৬ গোলের থ্রিলার জিতে মৌসুম শুরু লিভারপুলের

গোল করেছেন মোহাম্মদ সালাহওরয়টার্স

লিভারপুল ৪:২ বোর্নমাউথ

শুরুতে ছিল আবেগের বিস্ফোরণ, মাঝপথে উঠল নতুনের জয়গান, আর নাটকীয়তার চূড়ান্ত অঙ্কে ফুটে উঠল কারও ঘৃণার জবাব, কারও সামর্থ্যের ঝলক।

অ্যানফিল্ডে আজ ২০২৫-২৬ প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে লিভারপুল ও বোর্নমাউথ উপহার দিল একটি থ্রিলারের প্রায় সব উপাদানই। যে থ্রিলারের শেষ দিকে দুই গোল করে লিভারপুল ম্যাচ ছিনিয়ে নিয়েছে ৪-২ গোলে।

গত মাসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো দিয়েগো জোতাকে স্মরণ করে শুরু হয়েছিল ম্যাচ। ২৮ বছর বয়সী এই লিভারপুল তারকার জন্য দর্শক নিয়ে এসেছিলেন ব্যানার, পতাকা আর জার্সি। ম্যাচের শুরুতে এক মিনিট নীরবতাও পালন হলো ৫ বছর অ্যানফিল্ডে কাটানো জোতা ও তাঁর সঙ্গে একই দুর্ঘটনায় নিহত আন্দ্রে সিলভার স্মরণে।

দিয়োগো জোতা ও আন্দ্রে সিলভার স্মরণে ম্যাচের শুরুতে এক মিনিট নীরবতা পালন করা হয়
রয়টার্স

কিক অফ বাঁশির পর ম্যাচের বয়স যত বাড়তে থাকল, একে একে দৃশ্যপটে হাজির হতে শুরু করল অন্যান্য চরিত্রও। গত মৌসুমে লিগে নবম হওয়া বোর্নমাউথ একই আসরের চ্যাম্পিয়ন লিভারপুলকে চ্যালেঞ্জও জানাচ্ছিল প্রায় সমানতালে।

দুই দলই গত মৌসুমের পর অনেকটা বদলেছে। আর্নে স্লট আজই যেমন লিগ অভিষেক করিয়েছেন চারজনকে—্উগো একিতিকে, ফ্লোরিয়ান ভির্টজ, জেরেমি ফ্রিমপং ও মিলোস কেরকেজ।

সুযোগ মিস-পাল্টা মিসের পর ম্যাচে প্রথম গোল আসে ৩৭তম মিনিটে। অ্যালেক্সিস মাক অ্যালিস্টারের বাড়ানো বল থেকে লিভারপুলকে এগিয়ে দেন একিতিকে। ফ্রাঙ্কফুর্ট থেকে আসা এই ফরাসি সেন্টার ফরোয়ার্ড গত সপ্তাহে কমিউনিটি শিল্ডের ম্যাচেও গোল করেছিলেন, যদিও দল সেটিতে জিততে পারেনি।

প্রিমিয়ার লিগ অভিষেকেই গোল করেছেন উগো একিতিকে
এক্স/লিভারপুল

প্রথমার্ধে গোল হয়েছে একটিই। বিরতির পর ৪৯ মিনিটেই দ্বিতীয় গোল পেয়ে যায় লিভারপুল। এবার একিতিকের সহায়তায় গোল করেন কোডি গাকপো। ম্যাচে তখন স্বাগতিকদের দাপট, গোল ও অ্যাসিস্ট করা একিতিকেকে নিয়ে গ্যালারিতে উল্লাস।

তবে শেষ আধা ঘণ্টায় দৃশ্যপট বদলে দেন অ্যান্তনি সেমেনিও। বোর্নমাউথের এই ফরোয়ার্ড অ্যালিসনকে ফাঁকি দিয়ে ব্যবধান ২-১ করে ফেলেন। ম্যাচের ২৮ মিনিটের সময় এই সেমেনিও লিভারপুল গ্যালারি থেকে বর্ণবাদের শিকার হয়েছিলেন। সে ঘটনায় ম্যাচ কিছুক্ষণ বন্ধও রাখা হয়।

সেমেনিও করেন দুই গোল
রয়টার্স

হয়তো তা নিয়ে ভেতরে ভেতরে ফুঁসছিলেন বলেই প্রথম গোলের পর সেমেনিও হয়ে ওঠেন আরও ক্ষুরধার। ৭৬ মিনিটে নিজেদের অর্ধ থেকে বল নিয়ে একাই মাঝমাঠ পেরিয়ে পৌঁছে যান লিভারপুল বক্সে। বাকি কাজেও আর ভুল করেননি, বল জড়িয়ে দেন জালে। ম্যাচ ২-২। চুপ হয়ে যায় অ্যানফিল্ড।

দুই গোলে এগিয়ে যাওয়ার পরও ১২ মিনিটের মধ্যে জোড়া গোল হজম করে লিভারপুল তখন পয়েন্ট হারানোর শঙ্কায়। তবে ৮৮ মিনিটে অ্যানফিল্ড আবারও জেগে ওঠে। এবার দুর্দান্ত এক শটে লিভারপুলের তৃতীয় গোল এনে দেন ফেদেরিকো চিয়েসা।

লিভারপুলের তৃতীয় গোলের পর ফেদেরিকো চিয়েসার উদ্‌যাপন
রয়টার্স

গত মৌসুমে মাত্র ৪ ম্যাচে শুরুর একাদশে সুযোগ পাওয়া এই ইতালিয়ান গত কয়েক দিন ধরে লিভারপুল ছাড়ার আলোচনার মধ্যে আছেন। এমনকি কমিউনিটি শিল্ড ম্যাচে তিনিই একমাত্র সিনিয়র খেলোয়াড়, যাকে এক মিনিটও খেলানো হয়নি। সেই চিয়েসাই ৮২ মিনিটে ভির্টসের বদলি নেমে ৬ মিনিট পরই দলের নায়ক।

চিয়েসার গোলে লিভারপুলের জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায়। তবে যোগ করা চতুর্থ মিনিটে সেটা পুরোপুরি নিশ্চিত করে দেন মোহাম্মদ সালাহ। লিভারপুল মাঠ ছাড়ে ২ গোল ব্যবধানে জিতেই।

আরও পড়ুন