কাবরেরার প্রাথমিক দলে ৩ নতুন মুখ

বাংলাদেশের প্রাথমিক স্কোয়াডে জায়গা পেয়েছেন (বাঁ থেকে) রাব্বি হোসেন রাহুল, মোহাম্মদ তাজউদ্দিন ও সৈয়দ কাজেম শাহগ্রাফিক্‌স : প্রথম আলো

ফিলিস্তিনের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচ ২১ ও ২৬ মার্চ। এর আগে সৌদি আরবে অনুশীলন ক্যাম্প করবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ১ মার্চ সৌদি আরব রওনা দেওয়ার আগে আজ ২৮ ফুটবলারকে নিয়ে প্রাথমিক দল ঘোষণা করেছে বাফুফে।

স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরার প্রাথমিক স্কোয়াডে চমক আছে। প্রিমিয়ার লিগে ভালো করে দলে জায়গা করে নিয়েছেন তিন নতুন মুখ—রাব্বি হোসেন রাহুল, সৈয়দ কাজেম শাহ ও মোহাম্মদ তাজউদ্দিন। আগে প্রাথমিক স্কোয়াডে ডাক পেয়েছিলেন, কিন্তু জাতীয় দলের মূল স্কোয়াডে খেলা হয়নি এমন খেলোয়াড়ও আছেন দলে। তাঁরা হলেন ফয়সাল আরমান আকাশ, চন্দন রায়, শাহরিয়ার ইমন ও মাহফুজ হাসান প্রীতম।

গত বছর সেপ্টেম্বরে বসুন্ধরা কিংসের হয়ে মালদ্বীপে এএফসি কাপ খেলতে গিয়ে শৃঙ্খলাভঙ্গের জন্য জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন তপু বর্মণ ও আনিসুর রহমান জিকো। সৌদি আরবের অনুশীলন ক্যাম্পের জন্য ফিরছেন দুজনই।

চোটের কারণে মোরছালিনকে পাচ্ছে না বাংলাদেশ
ছবি : শামসুল হক

তবে চোটের কারণে ২৮ জনের দলে জায়গা হয়নি জাতীয় দলের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় শেখ মোরছালিন ও তারিক রায়হান কাজীর। মোরছালিন গত ডিসেম্বরে ফেডারেশন কাপে পায়ের পাতায় চোট পেয়েছিলেন। এবারের প্রিমিয়ার লিগে কোনো ম্যাচ খেলা হয়নি তাঁর। এখনো সেরেও ওঠেননি। তারিক কাজী ফেব্রুয়ারির শুরুতে ফেডারেশন কাপের ম্যাচে গোড়ালিতে চোট পেয়েছিলেন। সেই চোট যথেষ্টই গুরুতর।

আরও পড়ুন

এই প্রথমবারের মতো স্কোয়াডে সুযোগ পাওয়া রাব্বি হোসেন রাহুল এবারের প্রিমিয়ার লিগে ব্রাদার্স ইউনিয়নের জার্সিতে করেছেন ৫ গোল। তিনি বসুন্ধরা কিংস থেকে ব্রাদার্সে ধারে খেলতে এসেই দুর্দান্ত পারফরম্যান্সে নজর কেড়েছেন কাবরেরার।

ফিলিস্তিনের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ সামনে রেখে সৌদি আরবে অনুশীলন ক্যাম্প করবে বাংলাদেশ দল
ছবি : প্রথম আলো

আরেক নতুন মুখ কাজেম শাহ বাংলাদেশ পুলিশ এফসির হয়ে লিগে খেলেছেন। তিনি সাবেক ক্রিকেটার সৈয়দ হালিম শাহর সন্তান। তাজউদ্দিন হলেন সাদ উদ্দিনের ছোট ভাই।

গোলকিপার হিসেবে আনিসুর রহমানের সঙ্গে আছেন মিতুল মারমা, মেহেদী হাসান শ্রাবণ ও মাহফুজ হাসান প্রীতম। আনিসুর নিষিদ্ধ হওয়ার পর জাতীয় দলের গোলবার সামলেছেন মিতুল ও মেহেদী। মাহফুজ হাসান এবার শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে প্রিমিয়ার লিগে খেলেছেন আস্থার সঙ্গে।

সৌদি আরবের আল তাইফ শহরের কিং ফয়সাল স্পোর্টস সিটিতে ১৭ মার্চ পর্যন্ত অনুশীলন ক্যাম্প করবে বাংলাদেশ জাতীয় দল। সেখানে দুই-একটি প্রস্তুতি ম্যাচ খেলারও সম্ভাবনা আছে। সেখান থেকে বাদ পড়বেন ৫ জন খেলোয়াড়। ২৩ জনের স্কোয়াড নিয়ে সৌদি আরব থেকে কুয়েত যাবে কাবরেরার দল। সেখানেই ২১ মার্চ বিশ্বকাপ বাছাইপর্বে ফিলিস্তিনের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ। ২৬ মার্চ কিংস অ্যারেনায় ফিলিস্তিনের বিপক্ষেই হোম ম্যাচটি খেলবে বাংলাদেশ দল।

হাভিয়ের কাবরেরার প্রাথমিক স্কোয়াডে চমক আছে
ছবি : বাফুফে

গত নভেম্বরে বিশ্বকাপ বাছাইপর্বের গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও লেবাননের সঙ্গে খেলেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে মেলবোর্নে ৭-০ গোলে হারলেও ঢাকায় লেবাননের সঙ্গে মোরছালিনের দারুণ গোলে ১-১ ড্র করেছিল বাংলাদেশ। বাছাইপর্বে ‘আই’ গ্রুপে খেলছে বাংলাদেশ।

বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড

গোলকিপার

আনিসুর রহমান (বসুন্ধরা কিংস), মিতুল মারমা (শেখ রাসেল ক্রীড়া চক্র), মেহেদী হাসান (বসুন্ধরা কিংস), মাহফুজ হাসান (শেখ জামাল ধানমন্ডি)  

রক্ষণভাগ

বিশ্বনাথ ঘোষ (বসুন্ধরা কিংস), হাসান মুরাদ (মোহামেডান), তপু বর্মণ (বসুন্ধরা কিংস), রহমত মিয়া (আবাহনী লিমিটেড), ঈসা ফয়সাল (বাংলাদেশ পুলিশ), শাকিল আহমেদ (শেখ জামাল), সাদউদ্দিন (বসুন্ধরা কিংস), তাজউদ্দিন (শেখ জামাল ধানমন্ডি

মাঝমাঠ

সোহেল রানা সিনিয়র (বসুন্ধরা কিংস), চন্দন রায় (শেখ রাসেল ক্রীড়া চক্র), মোহাম্মদ হৃদয় (আবাহনী লিমিটেড), সোহেল রানা জুনিয়র (বসুন্ধরা কিংস), মজিবর রহমান জনি (বসুন্ধরা কিংস), রবিউল হাসান (আবাহনী লিমিটেড), সৈয়দ কাজেম শাহ (বাংলাদেশ পুলিশ), জামাল ভূঁইয়া (সোল দে মায়ো), জায়েদ আহমেদ (শেখ জামাল)

আক্রমণভাগ

রাকিব হোসেন (বসুন্ধরা কিংস), সুমন রেজা (শেখ রাসেল), শাহরিয়ার ইমন (মোহামেডান), ফয়সাল আহমেদ ফাহিম (শেখ জামাল), রাব্বি হোসেন রাহুল (ব্রাদার্স ইউনিয়ন), আরমান ফয়সাল আকাশ (ফর্টিস এফসি), রফিকুল ইসলাম (বসুন্ধরা কিংস)