চতুর্থ বিভাগের দলকে হারাতে গিয়ে ‘দরকারের চেয়ে বেশি ভুগল’ বার্সেলোনা

বার্সেলোনার হয়ে তৃতীয় গোলটি করেন রবার্ট লেভানডফস্কিএক্স/বার্সেলোনা

ক্লাবটির বয়স ৮৯ বছর। এত দীর্ঘ পথচলায় স্প্যানিশ ফুটবলের দ্বিতীয় স্তরেও উঠতে পারেনি কোনোবার। সর্বশেষ দুই মৌসুমেও খেলেছে পঞ্চম স্তরে। এবার চতুর্থ স্তরে উঠে আসা সেই বারবাস্ত্রোর সঙ্গে জিততে রীতিমতো ঘাম ঝরেছে বার্সেলোনার।

কোপা দেল রের শেষ ৩২-এর ম্যাচটিতে রবার্ট লেভানডফস্কি, রাফিনিয়া আর ফারমিন লোপেজদের গোলে বার্সা জিতেছে ৩-২ ব্যবধানে, ম্যাচ শেষে কোচ জাভি হার্নান্দেজ যে ম্যাচের পারফরম্যান্সকে ‘দরকারের চেয়ে বেশি ভুগেছি’ বলে মন্তব্য করেছেন।

কোপা দেল রেতে প্রতিপক্ষ হিসেবে নিচের দলগুলোকে পাওয়া নতুন কিছু নয়। আর এ ধরনের ম্যাচে বড় দলগুলোর পা হড়কানোর চিত্রও দেখা গেছে অনেকবার। লা লিগা পয়েন্ট তালিকায় শীর্ষ দলের চেয়ে ৭ পয়েন্ট পিছিয়ে থাকা বার্সেলোনারও হয়তো সেই শঙ্কা কিছুটা হলেও ছিল।

বারবাস্ত্রো চতুর্থ স্তরের দল হলেও কোপা দেল রের সর্বশেষ ম্যাচে লা লিগার দল আলমেরিয়াকে হারিয়ে দিয়েছে। আর বার্সেলোনার সামনে তো তারা নিজেদের ইতিহাসের সেরা ম্যাচটিই খেলার সর্বোচ্চ চেষ্টা করবে। সেটি তারা খেলেছেও। যদিও বার্সেলোনা ম্যাচে কখনো পিছিয়ে পড়েনি।

আরও পড়ুন

১৮ মিনিটে রাফিনিয়ার কাছ থেকে পাওয়া বল সহজেই জালে জড়িয়ে বার্সাকে এগিয়ে দেন লোপেজ। ৪২ মিনিটে জোয়াও ফেলিক্সও বল জালে পাঠান, তবে পরে অফসাইডে সেটি বাতিল হয়ে যায়। বার্সেলোনা বিরতিতে যায় ১ গোলে এগিয়ে থেকেই। দ্বিতীয়ার্ধে নামার পর ৫১ মিনিটে ব্যবধান ২-০ করে দেন রাফিনিয়া। তবে ৬০ মিনিটে কর্নার আক্রমণ থেকে বারবাস্ত্রোকে গোল এনে দেন আদ্রিয়া দি মেসা। স্কোরলাইন পরিণত হয় ২-১।

বারবাস্ত্রোর মাঠ থেকে স্বল্প ব্যবধানের জয় তুলতে পেরেছে বার্সা
এক্স/বার্সেলোনা

গোলে উজ্জীবিত বারবাস্ত্রো বার্সেলোনার ওপর চাপ সৃষ্টি করতেও শুরু করে। যদিও ৭২ মিনিটে ফেলিক্সের বদলি হিসেবে নামা লেভানডফস্কি ৮৯ মিনিটে তৃতীয় গোল এনে দেন বার্সাকে। তবে যোগ করা সময়ের তৃতীয় মিনিটে পেনাল্টির সুযোগ কাজে লাগিয়ে বারবাস্ত্রোর ব্যবধান কমান প্রাত সোরেনো। পরের তিন মিনিট জাল অক্ষত রাখে বার্সেলোনা মাঠ ছাড়ে স্বল্প ব্যবধানের জয় নিয়ে।

আরও পড়ুন

ম্যাচ শেষে দলের খেলায় অসন্তুষ্টিই ঝরেছে বার্সা কোচের কণ্ঠে। দ্বিতীয়ার্ধের প্রসঙ্গ তুলে জাভি বলেন, ‘আমরা দরকারের চেয়ে বেশি ভুগেছি। আর সেটা আমাদেরই ভুলের কারণে। ওদের কর্নার দিয়ে ম্যাচটা আমরা জটিল করে তুলেছি, যে কর্নারের পর ব্যবধান ১-২ হয়ে গেছে এবং ওরা দাপটও দেখাতে শুরু করে। অবশ্য ওদের জন্য এক জীবনেরই ম্যাচ ছিল।’

বার্সেলোনা দ্বিতীয়বার গোল হজম করে পেনাল্টি থেকে। এ নিয়ে জাভির ভাষ্য, ‘১-২ হওয়ার আগপর্যন্ত আমরা ভালো খেলছিলাম। দ্বিতীয়বার ভুগলাম পেনাল্টির কারণে। আমরা তাদের এমন সুযোগ করে দিয়েছি, যেটি হওয়ার কথা ছিল না।’

আরও পড়ুন