নাপোলিতে গিয়ে গ্রিলিশের ‘এজেন্ট’ হলেন ডি ব্রুইনা
নতুন ঠিকানায় যদি কোনো পুরোনো বন্ধুকে পাওয়া যায়, তাহলে মন্দ কী! কেভিন ডি ব্রুইনাও সম্ভবত সেটাই চাচ্ছেন। ম্যানচেস্টার সিটি ছেড়ে যাওয়ার পর তাঁর নতুন ঠিকানা এখন ইতালির নাপোলি। আর নতুন ক্লাবে সিটি থেকে এক পুরোনো বন্ধুকেও নিয়ে যেতে চাইছেন বেলজিয়ান এই মিডফিল্ডার। কে সেই বন্ধু? জ্যাক গ্রিলিশ।
নাপোলিতে যোগ দিয়েই তাই ডি ব্রুইনা যেন এখন এজেন্টের ভূমিকা নিয়েছেন। কীভাবে গ্রিলিশকে নাপোলিতে নেওয়া যায়, সেই তদবির করছেন তাঁর নতুন কোচ আন্তোনিও কন্তের কাছে। কন্তে নাকি এরই মধ্যে ডি ব্রুইনার কাছে গ্রিলিশ সম্পর্কে জানতে চেয়েছেন। আর ডি ব্রুইনাও তাঁর বন্ধুর প্রশংসায় পঞ্চমুখ! তাঁর আশা, হয়তো কন্তে গ্রিলিশকে নাপোলিতে আনার চেষ্টা করবেন।
গ্রিলিশের দিনকাল অবশ্য এখন খুব একটা ভালো যাচ্ছে না। ম্যান সিটির স্কোয়াডে অনিয়মিত হয়ে গিয়েছিলেন বেশ আগেই। সম্প্রতি পেপ গার্দিওলার ক্লাব বিশ্বকাপ স্কোয়াড থেকে তো বাদই পড়েছেন। একসময় যাঁকে অ্যাস্টন ভিলা থেকে ১০ কোটি পাউন্ড দিয়ে কিনেছিল, সেই গ্রিলিশ এখন কিছুটা সিটির বোঝাই হয়ে গেছেন বলে মনে হচ্ছে। শোনা যাচ্ছে, নতুন মৌসুম শুরুর আগেই গার্দিওলা গ্রিলিশকে বিক্রি করে দিতে চান। সেটা সম্ভব না হলে অন্তত ধারে পাঠানোর চেষ্টা করবেন, যদি ভবিষ্যতে কেনার প্রতিশ্রুতি থাকে।
খুব স্বাভাবিকভাবেই গ্রিলিশও এই বাস্তবতা জানেন। তিনিও নতুন ক্লাবের খোঁজে আছেন। নাপোলিতে বন্ধু কেভিন ডি ব্রুইনার সঙ্গে পুনর্মিলনীর সুযোগটা তাঁর জন্যও খারাপ নয়। তবে সমস্যা হচ্ছে, গ্রিলিশের বেতন। সিটিতে সপ্তাহে তিন লাখ পাউন্ড বেতন পান গ্রিলিশ, নাপোলি হয়তো এর অর্ধেকও দিতে পারবে না! কিন্তু ইংল্যান্ড দলে নিজের জায়গা ফিরে পেতে এবং ২০২৬ বিশ্বকাপের দলে ঢোকার জন্য গ্রিলিশ নাকি নিজের বেতন কমাতেও রাজি!
গ্রিলিশের জন্য আরেকটা বিকল্প হচ্ছে এভারটন। নতুন স্টেডিয়াম ব্রামলি-মুর ডকে পা রাখার আগে এভারটন চাইছে বেশ তারকাবহুল দল গড়তে। বেতন হয়তো নাপোলির চেয়ে বেশিই দিতে পারবে এভারটন। তবে কন্তের মতো কোচ আর ডি ব্রুইনার মতো বন্ধুকে পাশে পাওয়ার লোভটাই আপাতত বেশি গ্রিলিশের।
নাপোলি অবশ্য এমনিতেই প্রিমিয়ার লিগের সাবেক খেলোয়াড়দের মেলা হয়ে উঠেছে। ডি ব্রুইনা তো সম্প্রতি গেছেন। এর আগেই স্কট ম্যাকটমিনে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে গিয়ে সিরি ‘আ’র বর্ষসেরা খেলোয়াড় হয়েছেন। তাঁর সঙ্গে মাঝমাঠে আছেন চেলসি ও ব্রাইটনের সাবেক খেলোয়াড় বিলি গিলমোর, সাবেক ইউনাইটেড স্ট্রাইকার রোমেলু লুকাকু। এই বছর জানুয়ারিতে বোর্নমাউথ থেকে নাপোলিতে যোগ দিয়েছেন মিডফিল্ডার ফিলিপ বিলিংও। এবার গ্রিলিশও গেলে যেন ষোলোকলা পূর্ণ হয়!