‘অনুরোধ’ রাখতে নেমে হ্যাটট্রিক করলেন এমবাপ্পে

ফ্রেঞ্চ কাপের শেষ ৬৪–তে হ্যাটট্রিক করেছেন কিলিয়ান এমবাপ্পেএক্স/পিএসজি

মাসখানেক আগে ফ্রেঞ্চ কাপের শেষ ৬৪-এর ড্রয়ের পরপর ভিডিওটা ভাইরাল হয়েছিল। ভিডিওটা ছিল রেভেলের টিভি কক্ষের, দলটির খেলোয়াড়েরা একসঙ্গে বসে ড্র দেখছিলেন। যখনই জানলেন যে ফ্রেঞ্চ কাপে রেভেলের প্রতিপক্ষ পিএসজি—সে কী তুমুল উচ্ছ্বাস কক্ষজুড়ে। একে অপরকে জড়িয়ে ধরে, কাঁধে কাঁধ মিলিয়ে মহা উল্লাস। যেন ট্রফিজয়ের আনন্দ।

রেভেলের জন্য ট্রফি জয়ের আনন্দই ছিল সেটি। ফ্রান্স ফুটবলের ষষ্ঠ স্তরের দল তারা, অপেশাদার। বিশ্বকাপ জেতা কিলিয়ান এমবাপ্পের সঙ্গে খেলার সুযোগ যে শিরোপাজয়েরই আনন্দ। এমবাপ্পেকে নিজেদের ডেরায় দেখার আনন্দে রোমাঞ্চিত ছিলেন সমর্থকেরাও। তবে এমবাপ্পে আসলেই অপেশাদার একটি দলের বিপক্ষে খেলতে আসবেন কি না, এ নিয়ে আশ্বস্ত হতে পারেননি কেউ কেউ। আর তাই কয়েকজন এমবাপ্পেকে রেভেলের মাঠে খেলার অনুরোধ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বার্তাও পাঠিয়েছিলেন সে সময়।

সেই সমর্থকদের অনুরোধ রেখেছেন এমবাপ্পে। সাধারণত অপেশাদার দলের বিপক্ষে ম্যাচ এড়িয়ে গেলেও খেলতে গেছেন রেভেলের মাঠে। গত রাতে ফ্রেঞ্চ কাপের শেষ ৬৪-এর সেই ম্যাচে হ্যাটট্রিকও করেছেন এমবাপ্পে। পিএসজি ম্যাচটি জিতেছে ৯-০ ব্যবধানে।

ফ্রান্সের দক্ষিণাঞ্চলের কাস্ত্রেসে অবস্থিত রেভেলের মাঠে পিএসজির হয়ে গোলের শুরুটাই করেন এমবাপ্পে। ১৬ মিনিটে প্রথম গোলের পর ৪৫ ও ৪৮ মিনিটে আরও দুই গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। পিএসজির হয়ে ফ্রেঞ্চ কাপে সবচেয়ে বেশি ৩০ গোল এখন এমবাপ্পের। ২৫ বছর বয়সী ফরোয়ার্ডের পাশাপাশি একটি করে গোল করেন মার্কো আসেনসিও, গনসালো রামোস, রান্দাল কোলো মুয়ানি ও চের এনদুর। আরেকটি গোল আসে রেভেলের আত্মঘাতী থেকে।

আরও পড়ুন

ম্যাচশেষে পিএসজি কোচ লুইস এনরিকে জানান, এমবাপ্পে নিজের ইচ্ছাতেই ষষ্ঠ স্তরের দলটির বিপক্ষে খেলেছেন, ‘কিলিয়ান খেলতে চেয়েছে। আর যখন সে নিজেই খেলতে চায়, সেখানে তেমন কিছু বলার থাকে না। আর সে যখন খেলে, তখন কোচিং স্টাফ, দর্শক থেকে শুরু করে প্রতিপক্ষ পর্যন্ত সবাই জিতে যায়।’

রেভেলকে হারিয়ে শেষ ৩২-এ উঠে আসা পিএসজি এবার শিরোপা জিততে বিশেষভাবে মনোযোগী বলে জানিয়েছেন এনরিকে। ২০২২ সালে নিস আর ২০২৩ সালে মার্শেইয়ের কাছে হেরে ফ্রেঞ্চ কাপের শেষ ষোলো থেকে বিদায় নিয়েছিল পিএসজি। এবার শেষ পর্যন্ত যাওয়াটার বড় লক্ষ্যের কথা জানিয়ে এনরিকে বলেন, ‘এই মৌসুমে আমাদের যেসব লক্ষ্য, ফ্রেঞ্চ কাপ তার একটা। আমরা এর গুরুত্ব জানি।’

আরও পড়ুন