চ্যাম্পিয়ন হয়েও কেন গলায় পদক ওঠেনি টটেনহাম অধিনায়ক সনের

গলায় পদক ছিল না ইউরোপা লিগ জয়ী টটেনহাম অধিনায়ক সন হিয়ুং–মিনেরএএফপি

ইউরোপা লিগের ট্রফি উঁচিয়ে ধরেছেন টটেনহাম অধিনায়ক সন হিয়ুং-মিন। সনের ফুটবল ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত নিশ্চিত এটিই। তবু ওই ছবিটা দেখলে কী যেন নেই—এমন একটা অনুভূতি ভর করবে সবার মনেই। একটু ভালো করে দেখলেই অবশ্য বোঝা যাবে সনের গলায় চ্যাম্পিয়নের পদক নেই। গলায় পদক নেই তাঁর সতীর্থ ক্রিস্টিয়ান রোমেরোরও।

কাল রাতে বিলবাওয়ে ম্যানচেস্টার ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে টটেনহাম ইউরোপা লিগ জয়ের পর থেকেই এ নিয়ে আলোচনা ফুটবল বিশ্বে। কেন সনের গলায় পদক ওঠেনি, এ নিয়ে পরে ব্যাখ্যাও দিতে হয়েছে আয়োজক উয়েফাকে।

১৭ বছর পর কোনো শিরোপা জেতা টটেনহামের কাছে এ নিয়ে দুঃখ প্রকাশ করলেও এক বিবৃতিতে উয়েফা জানিয়েছে, ভুলটা আসলে টটেনহামেরই।

সনসহ টটেনহামের তিন খেলোয়াড় যে পদক পাননি, সেটি ধরা পড়ে পুরস্কার বিতরণী মঞ্চেই। পদক নিতে টটেনহামের শেষ কয়েকজন খেলোয়াড় যখন মঞ্চে যাচ্ছিলেন, তখনই দেখা যায় পদকের ট্রে শূন্য। সে সময় বিব্রত উয়েফা সভাপতি আলেকসান্দার সেফেরিন টটেনহাম মিডফিল্ডার রদ্রিগো বেনতাঙ্কুর, সহ–অধিনায়ক ক্রিস্টিয়ান রোমেরো ও অধিনায়ক সনকে আলিঙ্গন করেই ছেড়ে দেন। এরপর সন-রোমেরো-বেনতাঙ্কুর পদক ছাড়াই ট্রফি নিয়ে উল্লাসে মাতেন।

মঞ্চে পদক পাননি ক্রিস্টিয়ান রোমেরোও
রয়টার্স

কেন এমন হলো, সেই ব্যাখ্যায় উয়েফা বলেছে, পদক বিতরণী মঞ্চে টটেনহামের বেশি খেলোয়াড় উঠে যাওয়াতেই এমন বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়েছে। উয়েফা সাধারণত ইউরোপা লিগে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়, কোচ ও অন্যান্য স্টাফ মিলিয়ে ৫০টি করে পদক দেয়। তবে উয়েফা আগেই ক্লাবগুলোকে জানিয়ে দিয়েছিল পুরস্কার বিতরণী মঞ্চে ৩০টি করে পদক দেওয়া হবে, বাকি ২০টি পদক দেওয়া হবে পরে।

আরও পড়ুন

উয়েফা বিবৃতিতে বলেছে, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি, অপ্রত্যাশিতভাবে পুরস্কার বিতরণী মঞ্চে চোটগ্রস্ত খেলোয়াড়সহ অধিকসংখ্যক খেলোয়াড় উঠে যাওয়ায় আমরা প্রাথমিকভাবে সবাইকে পদক দিতে পারিনি। তবে পরে বাকি পদকগুলো দল দুটির ড্রেসিংরুমে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশও করছি।’

ব্রেনান জনসনের একমাত্র গোলে ইউনাইটেডকে হারিয়েছে টটেনহাম
রয়টার্স

টটেনহাম ফাইনালের স্কোয়াডে থাকা ২৩ জন ছাড়াও চোটের কারণে বাইরে থাকা জেমস ম্যাডিসন, দেয়ান কুলুসেভস্কি ও লুকাস বের্গভালকেও উঠিয়ে দেয় মঞ্চে। ঝামেলাটা হয়েছে এই কারণেই। অতিরিক্ত তিন খেলোয়াড়ের কারণে মঞ্চে পদক নিতে পারেননি সন, রোমেরো ও বেনতাঙ্কুর।

টটেনহামের খেলোয়াড় সের্হিও রেগুউয়িন অবশ্য বললেন, তাঁরা ভেবেছিলেন ৫০টি পদকই মঞ্চে দেওয়া হবে।

আরও পড়ুন