দেশের ফুটবলে আগামী মৌসুমে রেকর্ড পাঁচ টুর্নামেন্ট

ঘরোয়া ফুটবল নিয়ে ভবিষ্যতে চোখ বাফুফেরপ্রথম আলো ফাইল ছবি

চলতি মৌসুমে ঘরোয়া ফুটবলে তিনটি টুর্নামেন্টের মধ্যে শুধু এক ম্যাচের চ্যালেঞ্জ কাপই শেষ হয়েছে। বাকি দুটি টুর্নামেন্টের মধ্যে শেষ ফেডারেশন কাপের গ্রুপ পর্ব ও প্রিমিয়ার লিগের প্রথম পর্ব। জাতীয় দলের ক্যাম্পের আগে লিগের দ্বিতীয় পর্ব শুরু ২১ ফেব্রুয়ারি। আপাতত এক রাউন্ড হবে। বাফুফের নতুন পেশাদার লিগ কমিটির চোখ অবশ্য আরও সামনে। কমিটি আজ বাফুফে ভবনে প্রথম সভায় বসে আগামী মৌসুমের পরিকল্পনাও করে ফেলেছে।

রেকর্ড পাঁচ টুর্নামেন্ট
বাফুফে এর আগে এক মৌসুমে সর্বোচ্চ তিনটি টুর্নামেন্ট করেছে। আগামী মৌসুমের খসড়া সূচিতে রেকর্ড পাঁচটি টুর্নামেন্ট রাখা হয়েছে। চ্যালেঞ্জ কাপ, ফেডারেশন কাপ, স্বাধীনতা কাপের সঙ্গে ফেরানো হচ্ছে সুপার কাপ। প্রিমিয়ার লিগ তো আছেই।

কাজী সালাহউদ্দিন বাফুফে সভাপতি হওয়ার পর বড় চমক দেন সুপার কাপ আয়োজন করে। চ্যাম্পিয়নের জন্য কোটি টাকা অর্থ পুরস্কার রেখে প্রথম সুপার কাপ হয়েছিল ২০০৯ সালে। ২০১১ ও ২০১৩ সালের পর টুর্নামেন্টটি আর হয়নি। ২০২৩-২৪ মৌসুমে আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত মাঠে গড়ায়নি। চলতি ২০২৪-২৫ মৌসুমেও তা প্রাথমিক পরিকল্পনায় ছিল। আগামী মৌসুমে সুপার কাপ হবে লিগের মধ্যবর্তী দলবদলের সময়। প্রিমিয়ার লিগের শীর্ষ চার দল তাতে খেলবেই, শীর্ষ ছয়ও হতে পারে।

আরও পড়ুন

চ্যাম্পিয়নের জন্য অর্থ পুরস্কার কোটি টাকার নিচে হবে না বলে জানিয়েছেন লিগ কমিটির প্রধান ইমরুল হাসান। আগামী প্রিমিয়ার লিগে দলগুলোর ৩৫ জনের খেলোয়াড় তালিকায় অন্তত পাঁচজন অনূর্ধ্ব ২০ খেলোয়াড় থাকতে হবে, ২৩ জনের স্কোয়াডে ৩ জন, একাদশে অন্তত থাকতে হবে একজন। বিদেশি খেলোয়াড় নিবন্ধন ছয়জনই থাকবে, তবে থাকবে না কোনো এশিয়ান কোটা। আগামী প্রিমিয়ার লিগের খেলোয়াড় নিবন্ধন শুরু আগামী ১ জুন।

স্বাধীনতা কাপে শুধুই স্থানীয়রা
এক ম্যাচের চ্যালেঞ্জ কাপ দিয়ে ফুটবল মৌসুম শুরুর পর লিগের ফাঁকে ফাঁকে ফেডারেশন কাপ চলবে, যেমন এখন চলছে। লিগ শেষে অনুষ্ঠেয় স্বাধীনতা কাপে খেলবেন শুধু স্থানীয় ফুটবলাররা। কারণ হিসেবে ইমরুল হাসান বলেন, ‘লিগ শেষে বিদেশি থাকবে না দলগুলোর। তাই ক্লাবগুলোর সুবিধার্থে এটা করা।’ অবশ্য এর আগেও স্বাধীনতা কাপ শুধু স্থানীয় খেলোয়াড়দের নিয়ে হয়েছিল।

আগামী মৌসুমের পরিকল্পনাও করে ফেলেছে বাফুফে
ফাইল ছবি

বিআরটিসি ফিরছে
দেশের ফুটবলের জন্য বড় সুখবর একসময়ের অফিস দল বিআরটিসি ফিরেছে ফুটবলে। পেশাদার লিগের দ্বিতীয় স্তরে চ্যাম্পিয়নশিপ লিগে (বিসিএল) খেলবে দলটি। বিআরটিসিকে নিয়ে রেকর্ড ১১টি দল খেলবে এবারের বিসিএলে। আগে সর্বোচ্চ ১০টি দল ছিল। এবারের দলগুলো হচ্ছে পিডব্লিউডি, বাফুফের একাডেমি, ওয়ারী, নোফেল, ফরাশগঞ্জ, আরামবাগ, বিআরটিসি, সিটি ক্লাব, ঢাকা রেঞ্জার্স, লিটল ফ্রেন্ডস, উত্তর বারিধারা। বিআরটিসির সঙ্গে সিটিও নতুন।

শুধু বিসিএলের ক্লাবগুলোর জন্য আলাদা একটা টুর্নামেন্ট হবে আগামী মৌসুমে। বিসিএলের প্রথম পর্ব শুরু ৪ মার্চ।

আরও পড়ুন

ফেড কাপের সূচিতে বদল
ফেডারেশন কাপে এবার প্রথাগত সেমিফাইানাল হচ্ছে না। দুই গ্রুপ সেরাকে নিয়ে কেয়ালিফায়ার–১ এবং দুই গ্রুপ রানার্সআপকে নিয়ে কোয়ালিফায়ার–২ হওয়ার কথা ছিল ৮ ও ১৫ এপ্রিল। এখন দুটি ম্যাচই হবে ৮ এপ্রিল। কোয়ালিফায়ার–৩ ২২ এপ্রিলের বদলে ১৫ এপ্রিল। ২ মের জায়গায় ফাইনালের নতুন তারিখ ২২ এপ্রিল। ফাইনাল হবে ময়মনসিংহে।

ফিক্সিং নিয়ে তদন্ত
চলমান প্রিমিয়ার লিগে স্পট ফিক্সিংয়ের অভিযোগ এসেছে তিনটি ক্লাবের বিরুদ্ধে। এ নিয়ে কাজ চলছে জানিয়ে ইমরুল হাসান বলেন, লিগের দ্বিতীয় পর্ব শুরুর আগে সব ক্লাবের খেলোয়াড়-কর্মকর্তাদের জন্য সচেতনতামূলক একটা সেমিনার হবে।