মাচিস যেন তারাশঙ্করের সেই সুশোভন, যাঁর শুধু অধঃপতনই হচ্ছে

মাচিস যে দলেই খেলতে যান, নিচের লিগে অবনমিত হয়ে যায় সেই দল।ইনস্টাগ্রাম

তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ‘দুই পুরুষ’ নাটকে সুশোভন বলেছিলেন, ‘পতন তো চিরকাল অধঃলোকেই হয় গুরু...কে আর কবে ঊর্ধ্বলোকে পড়েছে বলো!’
ডারউইন মাচিস যেন ‘দুই পুরুষ’–এর সেই সুশোভন, যাঁর শুধু অধঃপতনই হচ্ছে। যে দলেই খেলতে যান, নিচের লিগে অবনমিত হয়ে যায় সেই দল। টানা চার মৌসুম ধরে এ রকম হচ্ছে। কে জানে, এত দিনে ভেনেজুয়েলার এই উইঙ্গার নিজেকে অপয়া ভাবতে শুরু করেছেন কি না!

আরও পড়ুন

মাচিসের এই দুর্ভাগ্যের শুরু ২০২১-২২ মৌসুমে। তখন তিনি খেলেন লা লিগার দল গ্রানাদায়। ওই মৌসুমে দলের হয়ে ১৬ ম্যাচ খেলেন, গোল করেন ৪টি। কিন্তু লিগে ১৮তম হয় গ্রানাদা। শুরু হয় মাচিসের পতনের শুরু। গ্রানাদা নেমে যায় স্পেনের ফুটবলের দ্বিতীয় বিভাগ সেগুন্দা লিগে।

টানা চার মৌসুম ধরে অবনমিত হয়ে যাচ্ছে মাচিসের দল
ইনস্টাগ্রাম

মৌসুম শেষে গ্রানাদা ছেড়ে মেক্সিকোর ক্লাব হুয়ারেজে পাড়ি জমান মাচিস। সেখানে থাকলেই হয়তো ভালো করতেন। কিন্তু মৌসুমের মাঝামাঝি, জানুয়ারিতে আবার লা লিগায় ফেরেন মাচিস। এবার রিয়াল ভায়াদোলিদে। বাকি সময়টা খেলেন ৭ ম্যাচ, গোল পাননি কোনো। কী কপাল মাচিসের, ওই মৌসুমে ভায়াদোলিদও লা লিগায় ১৮তম হয়, নেমে যায় সেগুন্দা লিগে।

আরও পড়ুন

মাচিসের বোধ হয় নিচের লিগে খেলতে ইচ্ছা করছিল না। তাই মৌসুম শেষে তিনি ধারে চলে গেলেন কাদিজে। কাদিজ তখন খেলে লা লিগায়। কিন্তু কথায় আছে না, অভাগা যেদিকে যায়, সাগর শুকিয়ে যায়। মাচিসের বেলায়ও তা-ই হলো। ১০ ম্যাচে ৪ গোল করলেন। কিন্তু ২০২৩-২৪ মৌসুমে লা লিগায় ১৮তম হলো কাদিজ, পরের মৌসুমের জন্য তাই তারাও নেমে গেল সেগুন্দা লিগে।

এই মৌসুম শেষে মাচিস কোথায় যাবেন কে জানে!
ইনস্টাগ্রাম

তত দিনে অবশ্য ভায়াদোলিদ আবার লা লিগায় ফিরে এসেছে। ধারের মৌসুম কাটিয়ে মাচিসও ফিরলেন তাঁর মূল ক্লাব ভায়াদোলিদে। এখন পর্যন্ত খেলেছেন ৭টি ম্যাচ। কিন্তু তাঁর যে পোড়া কপাল। এই মৌসুমে এখন পর্যন্ত ৩৩ ম্যাচ খেলে ভায়াদোলিদের পয়েন্ট মাত্র ১৬। লা লিগায় তারা পয়েন্ট তালিকার তলানিতে, ২০ নম্বরে। এমনকি ১৯ নম্বরে থাকা লেগানেসের পয়েন্টও ৩৩ ম্যাচে ৩০। ১৮ নম্বরে থাকা লাস পালমাসের পয়েন্ট ৩২। তার মানে বাকি পাঁচ ম্যাচে আর কিছুতেই ভায়াদোলিদের পক্ষে ১৮ নম্বরের চেয়ে ভালো অবস্থানে যাওয়া সম্ভব নয়। সুতরাং এবারও ভায়াদোলিদকে আবার অবনমিত হয়ে যেতে হবে।

এখন মৌসুম শেষে মাচিস কোথায় যাবেন কে জানে! আর যদি যেতেও চান, এমন অপয়া খেলোয়াড়কে কোনো ক্লাব কি নেবে!

আরও পড়ুন