কোপা আমেরিকা শেষ পর্যন্ত ব্রাজিলের মাঠে গড়াবে তো?
মাঝে আর মাত্র দুই দিন বাকি থাকলেও প্রশ্নটা এখনো ঝুলছে। করোনা সংক্রমণে ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে আয়োজক দেশ ব্রাজিলে। দেশটিতে এরই মধ্যে করোনায় মৃত্যুর সংখ্যা ৪ লাখ ৭০ হাজার ছাড়িয়ে গেছে।
এদিকে ব্রাজিলের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টও কোপা আমেরিকায় আয়োজন থামাতে একমত। ব্রাজিলের জনগণের একটা বড় অংশও কোপা আয়োজনে অসন্তোষ প্রকাশ করেছে। অসন্তোষ রয়েছে ব্রাজিল দলের খেলোয়াড়দের মধ্যেও। এমনকি ফুটবল বিশ্বও এ নিয়ে দ্বিধা-বিভক্ত।
শুরুতে কলম্বিয়া ও আর্জেন্টিনায় এবারের কোপা আমেরিকা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কলম্বিয়ায় রাজনৈতিক অস্থিরতা আর আর্জেন্টিনায় করোনার সংক্রমণের জন্য এ দুটি দেশ থেকে সরিয়ে নেওয়া হয় টুর্নামেন্টটি।
খুব অল্প সময়ের ব্যবধানে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এ টুর্নামেন্ট আয়োজনের ভার দেওয়া হয় ব্রাজিলের ওপর। সেখানেও করোনার সংক্রমণের ভয়াবহতা নিয়ে বিতর্ক তুঙ্গে। এরই মধ্যে কোপাকে দুঃসংবাদ দিয়েছে মাস্টারকার্ড।
মার্কিন যুক্তরাষ্ট্রের বহুমুখী আর্থিক এ প্রতিষ্ঠান অস্থায়ীভাবে কোপা আমেরিকা থেকে নিজেদের ব্র্যান্ডিং তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে।কোপা আমেরিকায় স্পনসরশিপ ‘চালু না করা’র বিষয়টি জানিয়েছে এই প্রতিষ্ঠান। ১৯৯২ সাল থেকে কোপা আমেরিকার স্পনসর মাস্টারকার্ড।
সময় আর বেশি না থাকলেও সব মিলিয়ে পরিস্থিতি জটিল হচ্ছে। কোপা আমেরিকা ব্রাজিলে আয়োজন করা কি সম্ভব হবে? আপনার মতামত দিন।