পিএসজিকে ‘না’ বলে দেওয়ার জন্য মরিনিওকে বোঝাতে পারেন টট্টি

এএস রোমা কোচ জোসে মরিনিওছবি: রয়টার্স

৪ বছর এএস রোমার যুব দলে খেলেছেন, ২৪ বছর খেলেছেন মূল দলে। খেলোয়াড়ি জীবনকে বিদায় দেওয়ার পর ২ বছর ছিলেন পরিচালকদের একজন হয়ে। ‘ক্লাবের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাঁকে যথেষ্ট যুক্ত করা হয় না’ অভিযোগ করে ২০১৯ সালে রোমার সঙ্গে ৩০ বছরের সম্পর্কে ছেদ আঁকেন ফ্রান্সেসকো টট্টি।

সেই সময় রোমার ঘরের ছেলে বলেছিলেন, যদি কখনো ক্লাবের মালিকানা বদলায়, তিনি আবার ফিরতেও পারেন। এ ছাড়া ক্লাবের যদি তাঁকে কখনো খুব প্রয়োজন হয়, সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। এখন হয়তো টট্টিকে রোমার প্রয়োজন। সেটা কোচ জোসে মরিনিওকে ক্লাবে ধরে রাখতে। টট্টি বলেছেন, মরিনিওকে বুঝিয়ে রোমায় রাখার দায়িত্ব পেলে তিনি সেটা করতে পারবেন।

ফুটবলের আকাশে গুঞ্জন—এ মৌসুম শেষে ক্রিস্তফ গালতিয়েরকে কোচ হিসেবে আর রাখবে না পিএসজি। শোনা যাচ্ছে, ভবিষ্যৎ কোচ হিসেবে পিএসজির বেশি পছন্দ মরিনিওকে। রোমার পর্তুগিজ কোচের সঙ্গে এরই মধ্যে প্যারিসের ক্লাবটি আলোচনা করেছে বলেও বিভিন্ন সংবাদমাধ্যমে খবর এসেছে।

রোমাকে গত বছর কনফারেন্স লিগ শিরোপা জিতিয়েছেন মরিনিও
ছবি : এএফপি

গুঞ্জন আছে, পিএসজিতে যেতে আগ্রহী মরিনিও। কিন্তু দলকে গত মৌসুমে কনফারেন্স লিগ জেতানো এবং এ মৌসুমের ইউরোপা লিগের সেমিফাইনালে তোলা মরিনিওকে এখনই ছাড়তে চায় না রোমা। ইতালিয়ান ক্লাবটি কি মরিনিওকে ধরে রাখতে পারবে শেষ পর্যন্ত?

আরও পড়ুন

এ বিষয়ে রোমাকে সাহায্য করতে পারবেন বলেই মনে করেন টট্টি। ইতালিতে একটি টেনিস টুর্নামেন্ট দেখতে যাওয়া টট্টি সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেছেন, ‘এটা যদি আমার ওপর বর্তায়, কাজটা সহজ হবে। দেখা যাক কী হয়। আমরা জানি না, ক্লাবের সঙ্গে কী কথা হয়েছে। আমি জানি না, কী ঘটবে। আশা করি, তারা সেরা সমাধানটাই বের করবে।’

প্রেমিকাকে নিয়ে কাল ইতালিয়ান ওপেন দেখতে গিয়েছিলেন টট্টি
ছবি : টুইটার

ইউরোপা লিগের সেমিফাইনালের প্রথম লেগে বায়ার লেভারকুসেনকে ১-০ গোলে হারিয়েছে রোমা। আগামী বৃহস্পতিবার প্রতিপক্ষের মাঠে দ্বিতীয় লেগের ম্যাচ খেলতে যাবে তারা। রোমা কি ফাইনালে যেতে পারবে—এ প্রশ্নের উত্তরে টট্টি বলেছেন, ‘এখনো ৯০ মিনিট বাকি আছে।’

আরও পড়ুন