আলোনসোর পরবর্তী গন্তব্য কি তবে রিয়াল মাদ্রিদ

বায়ার লেভারকুসেন কোচ জাবি আলোনসোএএফপি

ফুটবল দুনিয়ায় এই মুহূর্তে অন্যতম আলোচিত নাম জাবি আলোনসো। বায়ার লেভারকুসেনের ১২০ বছরের ইতিহাসে এবারই প্রথম ক্লাবটিকে বুন্দেসলিগার শিরোপা জিতিয়েছেন এই স্প্যানিশ কোচ। প্রথমবারের মতো কোনো ক্লাবের মূল দলের দায়িত্ব নিয়েই অবিশ্বাস্য সাফল্য পেয়েছেন আলোনসো।

জার্মানির চ্যাম্পিয়ন হওয়ার পর আলোনসোর লেভারকুসেন চলতি মৌসুমে এখন পর্যন্ত অপরাজিত। সব মিলিয়ে টানা ৪৩ ম্যাচে লেভারকুসেনকে হারাতে পারেনি কোনো দল। আলোনসোই এই বৈপ্লবিক রূপান্তরের মূল কিংবা নেপথ্য কারিগর। তাঁর কোচিংয়ের কৌশলই মূলত দলকে এমন অজেয় করে তুলেছে।

আরও পড়ুন

লেভারকুসেনের হয়ে এমন চোখধাঁধানো সাফল্যের পর এরই মধ্যে ইউরোপের শীর্ষ ক্লাবগুলো আগ্রহের কেন্দ্রে আলোনসো। তাঁকে পেতে এগিয়ে এসেছিল লিভারপুল, বায়ার্ন মিউনিখ ও বার্সেলোনার মতো ক্লাব। বিশেষ করে একপর্যায়ে আলোনেসোর লিভারপুলে যাওয়া মনে হচ্ছিল সময়ের ব্যাপার। কিন্তু সব এক বিবৃতিতেই থামিয়ে দেন আলোনসো। কদিন আগে সংবাদ সম্মেলনে লেভারকুসেনেই থাকার সিদ্ধান্তের কথা জানান স্প্যানিশ এ কোচ।

আলোনসো সে সময় বলেছেন, ‘আমি ক্লাব কর্মকর্তাদের সঙ্গে দেখা করেছি এবং লেভরকুসেনে কাজ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমার ভবিষ্যৎ নিয়ে অনেক আলাপের পরিপ্রেক্ষিতে আমি নিজের সিদ্ধান্ত নিয়ে অনেক ভেবেছি। আমার মনে হয়েছে তরুণ কোচ হিসেবে এটাই আমার সঠিক জায়গা।’

মাঠভরা দর্শকের সামনে লেভারকুসেনকে বুন্দেসলিগা জেতানো স্প্যানিশ কেচ জাবি আলোনসো
এএফপি

আলোনসোর এমন বিবৃতির পর অন্য কোচ খোঁজার মিশনে নামতে হয়েছে লিভারপুল–বায়ার্ন–বার্সার মতো ক্লাবকে। আপাতত লেভারকুসেনে থাকলেও থামেনি আলোনসোর ভবিষ্যৎ নিয়ে জল্পনা। অনেকের ধারণা, রিয়াল মাদ্রিদের কোচ হওয়ার জন্য অপেক্ষা করতেই লেভারকুসেন ছাড়ছেন না তিনি। জার্মান ফুটবল কিংবদন্তি লোথার ম্যাথাউসও আলোনসোকে লিভারপুলে না গিয়ে আরও ভালো বিকল্পের জন্য অপেক্ষা করতে বলেছিলেন।

আরও পড়ুন

এদিকে শিরোপা নিশ্চিত হওয়ার পর লেভারকুসেনের প্রধান নির্বাহী ফার্নান্দো কারোও কথা বলেছেন আলোনসোর ভবিষ্যৎ নিয়ে। ভবিষ্যতে আলোনসোর রিয়ালে যাওয়ার ইঙ্গিত দিয়ে তিনি বলেছেন, ‘কোনো একদিন জাবি আলোনসোর রিয়াল মাদ্রিদের কোচ হওয়ার সম্ভাবনা আছে।’

আরও পড়ুন

গত ডিসেম্বরে বর্তমান কোচ কার্লো আনচেলত্তির সঙ্গে ২০২৬ সালের জুন পর্যন্ত চুক্তি নবায়ন করেছে রিয়াল। অনাকাঙ্ক্ষিত কিছু না হলে রিয়ালের কোচ হতে হলে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে আলোনসোকে।