১৭ বছর পর শিরোপা জেতানো কোচ ১৭ দিন পার না হতেই বরখাস্ত

অ্যাঞ্জ পোস্তেকোগলুটটেনহাম হটস্পার

টটেনহাম ১৭ বছর পর শিরোপা জিতেছে ১৭ দিনও হয়নি। এর মধ্যেই দলটিকে ইউরোপা লিগ জেতানো কোচ অ্যাঞ্জ পোস্তেকোগলুকে বরখাস্ত করেছে টটেনহাম হটস্পার।

গতকাল শুক্রবার এক বিবৃতিতে ইংলিশ ক্লাবটি জানিয়েছে, ‘বহুমুখী প্রতিযোগিতায় সফল হওয়ার লক্ষ্যেই এ পরিবর্তন জরুরি।’ বরখাস্ত কোচ পোস্তেকোগলু এমন সিদ্ধান্তের পর বলেছেন, দলের প্রতি কোনো অভিযোগ নেই তাঁর। নিজের সময়টাকে নিয়ে গর্বিত তিনি।

৫৯ বছর বয়সী অস্ট্রেলিয়ান কোচ পোস্তেকোগলু গত মাসেই ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে টটেনহামকে ১৭ বছরের মধ্যে প্রথম শিরোপা এনে দেন। সেই জয়ের সুবাদেই তারা পরের মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগ পেয়েছে।

তবে প্রিমিয়ার লিগে টটেনহামের পারফরম্যান্স ছিল হতাশাজনক। লিগে দলটি হেরেছে ২২টি ম্যাচে, যা অবনমন হয়নি এমন দলগুলোর মধ্যে সবচেয়ে বাজে। টটেনহাম এবারের লিগ শেষ করেছে ১৭তম অবস্থানে। ইএসপিএন তাদের সূত্রের বরাতে জানিয়েছে, ক্লাব চেয়ারম্যান ড্যানিয়েল লেভি এবং পোস্তেকোগলুর মধ্যে আলোচনার পর বরখাস্তের খবর আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।

আরও পড়ুন

দুই মৌসুম দায়িত্ব পালনের পর টটেনহাম ছাড়ছেন এই অস্ট্রেলিয়ান। ইএসপিএন জানিয়েছে, তাঁকে ক্ষতিপূরণ হিসেবে ৪০ লাখ পাউন্ড (প্রায় ৫৪ লাখ ডলার) দেওয়া হবে। ইউরোপা লিগ জয়ের জন্য তিনি আলাদা করে আরও ২০ লাখ পাউন্ড বোনাস পেয়েছেন।

শুক্রবার দেওয়া ক্লাবের বিবৃতিতে বলা হয়েছে, ‘পুনর্মূল্যায়ন এবং গভীর পর্যালোচনার পর আমরা সিদ্ধান্ত নিয়েছি যে অ্যাঞ্জ পোস্তেকোগলুকে তাঁর দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো। টটেনহামের ইতিহাসে মাত্র তৃতীয় কোচ হিসেবে ইউরোপিয়ান ট্রফি জয়ের গৌরব অর্জন করেছেন অ্যাঞ্জে। এ জন্য আমরা তাঁর প্রতি কৃতজ্ঞ। তবে ক্লাবের বোর্ড সর্বসম্মতিক্রমে মনে করেছে, আমাদের ভবিষ্যৎ সফলতার জন্য এখন পরিবর্তন জরুরি।’

সনের হাতে ইউরোপা লিগের ট্রফি। টটেনহামের খেলোয়াড়দের উদ্‌যাপন
এএফপি

বরখাস্ত হওয়ার প্রতিক্রিয়ায় পোস্তেকোগলু এক বিবৃতিতে বলেছেন, ‘টটেনহাম হটস্পারের ম্যানেজার হিসেবে আমার সময়টাকে ফিরে দেখলে গর্ব অনুভব করি। ইংল্যান্ডের একটি ঐতিহাসিক ক্লাবের দায়িত্ব পালন করতে পারা এবং তাকে আবারও গৌরবের পথে ফেরানোর সুযোগ পাওয়া—এটি আমার জীবনের অন্যতম স্মরণীয় অধ্যায়। ক্লাবকে যারা ভালোবাসে, তাদের সঙ্গে সেই অভিজ্ঞতা ভাগাভাগি করে নিতে পারা এবং তা তাদের জীবনে যে প্রভাব ফেলেছে, তা আমি কখনো ভুলতে পারব না।’

পোস্তেকোগলুর জায়গায় নতুন কোচ খুঁজে পেতে কাজ শুরু করেছে ক্লাব। সম্ভাব্য কোচদের মধ্যে রয়েছেন ব্রেন্টফোর্ডের থমাস ফ্র্যাঙ্ক, ফুলহামের মার্কো সিলভা এবং বোর্নমাউথের আন্দোনি ইরায়োলা।

আরও পড়ুন