ডি ব্রুইনার উদ্‌যাপনের সঙ্গে হরলান্ডের কোনো সম্পর্ক নেই!

ম্যাচ শেষে কেভিন ডি ব্রুইনার উদ্‌যাপনছবি: রয়টার্স

২৪ মিনিটের মধ্যে হ্যাটট্রিক—খেলা শুরুর বাঁশি বাজা থেকে ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে তৃতীয় দ্রুততম হ্যাটট্রিক করেছেন কেভিন ডি ব্রুইনা। ম্যানচেস্টার সিটির বেলজিয়ান মিডফিল্ডারের ওপর যেন এরপর প্রশংসার বৃষ্টি ঝরছে।

উলভারহ্যাম্পটনের বিপক্ষে ম্যান সিটির ৫–১ ব্যবধানের জয়ে ডি ব্রুইনা একাই করেছেন চার গোল। এসব নিয়ে ডি ব্রুইনার প্রশংসা যেমন চলছে, একই সঙ্গে আলোচনা হচ্ছে তাঁর হ্যাটট্রিক গোলটির উদ্‌যাপন নিয়ে।

আরও পড়ুন
উলভসের বিপক্ষে চার গোল করেছেন কেভি ডি ব্রুইনা
ছবি: রয়টার্স

ডান হাত উঁচিয়ে কর্নার পতাকার দিকে দৌড়ে যাবেন, এরপর দুই হাত আকাশের দিকে তুলবেন—ডি ব্রুইনার উদ্‌যাপন সাধারণত এমনই হয়। কাল উলভসের বিপক্ষে প্রথম দুটি গোল এভাবেই উদ্‌যাপন করেন তিনি। কিন্তু হ্যাটট্রিক গোল করে উদ্‌যাপনটা করলেন অন্য ভঙ্গিতে। একটু দৌড়ে গিয়ে দুই হাতের আঙুল ভাঁজ করে যোগাসনের মতো একটা ভঙ্গি করলেন। এরপর দাঁড়িয়ে পড়লেন।

আরও পড়ুন

ডি ব্রুইনার এই উদ্‌যাপন কার মতো—এমন প্রশ্ন তুলেছেন অনেকেই। উত্তর খুব সহজ—এ উদ্‌যাপন অনেকটাই আরলিং হরলান্ডের মতো। ব্যস্‌, দুইয়ে দুইয়ে চার মিলিয়ে ফেললেন অনেকেই। হরলান্ডের ম্যান সিটিতে যোগ দেওয়া নিয়ে গুঞ্জন চলছে দলবলের বাজারে। এ উদ্‌যাপন তো তাঁরই! এর একটা মানে দাঁড় করিয়ে ফেলেছে ম্যান সিটি, ডি ব্রুইনা আর হরলান্ডের ভক্তরা—হরলান্ডকে সিটিতে নাম লেখানোর আহ্বানই জানিয়েছেন ডি ব্রুইনা!

এ বল দিয়েই উলভসের বিপক্ষে চার গোল করেছেন কেভিন ডি ব্রুইনা
ছবি: রয়টার্স

ম্যাচ শেষে এ নিয়ে কথা বলতে হয়েছে ডি ব্রুইনাকেও। তিনি সরাসরিই বলেছেন, তাঁর এমন উদ্‌যাপন হরলান্ডকে নিয়ে নয়। ডি ব্রুইনার কথা, ‘আমার তৃতীয় গোলটি ছিল সবচেয়ে নিখুঁত। আমি গোলটির জন্য বল কঠিন এক কোনায় পাঠাতে পেরেছি।’

ডি ব্রুইনা এখানেই থামেননি। স্কাই স্পোর্টসের সঙ্গে সাক্ষাৎকারে এরপর তিনি বলেন, ‘এর মধ্যে দুটি সাক্ষাৎকারে আমাকে জিজ্ঞাসা করা হয়েছে—এই উদ্‌যাপন কি হরলান্ডের জন্য? এটা এ কারণেই করেছি যে আমি তিনটি গোল পেয়েছি। এটা কখনোই হয়নি।’

আরও পড়ুন