এনদ্রিকের ‘কিং কং’ গোল উদ্‌যাপন নিয়ে দুই দলের খেলোয়াড়দের হাতাহাতি

পেলে, গারিঞ্চা, সক্রেটিস, জিকো, রোমারিও, রোনালদো, রোনালদিনিও, নেইমার...ব্রাজিলের ফুটবলে প্রতিভার অফুরন্ত ভান্ডারের এই ক্রমে নতুন সংযোজন এনদ্রিক। অনেকেই বলে থাকেন, ব্রাজিল ফুটবলের নতুন এই বিস্ময়বালক রোনালদিনিও আর নেইমারের মিশ্রণ।

১৭ বছর বয়সী এনদ্রিকের রিয়াল মাদ্রিদে যাওয়া এরই মধ্যে নিশ্চিত হয়ে গেছে। সবকিছু ঠিক থাকলে ব্রাজিলিয়ান স্ট্রাইকারের বয়স ১৮ বছর পূর্ণ হলেই চূড়ান্তভাবে রিয়ালের সঙ্গে চুক্তিবদ্ধ হবেন। এর আগে তিনি ব্রাজিলের ক্লাব পালমেইরাসের হয়ে আলো ছড়াচ্ছেন। শুধু বল পায়ে কারিকুরি দিয়েই নন, এনদ্রিক আলোচনায় আসছেন গোল উদ্‌যাপনের কারণেও।

এনদ্রিক সর্বশেষ নজর কেড়েছেন লিবের্তাদোরেস কাপে উরুগুয়ের ক্লাব লিভারপুলের বিপক্ষে গোল উদ্‌যাপন দিয়ে। ম্যাচে পালমেইরাসের ৫–০ ব্যবধানের জয়ে তৃতীয় গোলটি করেন এনদ্রিক। কর্নার থেকে দুর্দান্ত এক হেডে গোল করার পর দৌড়ে এসে কিং কংয়ের মতো উদ্‌যাপন করেন তিনি।

আরও পড়ুন

এনদ্রিকের এই উদ্‌যাপন দেখে ৩–০ গোলে পিছিয়ে পড়া লিভারপুলের খেলোয়াড়েরা ক্ষুব্ধ হন। এনদ্রিকের সঙ্গে গোল উদ্‌যাপনে যোগ দেওয়া পালমেইরাসের খেলোয়াড়দের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন তাঁরা। একটা সময় সেই তর্ক রূপ নেয় হাতাহাতিতে।

এমন উদ্‌যাপনের কারণ জানতে চাওয়া হয়েছিল এনদ্রিকের কাছে। ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘আমি “কিং কং” ও “গরিলা” সিনেমা দুটি দেখেছি। আমি কং আর প্যান্থারের বড় ভক্তও। তাই আমার কাছে এটা নতুন উদ্‌যাপন।’

এনদ্রিক রিয়ালে নাম লেখানোর পর তাহলে ইউরোপের ফুটবল এমন অনেক নতুন নতুন উদ্‌যাপনই দেখবে!

আরও পড়ুন