মেসি–রোনালদোর তুলনায় হলান্ড কোথায়

মেসি ও হলান্ডছবি: এএফপি

গোলমেশিন আর্লিং হলান্ড! চলতি মৌসুমে হলান্ডের কীর্তিকে এটুকুতে অবশ্য ঠিকভাবে ধরা যাচ্ছে না। ম্যাচের পর ম্যাচে গোল করে রেকর্ড বইয়ে রীতিমতো ঝড় তুলছেন এই নরওয়েজীয় স্ট্রাইকার। গোল মুখে হলান্ডের পায়ে বল মানেই আরেকটি গোলের সম্ভাবনা। ইতিমধ্যে ১৩ ম্যাচে ২০ গোল করেছেন এই ম্যানচেস্টার সিটি তারকা।

দারুণ পারফরম্যান্সে চারপাশে এখন চলছে হলান্ড–বন্দনা। ম্যান সিটিতে হলান্ড যার উত্তরাধিকার এগিয়ে নিচ্ছেন, সেই সার্জিও আগুয়েরোও হলান্ডকে প্রশংসায় ভাসিয়েছেন। এমনকি ২২ বছর বয়সী এই তারকাকে লিওনেল মেসি-রোনালদো-ম্যারাডোনার সঙ্গেও তুলনা করেছেন আগুয়েরো।

আরও পড়ুন

ম্যান সিটির হয়ে খেলে নিজেকে কিংবদন্তিদের কাতারে তুলেছিলেন আগুয়েরো। আর জাতীয় দল আর্জেন্টিনায় খুব কাছ থেকে দেখেছেন সতীর্থ মেসিকে।

নিজের ক্লাব উত্তরসূরির সম্পর্কে বলতে গিয়ে টেনেছেন মেসিকে। শুধু মেসিই নন, ডিয়েগো ম্যারাডোনা, রোনালদো নাজারিও, রোমারিও এবং রবার্ট লেভানডফস্কিদের নামও একই সঙ্গে উচ্চারণ করেছেন আগুয়েরো।

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে কদিন আগে ফুটবলকে বিদায় বলা আগুয়েরো বলেছেন, ‘অনেক দুর্দান্ত স্ট্রাইকারের কথা বলতে পারি। আমার পছন্দের একজন হচ্ছেন রোনালদো (নাজারিও)। যে বারবার নিজেকে পূর্ণাঙ্গ খেলোয়াড় হিসেবে নিজেকে প্রমাণ করেছে, প্রতিপক্ষের জন্য গোল পোস্টের কাছে ছিল হুমকি। প্রতিটি যুগে এমন সামর্থ্যের দু–তিনজন খেলোয়াড় দেখা যায়। যাদের সবার খেলার ধরন ভিন্ন হয়ে থাকে। ডিয়েগো (ম্যারাডোনা), রোমারিও, লেভানডফস্কি, (জ্লাতন) ইব্রাহিমোভিচ এবং লিও (মেসি) অবশ্যই। প্রত্যেকেই আলাদাভাবে প্রতিভাবান ছিল এবং তারা সবাই দুর্দান্ত স্কোরার ছিল।’

ম্যানসিটির হয়ে টানা গোল করে যাচ্ছেন হলান্ড
ছবি: এএফপি

এরপর হলান্ডের বিশেষত্বও তুলে ধরেন আগুয়েরো। বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে আগের মৌসুমগুলোতে নিজেকে দুর্দান্ত স্কোরার হিসেবে প্রমাণ করেছেন হলান্ড।

তবে সিটিতে এসে রীতিমতো রুদ্রমূর্তি ধারণ করেছেন এই স্ট্রাইকার। ইংলিশ প্রিমিয়ার লিগের মতো কঠিন মঞ্চেও একের পর এক গোল করে চলেছেন।

ধারাবাহিকতা ধরে রাখলে আরও অনেক রেকর্ড হলান্ড ভেঙে দেবেন বলে বিশ্বাস আগুয়েরোর, ‘হলান্ডের কথা বলতে হলে, তার শক্তি, অ্যাথলেটিসিজম এবং বিশেষভাবে গোল–ক্ষুধা আছে। যা তাকে খুবই বিপজ্জনক করে তুলেছে। নিজের এই অসাধারণ পরিসংখ্যান ধরে রাখার জন্য প্রয়োজনীয় সবকিছু তার আছে। বিশেষ করে সিটির মতো আগ্রাসী মানসিকতার দলের অংশ হওয়াটা দারুণ ব্যাপার। এর অর্থ হচ্ছে সে প্রচুর গোল করার সুযোগ পাবে। সে এখনো তরুণ, রেকর্ড ভাঙা অব্যাহত রাখার সামর্থ্য তার আছে। তবে এ জন্য যা আবশ্যিক, তা হলো ধারাবাহিকতা ধরে রাখা।’