ঢাকায় কিংসের ৪ গোল, কুমিল্লায় আবাহনীরও ৪

আবাহনীর গোল উদ্‌যাপনছবি: বাফুফে

দুর্বল উত্তরা এফসির সঙ্গে ১-১ গোলে ড্র দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের দ্বিতীয় পর্ব শুরু করা বসুন্ধরা কিংস টানা তিন ম্যাচ জিতেছে। ফর্টিস ও রহমতগঞ্জকে ৪টি করে গোল দেওয়া অস্কার ব্রুজোনের দল ছন্দ ধরে রেখেছে আজও। নিজেদের মাঠ কিংস অ্যারোনায় বসুন্ধরা কিংস ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে।

কিংসের নিকটতম প্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেডও আজ কুমিল্লায় জিতেছে বাংলাদেশ পুলিশের বিপক্ষে। তারাও করেছে ৪টি গোল। জয়ের ব্যবধান শেষ পর্যন্ত দাঁড়ায় ৪–১।

আরও পড়ুন

২০ ম্যাচের লিগে ১৪ ম্যাচ শেষে কিংসের পয়েন্ট ৪০। আবাহনীর ৩০। লিগের শীর্ষ দুই দলের মধ্যে পয়েন্টের ব্যবধান ১০-ই থাকল। আর এতে বলা যেতে পারে, টানা চতুর্থ লিগ শিরোপার পথে আরেক ধাপ এগিয়েছে কিংস। বাকি ৬ ম্যাচে কিংসের সঙ্গে ১০ পয়েন্টের ব্যবধান ঘুচিয়ে আবাহনীর চ্যাম্পিয়ন হওয়ার বাস্তব সম্ভাবনা খুব একটা নেই।

শক্তি অনুযায়ী চলতি লিগে ভালো করেনি আবাহনী। বরং ভালো করেছে মুক্তিযোদ্ধা। শেখ রাসেল ও আবাহনীকে হারিয়েছে ১-০ গোলে। শেখ জামালের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে। কিংসের বিপক্ষে আজও শুরুটা ভালোই করেছিল মুক্তিযোদ্ধা।

বসুন্ধরা কিংসের গোল উদ্‌যাপন
ছবি: বাফুফে

কিংসকে প্রথম গোল পেতে অপেক্ষা করতে হয়েছে ৪২ মিনিট পর্যন্ত। ব্রাজিলিয়ান মিডফিল্ডার মিগুয়েল বক্সের ভেতর থেকে আলতো শটে ১–০ করার পর গোলের জন্য আর ভাবতে হয়নি স্বাগতিক দলকে।

৫৩ ও ৭৬ মিনিটে ব্রাজিলিয়ান স্ট্রাইকার দরিয়েলতন গোমেজের জোড়া গোল ম্যাচ থেকে ছিটকে দেয় মুক্তিযোদ্ধাকে। ৮০ মিনিটি মিগুয়েল দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করার পর বড় জয়ের আনন্দ নিয়েই মাঠ ছেড়েছে কিংস। যদিও কিংসের আক্রমণের প্রাণ রবসন রবিনিউ ছিলের না আজ। কিন্তু তাঁর অভাব বুঝতে দেননি মিগুয়েলরা।

আরও পড়ুন

আগের ম্যাচে মুক্তিযোদ্ধার কাছে হার আবাহনীকে ঠেলে দিয়েছে শিরোপা লড়াই থেকে অনেকটা দূরে। কিংসের থেকে ১০ পয়েন্ট পেছনে পড়ে আবাহনীর লিগ পুনরুদ্ধারের আশা কার্যত আর নেই। আর পয়েন্ট না হারিয়ে যতটা সম্ভব বাকি ম্যাচগুলো ভালোয় ভালোয় শেষ করাই আবাহনীর জন্য এখন চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জে আজ জিতেছে দলটি। আবাহনীর হয়ে গোল করেন রাফায়েল (পেনাল্টি), ফাহিম, সোহেল ও এমেকা।