বার্সেলোনা কোচের ওপর আস্থা হারিয়েছেন খেলোয়াড়েরা

বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজএএফপি

মাঠের খেলার বার্সেলোনার সময়টা ভালো যাচ্ছে না। লিগ শিরোপা লড়াইয়ে বেশ বার্সেলোনার সময়টা ভালো যাচ্ছে না। লিগ শিরোপা লড়াইয়ে বেশ পিছিয়ে, এর মধ্যে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে বড় হার। তবে বার্সেলোনার সমস্যা এখন মাঠেই সীমাবদ্ধ নয়, ছড়িয়ে পড়েছে ডাগআউটেও।

বার্সেলোনার একাধিক সূত্র ইএসপিএনকে জানিয়েছে, মূল দলের খেলোয়াড়দের একটি অংশের আস্থা হারিয়েছেন কোচ জাভি হার্নান্দেজ। গত রোববার সৌদি আরবে এল ক্লাসিকোয় ৪-১ গোলে হারের আগে থেকেই কোচ-খেলোয়াড়দের দূরত্ব বিরাজ করছিল বলে জানিয়েছে সূত্রগুলো।

বেশ কয়েকজন খেলোয়াড় বার্সেলোনার খেলার ধরন নিয়ে প্রশ্ন তুলে আসছেন। জাভি বলেছেন, তাঁরা বার্সেলোনার ধরনের সঙ্গে মানিয়ে নিতে পারছেন না, এ নিয়েও তাঁরা বিরক্ত। একটি সূত্র জানায়, সব খেলোয়াড়ই যে একই মত পোষণ করেন, তা নয়। তবে কয়েকজন মনে করেন, দলের কয়েকজন খেলোয়াড়ের বিষয়ে জাভি কঠোর নন। জাভির ঘনিষ্ঠ একটি সূত্র অবশ্য এসব নিয়ে উদ্বেগের কিছু দেখছেন না। জাভি মনে করছেন, খেলোয়াড়েরা এখনো তাঁর সঙ্গেই আছেন, ২০ জনের একটি দলে সব সময় কেউ না কেউ অসুখী থাকবেই।

খেলোয়াড়-কোচ সম্পর্কের ক্ষেত্রে গত ২১ ডিসেম্বরের বার্সেলোনা-আলমেরিয়া ম্যাচকে ‘টার্নিং পয়েন্ট’ বলে অভিহিত করেছে একটি সূত্র। লা লিগায় জয়হীন থাকা দলটির বিপক্ষে সেদিন ৩-২ গোলে জিতেছিল বার্সা। ম্যাচ শেষে জাভি বলেছিলেন, প্রথমার্ধে ১-১ সমতায় থাকা ম্যাচটির বিরতিতে খেলোয়াড়দের এযাবৎকালের কঠোর ভাষা ব্যবহার করেছিলেন তিনি।

আরও পড়ুন

এর আগে লা লিগায় মাদ্রিদ ও জিরোনা এবং চ্যাম্পিয়নস লিগে শাখতার দোনেৎস্ক ও রয়্যাল অ্যান্টওয়ার্প ম্যাচেও কোচ-খেলোয়াড়দের সম্পর্কে অবনতি দেখা দেয়। যদিও একাধিক সংবাদ সম্মেলনে খেলোয়াড়দের সঙ্গে ইতিবাচক সম্পর্ক থাকার দাবি করেছেন জাভি। রোববার স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে হারের পরও খেলোয়াড়দের ওপর বিশ্বাস আছে এবং চলতি মৌসুমেই ঘুরে দাঁড়িয়ে ভালো কিছু করবেন বলে নিজের আস্থার কথা জানিয়েছিলেন জাভি।

বার্সেলোনার ডাগআউটে কোচ জাভি হার্নান্দেজ
এএফপি

২০২১ সালে বার্সেলোনা কোচের দায়িত্ব নেওয়া জাভি সম্প্রতি ক্লাবের সঙ্গে ২০২৫ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছেন। তবে ইএসপিএনের কাছে এক সূত্রের দাবি, চুক্তি নবায়ন সত্ত্বেও চলতি মৌসুমে জাভির ডাগআউটে টিকে থাকা নিয়ে সংশয় আছে। যদিও বার্সেলোনার আর্থিক নীতির কারণে তাঁকে সরিয়ে দেওয়ার বিষয়টি সহজ নয়, তবু কোচ বদলাতে হলে সাবেক বার্সেলোনা ‘বি’ দলের কোচ রাফায়েল মার্কেজকে অন্তর্বর্তী দায়িত্ব দেওয়ার বিষয়টি নাকি বিবেচনাধীন।

আরও পড়ুন

এখন লা লিগায় ১৯ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে চারে আছে বার্সেলোনা। এক ম্যাচ বেশি খেলে সমান পয়েন্ট নিয়ে তিনে অ্যাথলেটিক ক্লাব। আর ৪৯ পয়েন্ট নিয়ে জিরোনা এক এবং ৪৮ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ দুইয়ে অবস্থান করছে।

আরও পড়ুন