ইএ স্পোর্টসের ভিডিও ট্রেলারে এমবাপ্পেকে না রেখে কী বার্তা দিল পিএসজি

পিএসজির ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেছবি : এএফপি

গ্রীষ্মকালীন দলবদল এখন মাঝামাঝি পর্যায়ে। ৩১ জুলাই শেষ হবে ইউরোপিয়ান ফুটবলের গ্রীষ্মকালীন দলবদল। মাঝামাঝি সময়ে এসে বিশ্বজোড়া ফুটবলপ্রেমীরা হিসাব–নিকাশ মেলাতে শুরু করেছে—শেষ পর্যন্ত কে কোথায় যেতে পারেন।

কিছুদিন আগেও ফুটবল–বিশ্বে সবচেয়ে বড় প্রশ্ন ছিল—লিওনেল মেসির ভবিষ্যৎ কী অথবা পিএসজি ছেড়ে কোথায় যাবেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক। সেই প্রশ্নের সমাধান হয়ে গেছে। পিএসজি ছেড়ে মেসি যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামিতে যাওয়ার ঘোষণা দেওয়ায়।

এখন ফুটবল–বিশ্বের সবচেয়ে বড় প্রশ্ন কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে। মেসি ইন্টার মায়ামিতে যাওয়ার ঘোষণা দেওয়ার পরপরই পিএসজিকে চিঠি দিয়ে এমবাপ্পে জানিয়ে দিয়েছেন—২০২৪ সালের পর প্যারিসের ক্লাবটির সঙ্গে চুক্তি আর নবায়ন করবেন না।

আরও পড়ুন

এমবাপ্পের এই চিঠি দেওয়ার পর থেকেই তাঁর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে ফুটবল–বিশ্বে। আলোচনার কেন্দ্রে একটিই ক্লাব—রিয়াল মাদ্রিদ। কিন্তু সম্প্রতি স্পেন ও ফ্রান্সের বিভিন্ন সংবাদমাধ্যমের খবরগুলো বিশ্লেষণ করে যা বোঝা গিয়েছিল, এবারের গ্রীষ্মেই হয়তো হচ্ছে না এমবাপ্পের দলবদল।

এমবাপ্পে চিঠি দেওয়ার পরই পিএসজি তাঁকে বিক্রি করার জন্য উঠেপড়ে লেগেছে। তবে ফরাসি স্ট্রাইকারের পিঠে ২০ কোটি ইউরোর ট্রান্সফার ফির ট্যাগ বসিয়ে দিয়েছে ক্লাবটি। রিয়াল নাকি এই দামে এখন তাঁকে কিনতে রাজি নয়।

অন্যদিকে, এমবাপ্পে নিজেও নাকি চুক্তির মেয়াদ শেষ করার আগে পিএসজি ছাড়তে চান না। তাহলে যে তিনি বিশাল অঙ্কের ‘আনুগত্য’ বোনাস থেকে বঞ্চিত হবেন। আর রিয়ালও সেই সুযোগ নিয়ে এমবাপ্পেকে মুক্ত খেলোয়াড় হিসেবে ফ্রিতে কিনতে চায়!

আরও পড়ুন

কিন্তু গ্রীষ্মকালীন দলবদলের এই পর্যায়ে এসে বিশ্বজোড়া ফুটবলপ্রেমীরা যে হিসাব মেলানোর চেষ্টা করছেন, সেটিতে বাড়তি একটা বিষয়ই যোগ করার উপলক্ষ এনে দিয়েছে পিএসজি। প্যারিসের ক্লাবটি ইএ স্পোর্টসের যে ট্রেলার প্রকাশ করেছে, সেখানে রাখেনি এমবাপ্পেকে।

১৪ সেকেন্ডের ভিডিওতে বেশ কয়েকজন খেলোয়াড়কে দেখা গেলেও ক্লাবের সবচেয়ে বড় তারকার অনুপস্থিতি ফুটবলপ্রেমীদের ভাবনার নতুন উপাদান দিয়েছে। তাহলে কি এবারের দলবদলেই পিএসজি ছাড়ছেন এমবাপ্পে—এমন প্রশ্ন আরও জোরালো হয়েছে। সম্ভাব্য গন্তব্য হিসেবে রিয়ালের নামটিই আসছে—এ কথা না বললেও চলে।

আরও পড়ুন