আর্জেন্টিনার বিশ্বকাপ দল: ৫০ জনের মধ্যে কাকে রেখে কাকে নেবেন স্কালোনি

আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিএএফপি

আর্জেন্টিনার কিছু সংবাদমাধ্যম থেকে সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি ছড়িয়ে পড়েছে। ২০২৬ বিশ্বকাপের জন্য আর্জেন্টিনার ২৬ জনের স্কোয়াড নাকি মোটামুটি চূড়ান্ত! কিন্তু লিওনেল স্কালোনির কথা শুনে বোঝা যাচ্ছে, এখনো স্কোয়াড চূড়ান্ত করার ধারেকাছেও নেই তিনি। হ্যাঁ, যেহেতু তিনি আর্জেন্টিনা জাতীয় দলের কোচ এবং এত বছর ধরে দলটার দেখভাল করছেন, তাই মনে মনে বিশ্বকাপের স্কোয়াড গড়া রূপরেখা হয়তো তিনি দাঁড় করিয়েছেন। তবে সেটাই যে চূড়ান্ত কোনো কিছু নয়, তা বোঝা যায় নতুন বছরে দেওয়া স্কালোনির প্রথম সাক্ষাৎকারে।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) স্টুডিওকে (এএফএ স্টুডিও) সাক্ষাৎকার দিয়েছেন স্কালোনি। সেখানে বিশ্বকাপের সম্ভাব্য স্কোয়াড নিয়ে আর্জেন্টিনা কোচ বলেন, ‘আমাদের কাছে প্রায় ৫০ জন খেলোয়াড়ের তালিকা আছে, যাদের সামর্থ্য প্রায় একই। যে কেউ জায়গা পেতে পারে। চোট এবং বাজে পারফরম্যান্সে খেয়াল রাখতে হয়, যেখানে আমরা কোনো ছাড় দিই না।’

প্রাথমিক তালিকাটা কেন এত বড়, সে বিষয়ে স্কালোনির ব্যাখ্যা, ‘সর্বশেষ বিশ্বকাপে টুর্নামেন্টের খুব কাছাকাছি গিয়ে কয়েকজন খেলোয়াড় চোটে পড়েন। তাই কাউকে বিবেচনার বাইরে রাখার সুযোগ নেই। আর এ কারণেই আমাদের (খেলোয়াড়) তালিকাটা একটু বড়।’

আর্জেন্টিনাকে সর্বশেষ বিশ্বকাপ জেতান স্কালোনি
ফিফা

কাতারে সর্বশেষ ২০২২ বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। সেই দলের অনেকে এবারও থাকবেন বিশ্বকাপ দলে। এ নিয়ে স্কালোনির ব্যাখ্যা, ‘তাদের বয়সটা এখন আদর্শ পর্যায়ে এবং বিশ্বকাপ জয়ের পর তারা এমন কোনো কিছু করেনি যে সিদ্ধান্ত পাল্টাতে হবে। আমরা অনেক খেলোয়াড় ডেকেছি, কিন্তু বয়সের চেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মাঠের পারফরম্যান্স। (সর্বশেষ বিশ্বকাপে খেলা) অনেকেই দলে ফিরবে, কারণ তারা এটা যোগ্যতাবলেই অর্জন করেছে এবং শিরোপা ধরে রাখার লড়াইয়ে নামার অধিকারটা তাদের আছে।’

আরও পড়ুন

সর্বশেষ বিশ্বকাপ দলের প্রসঙ্গে সবার আগে আসে লিওনেল মেসির প্রসঙ্গ। ৩৮ বছর বয়সী কিংবদন্তি আগামী বিশ্বকাপে খেলবেন কি না, তা এখনো চূড়ান্ত নয়। মেসি নিজে এর আগে ২০২৬ বিশ্বকাপে খেলার আগ্রহ প্রকাশ করেছেন। এটাও বলেছেন, এ বিষয়ে তিনি আগেভাগে কোনো প্রতিশ্রুতি না দিয়ে দিন ধরে ধরে এগোতে চান। স্পেনের ফুনেসে কিছুদিন আগে মেসির সঙ্গে দেখা হয় স্কালোনির। সেই সময় কথা হয় দুজনের। স্কালোনি বলেন, ‘আমরা কফি খেয়েছি। তবে শুধু মেসির সঙ্গে কথা বলা নয়, বাকিদের সঙ্গেও সেই ইচ্ছাটা আছে। (বিশ্বকাপ থেকে) আমরা মাত্র ছয় মাস দূরে আছি। দলে কী ঘাটতি আছে, কী নেই—সেটা জানিয়ে দেওয়া ভালো।’ মেসির বিশ্বকাপে খেলা নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না—এমন প্রশ্নের উত্তরে স্কালোনি বলেন, ‘আমরা বিশ্বকাপ নিয়ে কথা বলিনি। দেখা যাক কী হয়। সে-ই বলেছে, এখনো সময় আছে। তাই আমাদের চাপ তৈরি করা উচিত নয়। তার সিদ্ধান্ত তার ওপর ছেড়ে দেওয়াই ভালো।’

লিওনেল মেসির সঙ্গে লিওনেল স্কালোনি
এএফপি

১১ জুন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় শুরু হবে বিশ্বকাপ। ‘জে’ গ্রুপে আর্জেন্টিনার তিন প্রতিদ্বন্দ্বী দল আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান। ১৬ জুন কানসাস সিটিতে আলজেরিয়ার মুখোমুখি হয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে স্কালোনির দল।

বিশ্বকাপের এই প্রতিপক্ষ দলগুলো নিয়ে স্কালোনি বলেন, ‘দারুণ এক কোচকে নিয়ে আলজেরিয়া শক্তিশালী প্রতিপক্ষ। জর্ডানকে নিয়ে আমরা তেমন জানতাম না। কিন্তু তারাও (বাছাইয়ে) ভালো করেছে। আর অস্ট্রিয়া বাছাইপর্ব জিতেছে এমন একজন কোচকে নিয়ে, যিনি হাই প্রেসিং ফুটবল খেলেন। গ্রুপ পর্বটা তাই কঠিন হবে। আরও কঠিন হবে পরের ধাপগুলো।’

আরও পড়ুন