মেসির মায়ামিতে এবার সুয়ারেজ

মেসি ও সুয়ারেজ। বার্সেলোনার সাবেক দুই সতীর্থ এখন একসঙ্গে খেলবেন ইন্টার মায়ামিতেইনস্টাগ্রাম

শেষ পর্যন্ত তাঁদের চাওয়াটা পূরণ হলো! বার্সেলোনায় খেলার সময়েই দুই বন্ধু লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ চেয়েছিলেন, ক্যারিয়ারের শেষটা একই ক্লাব থেকে করবেন। দুজন মিলে যখন সেই স্বপ্ন দেখেছিলেন, তারপর কত কিছুই তো ঘটে গেছে। প্রথমে সুয়ারেজকে ছেড়ে দেয় বার্সা, এরপর মেসিকেও।

সুয়ারেজ বার্সা ছেড়ে আতলেতিকো মাদ্রিদ ও নাসিওনাল ঘুরে নাম লেখান ব্রাজিলের ক্লাব গ্রেমিওতে। আর মেসি পিএসজি ঘুরে এখন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিতে আছেন। মেসি মায়ামিতে যাওয়ার পর থেকেই ফুটবল–বিশ্বে গুঞ্জন উঠেছিল, তাঁর পথ ধরে মায়ামিতে যাবেন সুয়ারেজও।

আরও পড়ুন
গ্রেমিওতে শেষ ম্যাচটা খেলার পর দর্শক অভিবাদনের জবাবে লুইস সুয়ারেজ
ছবি: এএফপি

কিন্তু এমএলএসের বিদেশি খেলোয়াড়ের নিয়মের ঝামেলার কারণে সেটা হয়ে উঠবে কি না, একটা সময় দেখা দেয় সেই সংশয়। অবশেষে সব সংশয় দূর করে ইন্টার মায়ামিতে সুয়ারেজ। আজ ইন্টার মায়ামি টুইটারে সুয়ারেজকে দলে ভেড়ানোর ঘোষণা দিয়েছে এভাবে, ‘মায়ামির স্বপ্নে স্বাগত সুয়ারেজ।’

এটা লিখে নিচে মায়ামির জার্সি পরা চার শিশুর ছবি দিয়েছে তারা। সেই চার শিশুর জার্সির পেছনে লেখা মায়ামির বর্তমান দলের বার্সেলোনার চারজন সাবেক ফুটবলারের নাম—সের্হিও বুসকেতস, জর্দি আলবা, মেসি ও সুয়ারেজ।

আরও পড়ুন

এমএলএস ওয়েবসাইটের এক খবরে লেখা হয়েছে, সুয়ারেজের সঙ্গে মায়ামির চুক্তিটা এক বছরের। সেই খবরেই সুয়ারেজকে পেয়ে নিজেদের আনন্দের কথা জানিয়েছেন মায়ামির মালিকদের একজন হোর্হে মাস, ‘আমাদের ক্লাবে বিশ্বমানের স্ট্রাইকার লুইস সুয়ারেজকে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। লুইস দুর্দান্ত একজন প্রতিদ্বন্দ্বী। ব্রাজিলে পুরস্কার জেতা একটি মৌসুম শেষ করে আসা লুইস আমাদের দলে গুরুত্বপূর্ণ এক অন্তর্ভুক্তি।’

মায়ামির আরেক মালিক ডেভিড বেকহাম বলেছেন, ‘খেলাটির প্রতি অগাধ ভালোবাসা আছে, লুইসের মানের একজন খেলোয়াড়কে আমরা আমাদের ক্লাবে পেয়ে খুবই আনন্দিত।’

নতুন ঠিকানা খুঁজে পেয়ে খুশি সুয়ারেজও, ‘ইন্টার মায়ামিতে নতুন চ্যালেঞ্জ নিতে পেরে আমি রোমাঞ্চিত। শুরু করতে আমার ত্বর সইছে না। অসাধারণ এই ক্লাবের হয়ে আরও শিরোপা জয়ের স্বপ্নকে বাস্তবায়ন করতে আমি তৈরি।’

আরও পড়ুন