গন্তব্য বার্সেলোনা, আলোচনায় লেভানডফস্কির ক্লাব-এজেন্ট

লেভানডফস্কি বার্সায় যাচ্ছেন?ফাইল ছবি : রয়টার্স

প্রায় সপ্তাহ তিনেক আগেই বোমা ফুটেছিল। বায়ার্ন মিউনিখের কাছে কাঙ্ক্ষিত চুক্তি পাচ্ছেন না বলে মনে বেশ অসন্তোষ আছে রবার্ট লেভানডফস্কির। চুক্তি নবায়নের পথে না হেঁটে নাকি বার্সেলোনাতে যেতে আগ্রহী পোলিশ স্ট্রাইকার। এবং এরই মধ্যে কাতালান ক্লাবের সঙ্গে নাকি চুক্তিও সেরে ফেলেছেন। এমন খবরে তোলপাড় হতে বাধ্য।

তোলপাড় উঠেছেও। বায়ার্ন মিউনিখ কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। দরকার হলে এক বছর পর মুফতে ছেড়ে দেবে কিন্তু আসছে জুলাইয়ে কোনোভাবেই তাঁকে বার্সেলোনার কাছে ছাড়বে না তারা। তাই ভিন্ন পথে হাঁটতে যাচ্ছেন লেভানডফস্কি। আজ বায়ার্নের সঙ্গে আলোচনায় বসছেন তাঁর এজেন্ট। উদ্দেশ্য, লেভানডফস্কিকে ছাড়তে যেন রাজি হয় জার্মান পরাশক্তি।

গত ১১ এপ্রিল পোল্যান্ডের সরকারি চ্যানেল টিভিপিস্পোর্ট জানিয়েছিল লেভানডফস্কি আর বায়ার্নে থাকতে রাজি নন। ক্লাব কিংবদন্তি ও বর্তমান প্রধান নির্বাহী অলিভার কানকেও নাকি ইচ্ছার কথা জানিয়েছেন। লেভানডফস্কি এরই মধ্যে বার্সেলোনার সঙ্গে চুক্তির ব্যাপারে কথা পাকাও করে ফেলেছেন। পোলিশ স্ট্রাইকারের পরবর্তী গন্তব্য? বার্সেলোনা।

বায়ার্ন মিউনিখের সঙ্গে লেভানডফস্কির চুক্তি শেষ হবে ২০২৩-এর জুনে। ৩৩ বছর বয়সী লেভানডফস্কির চুক্তি নবায়ন করতে চাইছে বায়ার্ন। কিন্তু লেভানডফস্কি নাকি এতে রাজি হচ্ছেন না। তাঁর এজেন্ট পিনি জাহাবি অন্য ক্লাবের সঙ্গে কথা বলছেন। পোল্যান্ডের সংবাদমাধ্যমগুলো দাবি করেছে, বার্সেলোনার সঙ্গে তিন বছরের চুক্তি পাকা করে ফেলেছেন।

তোরেস–অবামেয়াংদের সঙ্গী হবেন লেভানডফস্কি
ফাইল ছবি: এএফপি

বায়ার্নের পরিচালক হাসান সালিহামিজিচ এমন খবরকে পাত্তাই দেননি। মৌসুমে ৫০টি গোল এনে দেওয়ার নিশ্চয়তা দেন, এমন স্ট্রাইকারকে কে ছাড়তে চায়? এ নিয়ে প্রশ্নের উত্তরে বলেছিলেন, ‘বার্সেলোনা আমাদের ৪ বা ৫ কোটি ইউরোর প্রস্তাব দিলে লেভানডফস্কিকে বিক্রি করব কি না? না! সে এই গ্রীষ্মেও ক্লাবে থাকবে। ২০২৩ সাল পর্যন্ত তাঁর চুক্তি আছে।’

গত সপ্তাহে লিগ শিরোপা নিশ্চিত করেছে বায়ার্ন। টানা ১০ লিগ শিরোপা জয়ের আটটিতেই অবদান রেখেছেন লেভানডফস্কি। শিরোপা জেতার পরও ক্লাবকে আশার কথা শোনাননি লেভা, ‘আমি কি মিউনিখে থাকব? এটা দুই পক্ষের ওপর নির্ভর করে। পরিস্থিতিটা সহজ না। ক্লাব কি আমাকে ধরে রাখতে চায়? আপনাদের উচিত ক্লাবকে জিজ্ঞেস করা।’

লেভানডফস্কির ইঙ্গিতটা পরিষ্কার। মধ্য ত্রিশের কাছাকাছি চলে যাওয়া এই স্ট্রাইকার ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ বাঁকে হাজির হয়েছেন। বড় চুক্তি স্বাক্ষরের এটাই শেষ সুযোগ তাঁর। এই অবস্থায় বেতন–বোনাস একটু বেশি চাওয়াই স্বাভাবিক। কিন্তু খেলোয়াড়দের বেশি বেতন দেওয়ার ক্ষেত্রে বরাবরই আপত্তি বায়ার্নের। এ সুযোগই নিতে চাইছে বার্সেলোনা। কিন্তু বায়ার্ন যদি ছাড়তে রাজি না হয়, তাহলে তো আর জোর করে তাঁকে নেওয়া যায় না।

বায়ার্ন কোচ নাগেলসমান আগামী মৌসুমে লেভানডফস্কিকে পাবেন তো?
ফাইল ছবি: রয়টার্স

লেভানডফস্কির এজেন্ট জাহাবির সঙ্গে আজ বায়ার্নের আলোচনাও এসব নিয়েই। এই মৌসুমে ৪৬ গোল করা স্ট্রাইকারকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করবেন জাহাবি।
লেভানডফস্কির হাতে অবশ্য আরেকটি উপায় আছে। ওয়েবস্টার নিয়ম অনুযায়ী, একজন খেলোয়াড়কে মৌসুম শেষ হওয়ার ১৫ দিনের মধ্যে ছেড়ে যাওয়ার ইচ্ছা জানাতে হয় তাঁর বর্তমান ক্লাবকে। নতুন যে ক্লাবে যাবেন, সেটা অন্য কোনো দেশের হতে হবে এবং নতুন ক্লাবকে পুরোনো ক্লাবকে ওই খেলোয়াড়ের বেতনের সমান ক্ষতিপূরণ দিতে হবে।

লেভানডফস্কি যেহেতু বায়ার্নের কাছ থেকে বেতন বাবদ করসহ ২ কোটি ৩০ লাখ ইউরো পান, বার্সেলোনাকে ক্ষতিপূরণ হিসেবে এই অর্থ দিতে হবে।