এক মৌসুমে দুই কোচকে বরখাস্ত করে চ্যাম্পিয়ন নাপোলির রেকর্ড

কোচ ওয়াল্টার মাজ্জারিকে বরখাস্ত করেছে সিরি ‘আ’ চ্যাম্পিয়ন নাপোলিএএফপি

বুধবার চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে বার্সেলোনার বিপক্ষে খেলবে নাপোলি। মহাগুরুত্বপূর্ণ সেই ম্যাচের দুই দিন আগে কোচ পাল্টেছে ইতালিয়ান চ্যাম্পিয়নরা। সিরি ‘আ’তে বাজে সময় কাটানো দলটি সোমবার রাতে বরখাস্ত করেছে কোচ ওয়াল্টার মাজ্জারিকে।

নতুন কোচও নিয়োগ দিয়েছে নাপোলি। নতুন কোচের নাম ফ্রান্সেসকো কালজোনা। স্লোভাকিয়ার জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করা এই ইতালিয়ান এর আগে কখনোই সিরি ‘আ’র কোনো ক্লাবে মূল কোচ হিসেবে কাজ করেননি।

মাজ্জারি এ মৌসুমে নাপোলি থেকে বরখাস্ত হওয়া দ্বিতীয় কোচ। গত নভেম্বরে ডিয়েগো ম্যারাডোনার সাবেক ক্লাব রুডি গার্সিয়াকে বরখাস্ত করার পর কোচের দায়িত্ব পেয়েছিলেন মাজ্জারি। এক মৌসুমে দুই কোচকে বরখাস্ত করে রেকর্ডও গড়েছে নাপোলি। সিরি ‘আ’ চ্যাম্পিয়ন হওয়ার ঠিক পরের মৌসুমে কোনো ক্লাব এর আগে দুবার কোচ পাল্টায়নি।

সোমবার মাজ্জারিকে বরখাস্ত করার পর নাপোলি সভাপতি অরেলিও দি লরেন্তিস ইতালির টেলিভিশন চ্যানেল স্কাই স্পোর্টকে বলেন, ‘মাজ্জারি আমার পারিবারিক বন্ধু, আর বন্ধুকে বরখাস্ত করা সব সময়ই কষ্টদায়ক। তবে কঠিন সময়ে আমাদের সাহায্য করতে সে যেভাবে এগিয়ে এসেছিল, সেই কারণে আমি তাকে ধন্যবাদও দিয়েছি।’

নাপোালির নতুন কোচ ফ্রান্সেসকো কালজোনা স্লোভাকিয়া জাতীয় দলেরও কোচ হিসেবে কাজ করে যাবেন
এএফপি

নতুন কোচ কালজোনার সঙ্গে মৌসুমের শেষ পর্যন্ত চুক্তি করেছে নাপোলি। এ সময়ে স্লোভাকিয়ার কোচ হিসেবেও দায়িত্ব পালন করে যাবেন কালজোনা। কালজোনার কোচিংয়েই ২০২৪ ইউরোর চূড়ান্ত পর্বে উঠেছে স্লোভাকিয়া।

নাপোলি অবশ্য এবারই প্রথম নয় কালজোনার জন্য। ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত মরিসিও সারির সহকারী কোচ ছিলেন তিনি। ২০২২ সালে স্লোভাকিয়ার কোচ হয়ে চলে যাওয়ার আগে লুসিয়াসো স্পালেত্তির নাপোলির কোচিং দলেও দুই বছর কাজ করেছেন কালজোনা।

আরও পড়ুন

গত নভেম্বরে কোচ হওয়ার পর মাজ্জারির নাপোলি সিরি ‘আ’তে ১২ ম্যাচে পেয়েছে মাত্র ১৫ পয়েন্ট। যাঁর জায়গায় এসেছিলেন, সেই রুডি গার্সিয়ার চেয়েও খারাপ করেছেন মাজ্জারি। প্রথম ১২ ম্যাচে নাপোলি ২১ পয়েন্ট পাওয়ার পর বরখাস্ত হন গার্সিয়া। সে সময়ে শীর্ষ দল ইন্টার মিলানের চেয়ে ১০ পয়েন্ট থেকে পয়েন্ট তালিকার চারে ছিল নাপোলি। আর গত শনিবার ঘরের মাঠে জেনোয়ার সঙ্গে ড্র করার পর ইন্টারের চেয়ে ২৭ পয়েন্ট পেছনে পড়েছে নাপোলি। ২৪ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে নাপোলি এখন আছে নয়ে।

গত মৌসুমে ৩৩ বছর সিরি ‘আ’ জিতেছে নাপোলি
ফাইল ছবি

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সিরি ‘আ’তে আগেরবারের চ্যাম্পিয়নরা সবচেয়ে খারাপ করেছিল ১৯৬১-৬২ মৌসুমে। ১৯৬০-৬১ মৌসুমে চ্যাম্পিয়ন জুভেন্টাস পরের মৌসুমটা শেষ করে চ্যাম্পিয়ন এসি মিলানের ২৪ পয়েন্ট পেছনে থেকে। এবার সেই রেকর্ডকে হুমকির মুখে ফেলে দিয়েছে নাপোলি।

আরও পড়ুন