তবে কী আর্জেন্টিনার সুখের সংসারে বেজেছে ভাঙনের সুর? মায়ামিতে আর্জেন্টিনা দলের অনুশীলনের একটি ফুটেজ ঘুরছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সেখানে দেখা যায়, লিওনেল মেসি আর রদ্রিগো ডি পল কিছু একটা নিয়ে কথা–কাটাকাটি করছেন। একপর্যায়ে আতলেতিকোর খেলোয়াড় ডি পল মেসিকে হালকা করে চাপড়ও মারেন। এরপর লিয়ান্দ্রো পারেদেস এসে ডি পলকে দূরে নিয়ে যান। যাওয়ার সময় ডি পলকে বলতে শোনা যায়, ‘লিও, তুমি কি বোকা?’
না, সামাজিক যোগাযোগমাধ্যমে এই ফুটেজ দেখে আর্জেন্টিনার ভক্তদের দুশ্চিন্তার কোনোই কারণ নেই! কারণ, পুরো ঘটনাটিই ঘটেছে মজার ছলে। বিশ্বকাপের আগে নিজেদের আরেকটু শাণিত করে নিতে যুক্তরাষ্ট্রের মাটিতে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে মেসির দল। প্রথমটি বাংলাদেশ সময় আজ সকাল ছয়টায় হন্ডুরাসের বিপক্ষে, পরের ম্যাচটি দুদিন পর জ্যামাইকার বিপক্ষে। হন্ডুরাস ম্যাচকে সামনে রেখে ফোর্ট লডারহিল ট্রেনিং গ্রাউন্ডে অনুশীলন করছে আর্জেন্টিনা দল। সেখানেই ঘটেছে এ ঘটনা।
এমনিতে লিওনেল মেসির বড় ভক্ত ডি পল। লিওনেল মেসি বললে যুদ্ধে যাওয়ার কথাও ভেবে দেখবেন—মেসিতে মুগ্ধ হয়ে বছর দুয়েক আগে এ কথাও বলেছিলেন মাঝমাঠ চষে বেড়ানো এ ফুটবলার। জাতীয় দলের জার্সিতে মেসিকে কোপা আমেরিকার শিরোপা এনে দিতেও বড় ভূমিকা রেখেছিলেন ডি পল। সতীর্থদের সঙ্গে রসিকতায় ডি পলের জুড়ি মেলা ভার। আর মাঝেমধ্যে তাঁর রসিকতার চরিত্র হয় ওঠেন দলের অধিনায়কও।
এই দুই প্রীতি ম্যাচে জয় পেলে কিংবা ড্র করলে টানা অপরাজিত থাকার রেকর্ড গড়বে আর্জেন্টিনা। আর্জেন্টিনা টানা ৩৩ ম্যাচ ধরে অপরাজিত। সে ক্ষেত্রে হন্ডুরাসকে হারাতে পারলে নিজেদের টানা অপরাজিত থাকার রেকর্ড গড়বে লিওনেল মেসির দল। এর আগে ১৯৯১ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত টানা ৩৩টি ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়েছিল আর্জেন্টিনা।
হন্ডুরাসের পর জ্যামাইকার বিপক্ষে জয় পেলে বা ড্র করলে টানা ৩৫ ম্যাচ অপরাজিত নিয়ে সর্বকালের রেকর্ডে যৌথভাবে দ্বিতীয় স্থানে উঠে যাবে আর্জেন্টিনা। ১৯৯৩ থেকে ১৯৯৬ সালের মধ্যে টানা ৩৫ ম্যাচ অপরাজিত থাকার আগের কীর্তিটি ব্রাজিলের। টানা ম্যাচ জয়ের রেকর্ডটি এখন ইতালির। ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত টানা ৩৭ ম্যাচ অপরাজিত ছিল রবার্তো মানচিনির দল।
বিশ্বকাপের আগে রেকর্ড নয়, লিওনেল স্কালোনির চোখটা থাকবে সম্ভবত দলের রসায়ন আরও বাড়ানোর দিকে। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা খেলবে গ্রুপ ‘সি’তে। সেখানে মেসিরা খেলবেন মেক্সিকো, পোলান্ড ও সৌদি আরবের বিপক্ষে।