নাপোলির কোচ হয়ে ডাগআউটে ফিরছেন কন্তে

নাপোলির কোচ হলেন আন্তোনিও কন্তেরয়টার্স

আন্তোনি কন্তেকে নতুন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে নাপোলি। এর ফলে এক বছরের মধ্যে পঞ্চম কোচ হিসেবে নাপোলির ডাগআউটে দাঁড়াবেন কন্তে। নাপোলির সঙ্গে কন্তের চুক্তি তিন বছরের। ইতালিয়ান সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ইতালিয়ান এই কোচকে মৌসুমে ৬০ লাখ ইউরো বেতন দেবে নাপোলি। সঙ্গে থাকছে বোনাসও।

নাপোলির কোচ হওয়ার প্রতিক্রিয়ায় কন্তে বলেছেন, ‘বৈশ্বিকভাবে নাপোলি গুরুত্বপূর্ণ একটি স্থান। এই ক্লাবের ডাগআউটে বসার সুযোগ পেয়ে আমি আনন্দিত ও রোমাঞ্চিত। আমি নিশ্চিতভাবে একটি প্রতিজ্ঞা করতে পারি, দল ও ক্লাবের উন্নতির জন্য আমি সর্বোচ্চটুকু উজাড় করে দেব।’

আরও পড়ুন

তবে কোচ বদলের সংস্কৃতি অভ্যস্ত হয়ে পড়া নাপোলিতে কন্তে দীর্ঘ মেয়াদে দায়িত্ব পালন করতে পারবেন কি না, সে প্রশ্নও তুলেছেন অনেকে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে একের পর এক কোচ বদল করার কারণে ক্লাবটিতে তৈরি হয়েছে অস্থিরতা ও বিশৃঙ্খলা।

২০২৩ সালের ৩০ জুন দলকে তিন দশক পর শিরোপা এনে দেওয়া কোচ লুসিয়ানো স্পালেত্তি নাপোলি ছেড়ে যান। এরপর গত এক বছরে নাপোলির ডাগআউট থেকে বিদায় নিয়েছেন আরও তিন কোচ। যার প্রভাব পড়েছেন দলের পারফরম্যান্সেও। সিরি ‘আ’তে পয়েন্ট তালিকার ১০ নম্বরে শেষ করেছে আগের মৌসুমের চ্যাম্পিয়নরা।

৩ বছরের জন্য নাপোলিতে যোগ দিলেন কন্তে
এক্স

স্পালেত্তির জায়গা দায়িত্ব নিয়ে সাড়ে চার মাসের বেশি স্থায়ী হতে পারেননি রুডি গার্সিয়া। প্রথম ১২ ম্যাচে মাত্র ২১ পয়েন্ট পাওয়ায় জায়গা হারাতে হয় তাঁকে। গার্সিয়ার জায়গায় নাপোলির কোচ হন ওয়াল্টার মাজ্জারি। তবে তিন মাসের বেশি স্থায়ী হতে পারেননি তিনিও। পারফরম্যান্সের দিক থেকে তাঁর অবস্থা ছিল গার্সিয়ার চেয়েও শোচনীয়। প্রথম ১২ ম্যাচে তিনি দলকে এনে দেন মাত্র ১৫ পয়েন্ট।

যার ফলস্বরূপ পদ ছাড়তে হয় তাঁকেও। নাপোলির আগে সিরি ‘আ’ চ্যাম্পিয়ন হওয়ার ঠিক পরের মৌসুমে কোনো ক্লাব এর আগে দুবার কোচ পাল্টায়নি। মাজ্জারির বিদায়ের পর নাপোলির হয়ে বাকি মৌসুমে দায়িত্ব পালন করেন ফ্রান্সিসকো কালজোনা। আর এবার স্থায়ীভাবে এলেন কন্তে।

আরও পড়ুন

ইতালি ও ইংল্যান্ডে লিগ জেতা কন্তে সর্বশেষ কোচ হিসেবে দায়িত্ব পালন করেন টটেনহামে। গত বছরের মার্চে স্পার্সদের কোচের পদ থেকে ছাঁটাই হন ৫৪ বছর বয়সী এই কোচ। এরপর তাঁর একাধিক ক্লাবে যাওয়ার গুঞ্জন শোনা যায়। যদিও শেষ পর্যন্ত কোনো গুঞ্জনই সত্যি হয়নি। শেষ পর্যন্ত নাপোলির দায়িত্ব নিয়ে আবার ডাগআউটে ফিরছেন কন্তে।