত একাদশের বিপক্ষে পিএসজি ম্যাচটি খেলবে।

রোনালদো-নেইমার-মেসি-এমবাপ্পেরা যে ম্যাচে খেলবেন, সেটি দেখতে টিকিটের চাহিদা তুঙ্গে থাকাই স্বাভাবিক। সৌদি আরবের একটি প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান আজম টেক কোম্পানির স্বত্বাধিকারী মুহাম্মদ আল মুনাজেম এই ম্যাচের বিশেষ টিকিট কিনতে ৯৩ লাখ রিয়াল খরচ করতে রাজি আছেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, টিকিট কিনতে পারলে তাঁর প্রতিষ্ঠানের তৈরি বিভিন্ন ইলেকট্রনিক পণ্য এতিমদের মধ্যে বিনা মূল্যে বিতরণ করবেন।

বিশেষ এই টিকিটের জন্য নিলামের আয়োজন করা হয়েছিল। প্রথমে সেই টিকিট কিনতে ২৫ লাখ রিয়াল প্রস্তাব করেন সৌদি ব্যবসায়ী আবদুল আজিজ বাঘলেফ। এরপর তিনি দাম ৩০ লাখ রিয়ালে উন্নীত করেন।

আরও পড়ুন
আরও পড়ুন

তবে আরেক সৌদি ব্যবসায়ী সেই টিকিটের দাম নিয়ে যান ৭০ লাখ রিয়ালে। পরে সেটি আরও ২০ লাখ বাড়িয়ে ৯০ লাখে তুলে দেন। শেষ পর্যন্ত মুয়াজেম অঙ্কটা ৯৩ লাখে নিয়ে দাঁড় করান। ম্যাচের এক সপ্তাহ বাকি থাকতে এই দাম আরও ২৪ লাখ রিয়াল বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

এই টিকিট বিক্রির অর্থ সৌদি আরবের জাতীয় চ্যারিটি এহসান ফান্ডে জমা করা হবে। যেখান থেকে দুস্থ ও এতিম ছাত্রছাত্রীদের কল্যাণে অর্থ ব্যয় করা হবে। এ ম্যাচের আরও একটি বিশেষ টিকিট বিক্রি করা হবে। যেটি কিনলে যে কেউই রোনালদো, মেসি, এমবাপ্পে, নেইমারদের সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করতে পারবেন।

গত ৯ জানুয়ারি এই টিকিটের ভিত্তিমূল্য হাঁকা হয়েছে ১০ লাখ রিয়াল। শুধু মেসি-রোনালদোদের সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করাই নয়, এই টিকিটের মালিক দুই দলের ড্রেসিং রুমেও প্রবেশ করতে পারবেন। একই সঙ্গে অফিশিয়াল ডিনারে অংশ নিতে পারবেন। সেই সঙ্গে থাকছে দুই দলের সঙ্গে ছবি তোলার সুযোগ।