বেনজেমার রিয়ালে থাকা নিয়ে কোনো সন্দেহ নেই আনচেলত্তিদের

উয়েফার বর্ষসেরা খেলোয়াড় ও কোচের ট্রফি হাতে করিম বেনজেমা ও কার্লো আনচেলত্তিছবি: রয়টার্স

করিম বেনজেমা কি রিয়াল মাদ্রিদে থাকবেন, নাকি পাড়ি জমাবেন সৌদি আরবের ফুটবলে—ইউরোপের ফুটবল মহলে নতুন করেই প্রবেশ করেছে এই আলোচনা। লিওনেল মেসির সৌদি আরবের ফুটবলে খেলতে যাওয়া নিয়ে গুঞ্জন একপ্রকার পুরোনোই হয়ে গেছে। তবে সেটার নিষ্পত্তি হওয়ার আগেই নতুন করে বেনজেমাকে নিয়ে গুঞ্জন।

সৌদি আরবের ক্লাব আল ইত্তিহাদ বেনজেমাকে ৪০ কোটি ইউরোর প্রস্তাব দিয়েছে, এটা দিয়ে গুঞ্জনের শুরু। এরপর দ্রুতই খবর এল, বেনজেমা রিয়াল মাদ্রিদকে জানিয়ে দিয়েছেন—তিনি সৌদি আরবের ফুটবলে খেলতে যাবেন। বিষয়টি নিয়ে বেনজেমাকে প্রশ্ন করলে তিনি রহস্যটা রেখে দিয়ে বলেছেন, ‘আমি এখনো মাদ্রিদেই আছি। আপাতত বিলবাওয়ের বিপক্ষে ম্যাচ নিয়ে ভাবছি।’

আরও পড়ুন
জুনেই ‘স্বাধীন’ করিম বেনজেমা ও লিওনেল মেসি। তাঁদের নিয়ে গুঞ্জন, সৌদি আরবের ফুটবলে নাম লেখাতে পারেন
ছবি: রয়টার্স

অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে চলতি মৌসুমে নিজেদের শেষ ম্যাচটি রিয়াল খেলবে আগামীকাল। সেই ম্যাচের আগে আজ সংবাদ সম্মেলনে রিয়ালের কোচ কার্লো আনচেলত্তিকে বেনজেমার বিষয়ে প্রশ্ন করেছিলেন সাংবাদিকেরা। সেখানে তিনি বলেছেন, তাঁর বিশ্বাস বেনজেমা রিয়ালেই থাকবেন, সৌদি আরবের ফুটবলে যাবেন না।

সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেছেন, ‘বেনজেমা আগামীকাল খেলতে তৈরি। সে খুব ভালোভাবে সেরে উঠেছে। তার বর্তমান চুক্তির মেয়াদ আরও এক বছর আছে। তাই তার এখানে থাকা নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই।’

আরও পড়ুন
মার্কা লিজেন্ড অ্যাওয়ার্ড হাতে করিম বেনজেমা
ছবি: রয়টার্স

শুধু আগামী বছর পর্যন্তই নয়, বেনজেমা বার্নব্যুতে আরও অনেক দিন থাকবেন বলেই বিশ্বাস রিয়ালের ইতালিয়ান কোচ আনচেলত্তির। ক্লাব কিংবদন্তিদের ক্ষেত্রে এমনটাই হওয়া উচিত বলে মনে করেন তিনি। তবে সবকিছুই যে পরিস্থিতির ওপর নির্ভর করে, সেই বাস্তবতাও সবাইকে মনে করিয়ে দিয়েছেন আনচেলত্তি।

সংবাদ সম্মেলনে ইতালিয়ান কোচ বলেছেন, ‘ক্লাব কিংবদন্তিদের রিয়াল মাদ্রিদেই অবসর নেওয়া উচিত। আমি মনে করি, ক্লাব এবং সব সমর্থকদের ভাবনা এটাই। কিন্তু নির্দিষ্ট খেলোয়াড়েরও ভাবনার বিষয় আছে।’

আরও পড়ুন