ভিসার পর টিকিট জটিলতা, সকালে ভারতে পৌঁছে রাতেই খেলবে পাকিস্তান

সাফের প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান ফুটবল দলছবি : পাকিস্তান ফুটবল ফেডারেশন

প্রথমে ছিল ভিসা জটিলতা। ভারতে খেলতে যাওয়ার জন্য নিজ দেশের সরকারের কাছ থেকে অনুমতি পেতে দেরি হচ্ছিল পাকিস্তান ফুটবল দলের। সেটা পাওয়ার পর ছিল ভারতের ভিসার জন্য অপেক্ষা। সেটারও যখন সমাধান হলো, তখন তড়িঘড়ি করে বেঙ্গালুরুর টিকিট পেতে গিয়ে আবার সমস্যায় পড়ল পাকিস্তান।

এ জন্য সাফ কর্তৃপক্ষকে টুর্নামেন্টের সূচি পরিবর্তনের অনুরোধ জানিয়েছিল পাকিস্তান ফুটবল ফেডারেশন (পিএফএফ)। কিন্তু সেই অনুরোধ ফিরিয়ে দিয়ে সাফের পক্ষ থেকে পাকিস্তানকে জানিয়ে দেওয়া হয়েছে, সূচি পরিবর্তন সম্ভব নয়। ফলে নির্ধারিত সূচি অনুযায়ী আগামীকাল রাত আটটার সময়ই ভারতের বিপক্ষে সাফে পাকিস্তানের প্রথম ম্যাচ শুরু হবে। অথচ পাকিস্তান দল এখন পর্যন্ত ভারতে পৌঁছাতে পারেনি

ভারত-পাকিস্তানের রাজনৈতিক দ্বন্দ্ব বরাবরই প্রভাব ফেলে বিভিন্ন খেলায় এ দুটি দেশের দল মুখোমুখি হওয়ার সময়। ক্রিকেটে ভারত তো ২০০৮ সালের পর আর কখনো পাকিস্তানে খেলতেই যায়নি। দ্বিপাক্ষিক সিরিজ তো নয়ই, কোনো টুর্নামেন্টও না। আসন্ন এশিয়া কাপেই যেমন ভারত পাকিস্তানে খেলতে যাবে না বলে বড় জটিলতা তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত হাইব্রিড মডেলে এশিয়া কাপের আয়োজনের সিদ্ধান্তে সেই সমস্যার সমাধান হয়েছে।

এর মধ্যে পাকিস্তান ফুটবল দল আবার পড়েছে নতুন এক সমস্যায়। আগামীকাল বেঙ্গালুরুতে শুরু হচ্ছে দক্ষিণ এশিয়ার দেশগুলোর সবচেয়ে বড় ফুটবল টুর্নামেন্ট সাফ চ্যাম্পিয়নশিপ। প্রথম দিনেই রাত ৮টায় স্বাগতিক ভারতের মুখোমুখি হওয়ার কথা পাকিস্তানের। কিন্তু এ টুর্নামেন্টে খেলার জন্য পাকিস্তান ভারতের ভিসাই পেয়েছে মাত্র গতকাল। ভারতের পক্ষ থেকে অবশ্য দাবি করা হয়েছে, পাকিস্তান ভিসার জন্য আবেদন করেছে দেরিতে, যেহেতু পাকিস্তান সরকার ফুটবল দলকে ভারতে যাওয়ার অনুমতি দিয়েছে দেরিতে।

আরও পড়ুন

পাকিস্তান দল কয়েক দিন ধরে আছে মরিশাসে। সেখানে চারদেশীয় একটা টুর্নামেন্ট খেলেছে তারা সাফের প্রস্তুতি হিসেবে। ভারতের ভিসা পাওয়ার আগে মরিশাস থেকে বেঙ্গালুরুর টিকিট কেটে রেখেছিল পাকিস্তান দল। তবে ভিসা পেতে দেরি হওয়ায় আবার সেই টিকিট বাতিল করা হয়। গতকাল ভিসা পাওয়ার পর এখন নতুন করে টিকিট করেছে পাকিস্তান। তবে তারা গতকাল রাত বা আজ সকালের টিকিট পায়নি। পাকিস্তানের সংবাদমাধ্যম বলছে, আজ রাতে মরিশাস থেকে বেঙ্গালুরুর বিমান ধরবে পাকিস্তান দল। সে ক্ষেত্রে তাদের বেঙ্গালুরু পৌঁছাতে আগামীকাল সকাল হয়ে যাবে। তারপর ১২ ঘণ্টার মধ্যে তাদের মাঠে নামতে হবে সাফে নিজেদের প্রথম ম্যাচ খেলার জন্য।

সাফের আগে মরিশাসে চার দলীয় টুর্নামেন্ট খেলেছে পাকিস্তান
ছবি : পাকিস্তান ফুটবল ফেডারেশন

এ জন্য পাকিস্তান ফুটবল দল সাফ কর্তৃপক্ষকে অনুরোধ করেছিল, ভারতের বিপক্ষে তাদের ম্যাচটা পিছিয়ে দিতে। তবে সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল প্রথম আলোকে বলেছেন, ‘এখন আর সূচি পরিবর্তনের সুযোগ নেই। এই সূচির সঙ্গে অন্য দলের ম্যাচ, সম্প্রচারসহ আরও অনেক কিছু জড়িত। সূচি বদলানো যাবে না, এটা পাকিস্তান দলকে এরই মধ্যে জানিয়ে দেওয়া হয়েছে।’
ফলে কাল সকালে বেঙ্গালুরু পৌঁছে রাতেই ম্যাচ খেলা ছাড়া আর কোনো উপায় নেই পাকিস্তানের।