এমবাপ্পের লাল কার্ডও ঠেকাতে পারল না রিয়ালের জয়
লা লিগায় শিরোপা ধরে রাখার সম্ভাবনা বাঁচিয়ে রাখতে এখন রিয়াল মাদ্রিদের জন্য প্রতিটি ম্যাচই বাঁচা-মরার। আজ রোববার রাতে আলাভেসের বিপক্ষে তেমন এক ম্যাচে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। নাটকীয় এই ম্যাচে কিলিয়ান এমবাপ্পে লাল কার্ড দেখায় অনেকটা সময় ১০ জন নিয়ে খেলতে হয় রিয়ালকে।
পরে অবশ্য আলাভেসের মানু সানচেজও লাল কার্ড দেখলে সংখ্যার দিক থেকে সমতা ফেরে ম্যাচে। তবে উত্থান-পতনে ভরপুর রোমাঞ্চের ম্যাচটিতে শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে রিয়ালই। ম্যাচের প্রথমার্ধে এদুয়ার্দো কামাভিঙ্গার করা একমাত্র গোলটিই গড়ে দিয়েছে পার্থক্য।
এই জয়ের পর ৩১ ম্যাচে ২ নম্বরে থাকা রিয়ালের পয়েন্ট এখন ৬৬। সমান ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে বার্সেলোনা। লিগে এখন দুই দলেরই বাকি আছে ৭ ম্যাচ করে। সব মিলিয়ে লিগের শেষ ভাগে রোমাঞ্চ চরমে উঠতে যাচ্ছে, তা এখনই বলা যায়।
আলাভেসের মাঠে ম্যাচের প্রথমার্ধের পুরোটাই ছিল নাটকীয়। ৯ মিনিটে কাছাকাছি গিয়ে গোলের সুযোগ হাতছাড়া করেন আরদা গুলের। এরপর ২০ মিনিটে রাউল আসেনসিওর গোল বাতিল হয় ফাউলের কারণে। তবে ৩৪ মিনিটে সেই আক্ষেপ ভুলিয়ে দেন এদুয়ার্দো কামাভিঙ্গা। দারুণ এক শটে লক্ষ্য ভেদ করে রিয়ালকে তিনি এগিয়ে দেন ১-০ গোলে।
তবে নাটক চরমে ওঠে ৪ মিনিট পর। আলাভেসের আন্তনিও ব্লাঙ্কোকে বাজেভাবে ফাউল করে প্রথমে হলুদ কার্ড দেখলেও পরে ভিএআর যাচাইয়ের পর সিদ্ধান্ত বদলে লাল কার্ড দেন রেফারি। এর ফলে ১০ জনের দলে পরিণত হয় রিয়াল। তবে একজন কম নিয়েও এগিয়ে থেকে বিরতিতে যায় তারা।
বিরতির পর একজন কম নিয়ে খেলেও আক্রমণ থেকে সরে আসেনি রিয়াল। অন্যদিকে আলাভেস চেষ্টা করে রিয়ালের একজন কম থাকার সুযোগকে কাজে লাগানোর।
তবে আলাভেস বড় ধাক্কা খায় ৭০ মিনিটে। বদলি নামা ভিনিসিয়ুস জুনিয়রকে বাজেভাবে ফাউল করে লাল কার্ড দেখেন আলাভেসের সানচেজ।
এই লাল কার্ডের পর দুই দলের খেলোয়াড়সংখ্যায় আসে সমতা। এরপর আর চেষ্টা করেও ম্যাচে ফিরতে পারেনি স্বাগতিকেরা। বরং শেষ দিকে রিয়াল কিছু সুযোগ হাতছাড়া না করলে হারের ব্যবধান আরও বাড়তে পারত।