পগবার ভাই মোহনবাগানে

ফ্লোরেন্তিন পগবাছবি: টুইটার

এবার দলবদলের বাজারে পগবারা বেশ সরব।

পল পগবা তো ঘোষণা দিয়েই দিয়েছেন, ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে আর চুক্তি নবায়ন করবেন না। আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা না এলেও নির্ভরযোগ্য দলবদল–বিষয়ক প্রায় সব সাংবাদিক জানিয়ে দিয়েছেন, ফ্রান্সের এই মিডফিল্ডার পাড়ি জমাচ্ছেন আগের ক্লাব জুভেন্টাসেই। ফ্রি দলবদলে আবারও ফ্রান্সের বিশ্বকাপজয়ী এই তারকাকে দলে টানছে ইতালিয়ান ক্লাবটা।

আরও পড়ুন

‘ছোট’ পগবার দলবদল নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা এখনো না এলেও ‘বড়’ পগবা বসে নেই। এর মধ্যেই দল বদল করে ফেলেছেন। পল পগবার বড় ভাই ফ্লোরেন্তিন পগবা আসছেন ভারতে, খেলবেন অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব মোহনবাগানের হয়ে। আনুষ্ঠানিকভাবে এ তথ্য এর মধ্যেই জানিয়ে দিয়েছে সংশ্লিষ্ট সব পক্ষ।

পল পগবা ও ফ্লোরেন্তিন পগবা
ছবি: টুইটার

ছোট ভাই পল পগবার সঙ্গে তেমন কোনো মিল নেই ফ্লোরেন্তিনের। ভাই খেলেন মাঝমাঠে, ফ্লোরেন্তিন সামলান রক্ষণ। বাঁ দিকের সেন্টারব্যাক হিসেবে খেলেন এই ৩১ বছর বয়সী। পল ফ্রান্সের হয়ে খেললেও ফ্লোরেন্তিনের জাতীয় দল গিনি, যে দেশে তিনি জন্মেছেন। ফ্রান্সের দ্বিতীয় বিভাগের দল সোশো থেকে মোহনবাগানে এসেছেন তিনি।

সোশো ছাড়াও ক্যারিয়ারে সেঁত এতিয়েঁ, আটলান্টা ইউনাইটেডের মতো ক্লাবের হয়ে খেলেছেন। খেলেছেন তুরস্কের মতো দেশেও। গিনি জাতীয় দলের হয়ে ৩১ ম্যাচ খেলেছেন ফ্লোরেন্তিন।

আরও পড়ুন
আরও পড়ুন

মোহনবাগানের খেলোয়াড় হিসেবে দেওয়া প্রথম সাক্ষাৎকারে ভারতে যাওয়ার পেছনের কারণটাও ব্যাখ্যা করেছেন ফ্লোরেন্তিন, ‘ইন্ডিয়ান সুপার লিগ নিয়ে আমাকে অনেক কিছু জানতে হবে। তবে আমি ভারতের ফুটবল সম্পর্কে নিকোলাস আনেলকা ও রবার্ত পিরেসদের মতো খেলোয়াড়দের কাছ থেকে অনেক কিছু শুনেছি। মোহনবাগানের অংশ হতে পেরে আমি গর্বিত। মোহনবাগান একটা ঐতিহ্যবাহী ক্লাব, যাদের অনেক ভক্ত-সমর্থক আছে। এশিয়ার অন্যতম বড় ক্লাব এটা। ৭০ হাজার সমর্থকদের সামনে খেলার জন্য মুখিয়ে আছি আমি।’

এদিকে বড় ভাইয়ের ক্লাব বদলের ঘটনায় শুভেচ্ছা জানিয়েছেন পল পগবা। ইনস্টাগ্রামে জানিয়েছেন, ‘নতুন ক্লাবে তোমাকে অনেক শুভকামনা জানাই ফ্লোরেন্তিন!’

আরও পড়ুন