পিএসজি ছাড়ার গুঞ্জন নিয়ে যা বললেন এমবাপ্পে

সত্যিই কি পিএসজি ছাড়তে চান কিলিয়ান এমবাপ্পে?ছবি: এএফপি

চুক্তি নবায়নের ছয় মাস যেতে না যেতেই পিএসজিতে অসুখী হয়ে উঠেছেন কিলিয়ান এমবাপ্পে, সামনের জানুয়ারিতেই চলে যাবেন অন্য কোথাও—গত এক সপ্তাহে ফুটবল বিশ্ব সরগরম ছিল এই খবরে। এমনকি তাঁর নতুন ঠিকানা হিসেবে লিভারপুল এবং সম্ভাব্য দলবদল ফি নিয়েও আলোচনা শুরু হয়ে গিয়েছিল।

পিসএজি কোচ আর স্পোর্টিং ডিরেক্টর এমন কিছুর সম্ভাবনা উড়িয়ে দিয়েছিলেন। কিন্তু গত কয়েক মাসে এমবাপ্পের নানা কর্মকাণ্ডের কারণে ‘পিএসজি-ছাড়া’এর খবর কৌতূহলী করে তুলেছিল সবাইকে। অবশেষে সেই কৌতূহলের ইতি টানলেন এমবাপ্পে। জানালেন, যা রটেছে, তা সঠিক নয়।

আরও পড়ুন

রোববার রাতে পার্ক দি প্রিন্সেসে অলিম্পিক মার্শেইয়ের মুখোমুখি হয়েছিল পিএসজি। ম্যাচে নেইমারের গোলে ১-০ ব্যবধানে জয় পায় প্যারিসের ক্লাবটি। নেইমারের গোলটিতে সহায়তা এমবাপ্পের। খেলা শেষে মিক্সড জোনে সংবাদমাধ্যমে মুখোমুখি হন বিশ্বকাপজয়ী এ ফরাসি ফরোয়ার্ড।

পিএসজিতে তাঁর ভালো না থাকা এবং জানুয়ারিতে পিএসজি ছাড়ার গুঞ্জন সম্পর্কে জিজ্ঞেস করা হলে এমবাপ্পে বলেন, ‘আমি তো এখানে খুবই ভালো আছি। জানুয়ারিতে চলে যাওয়ার কথা আমি কখনোই বলিনি।’

মার্শেইয়ের বিপক্ষে পিএসজির জয়ের ম্যাচে নেইমারের গোলে সহায়তা করেছেন এমবাপ্পে
ছবি: এএফপি

এমবাপ্পের পিএসজি-ছাড়ার ইচ্ছের খবরটি প্রকাশ হয় গত সপ্তাহে চ্যাম্পিয়নস লিগে পিএসজি-বেনফিকা ম্যাচের কিছুক্ষণ আগে।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার পর এ বিষয়ে খবর দিতে শুরু করে ফ্রান্স এবং ইংল্যান্ডের বিভিন্ন গণমাধ্যমও।

তবে ২৩ বছর বয়সী ফরোয়ার্ডের দাবি, খবরটি শুনে তিনিও ধাক্কা খেয়েছেন, ‘(বেনফিকা) ম্যাচের দিন যে খবরটি এল, আমি বুঝতে পারছিলাম না। অন্য সবার মতো আমিও ধাক্কা খেয়েছি। অনেকেই মনে করে এই খবর তৈরির সঙ্গে আমি জড়িত আছি। কিন্তু আমি জড়িত নই। খবরটা শুনে সবাই হতবাক হয়ে পড়েছিল। এরপরও আমাদের শান্ত থাকতে হয়েছে। কারণ খেলা ছিল। আর এটা বোঝানোর ছিল যে খবরটি সম্পূর্ণ ভুল, আমি এখানেই ভালো আছি।’

আরও পড়ুন

এমবাপ্পের পিএসজি ছাড়ার খবর অনেকের কাছেই সত্য মনে হয়েছিল গত কয়েক মাসের কিছু কর্মকাণ্ডের কারণে। মৌসুমের শুরুতে পেনাল্টি নেওয়া নিয়ে নেইমারের সঙ্গে বিবাদ ছিল প্রকাশ্য।

এরপর ফ্রান্স জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে মন্তব্য করেন, ক্লাব ফুটবলে স্বাধীনতা কম পান তিনি। কয়েক দিন আগে পিএসজিতে তাঁর পজিশন নিয়ে অসন্তুষ্টির ইঙ্গিত করে একটি পোস্টও দেন, যা কিছুক্ষণ পর আবার মুছে দেন।

আরও পড়ুন

তবে মাঠে বা মাঠের বাইরে তিনি পিএসজি নিয়েই মনোযোগী আছে বলে জানিয়েছেন এমবাপ্পে। সামনে বিশ্বকাপ, তার আগে পিএসজির হয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ আছে বেশ কয়েকটি।

এমবাপ্পে তাই মাঠেই মনোযোগী হওয়ার কথা বললেন, ‘আমি একজন ফুটবল খেলোয়াড়। আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যপার হচ্ছে খেলা এবং মাঠে নেমে নিজের সর্বোচ্চটা দেওয়া। আমি যদি এককেন্দ্রিক না থেকে বিক্ষিপ্ততায় ডুব দেই, তবে তো খুব দ্রুতই ক্লান্ত হয়ে পড়ব।’