পরিবার নিয়ে সৌদি আরবে সময় কাটাচ্ছেন মেসিছবি: টুইটার

পারফরম্যান্স দিয়ে তো প্রায়ই শিরোনাম হন লিওনেল মেসি। এবার আর্জেন্টাইন অধিনায়ক শিরোনাম হয়েছেন মাঠের বাইরের এক বিতর্কে। লিগে নিজেদের সর্বশেষ ম্যাচেই হেরেছে পিএসজি। পিএসজির ৩-১ গোলে হারের ম্যাচে মেসি গোল পাননি, গোল করাতেও পারেননি।

হতশ্রী সেই পারফরম্যান্সের পর সৌদি আরবে উড়াল দিয়েছেন মেসি। ফরাসি সংবাদমাধ্যম লেকিপ বলছে, পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়ের ও ক্রীড়া উপদেষ্টা লুইস কাম্পোসের অনুমতি ছাড়াই সৌদি আরবে গেছেন আর্জেন্টাইন অধিনায়ক

আরও পড়ুন

‘এমবাপ্পে পিএসজি ছাড়ুক, মেসি থাকুক’

লরাঁর বিপক্ষে মেসিসুলভ কোনো পারফরম্যান্স করতে পারেননি আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক। ১০ বার ড্রিবলিংয়ের চেষ্টা করে সফল হয়েছেন মাত্র ২ বার। মাত্র ৭১ শতাংশ সফল পাস দিয়েছেন (৩৭টি), যা মেসির সঙ্গে বড্ড বেমানান।

পিএসজি কোচ গালতিয়ের ও মেসি
ছবি: এএফপি

বলও হারিয়েছেন ২২ বার। এমনকি প্রতিপক্ষের পোস্টেও কোনো শট রাখতে পারেননি মেসি। সব মিলিয়ে ভুলে যাওয়ার মতোই এক ম্যাচ খেলেছেন তিনি। এমন এক ম্যাচের পর পিএসজির সমর্থকেরা দুয়ো দিয়েছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ককে। ফরাসি সংবাদমাধ্যমগুলোও মেসির সমালোচনা করেছে।

আরও পড়ুন

হঠাৎ সপরিবার সৌদি আরবে মেসি

অবস্থা যখন এই, হঠাৎই সপরিবার সৌদি আরবে গেছেন মেসি। স্বাভাবিকভাবেই তাই মনে হচ্ছে, মেসির চিন্তাতে আপাতত পিএসজি খুব একটা নেই। লেকিপ বলছে, লরাঁর বিপক্ষে ম্যাচের পরই সৌদিতে যাওয়ার অনুমিত চান মেসি। মঙ্গলবার পিএসজির ফুটবলারদের ছুটি থাকলেও গতকাল সোমবার তাদের অনুশীলনে সেশন ছিল। তাই কোচ ও ক্রীড়া উপদেষ্টা মেসির সেই আবেদন মানেননি। গালতিয়ের ও ক্যাম্পোসের কাছ থেকে অনুমতি না পেয়ে মেসি ক্লাবের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন। মেসি সৌদিতে যান তাঁদের অনুমতি নিয়ে।

মেসি সৌদি আরবের পর্যটন দূত। সৌদির পর্যটন খাতকে তুলে ধরতেই এটি মেসির দ্বিতীয় সৌদি আরব সফর। এর আগে গত বছর সৌদি আরবে গিয়েছিলেন মেসি।

আরও পড়ুন

লাল কার্ড ও পিএসজির হারে দুয়ো মেসি–এমবাপ্পেদের