বার্সার এত টাকা কোথায় যে লেভাকে কিনবে

রবার্ট লেভাডফস্কিকে পেতে চায় বার্সেলোনাফাইল ছবি

রবার্ট লেভাডফস্কি বায়ার্ন মিউনিখ ছাড়তে চাইছেন, বার্সেলোনা চাইছে তাঁকে দলে টানতে। দুইয়ে দুইয়ে চার তো মিলে যাওয়ার কথা। কিন্তু সেটা আর মিলছে কই! বায়ার্ন লেভাকে ছাড়তেই চাইছে না। কিন্তু কেউ চলে যেতে চাইলে কি আর তাঁকে জোর করে আটকে রাখা যায়! তাই তো বায়ার্ন শুধু আশাই করতে পারে যে লেভা মিউনিখেই থেকে যাবেন!

শেষ পর্যন্ত লেভা যদি মিউনিখে না-ই থাকেন, বার্সেলোনা কি তাঁকে পাবে? অথবা বার্সার খেলার যে ধরন, লেভা কি ক্যাম্প ন্যুয়ের ক্লাবটিতে মানানসই হবেন? এমন প্রশ্ন ভেসে বেড়াচ্ছে ফুটবল বিশ্বে। প্রশ্নগুলো করা হয়েছিল পেপ গার্দিওলাকে, যিনি বায়ার্নে কোচ ছিলেন লেভার, আর বার্সা তো তাঁর ‘ঘর’ই। এমন প্রশ্নের উত্তরে গার্দিওলা লেভার প্রশংসা করেছেন, তবে বার্সার তাঁকে পাওয়ার সম্ভাবনা নিয়ে যা বলেছেন তার অর্থ দাঁড়ায় এমন—বার্সেলোনার এত টাকা কোথায় যে লেভাকে কিনবে?

আরও পড়ুন
ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা
ফাইল ছবি

পুলা গলফ রিসোর্টে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ম্যান সিটির কোচ গার্দিওলা বলেছেন, ‘(লেভাডফস্কি) বার্সেলোনার জন্য ঠিক আছে কি না, সে বিষয়ে আমার কোনো ধারণা নেই। তবে হ্যাঁ, আমরা লেভানডফস্কিকে নিয়ে কথা বলছি। যেকোনো জায়গাতেই তার খুব ভালোভাবে মানিয়ে যাওয়ার কথা।’ আসল কথাটা গার্দিওলা এরপরই বলেছেন, ‘কিন্তু ঠিক জানি না বার্সেলোনা তাকে দলে টানতে পারবে কি না। কারণ, তাদের আর্থিক অবস্থা। বায়ার্ন ওকে ছাড়বে কি না, সেটাও একটা বিষয়।’

বার্সেলোনার সাবেক প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তোমেউর অধীন বার্সার আগের বোর্ডের প্রশাসনিক দুর্বলতা এবং দলের প্রয়োজন না বুঝে বেশি বেতন আর একের পর এক চড়া দলবদল ফি–তে তারকা খেলোয়াড় কেনা বার্সাকে ক্ষতির মুখে ফেলে দিয়েছিল আগেই। এরপর করোনাভাইরাস মহামারি এসে পরিস্থিতি আরও জটিল করে দেয়। এই জটিলতার কারণে লিওনেল মেসিকেও ধরে রাখতে পারেনি ক্যাম্প ন্যুয়ের ক্লাবটি।

আরও পড়ুন
আর্থিক জটিলতার কারণে মেসিকে ধরে রাখতে পারেনি বার্সেলোনা
ফাইল ছবি

মেসির চুক্তি নবায়ন না হওয়ার কারণ হিসেবে বিবৃতিতে বার্সেলোনা জানিয়েছিল, স্প্যানিশ লিগের বেঁধে দেওয়া বেতনের সীমার কারণেই মেসির চুক্তি নবায়ন সম্ভব হচ্ছে না। একটা ক্লাবের সম্ভাব্য আয়ের ওপর নির্ভর করে বেতনের সীমা বেঁধে দেয় লা লিগা কর্তৃপক্ষ, করোনা পরিস্থিতিতে বার্সার পক্ষে সেটি মেটানো সম্ভব হচ্ছে না। সম্ভব করতে হলে প্রায় ২০ কোটি ইউরোর মতো বেতনের ভার কমাতে হতো।

সেই পরিস্থিতি এখনো খুব একটা কাটিয়ে উঠতে পারেনি বার্সেলোনা। এমন অবস্থায় লেভার মতো একজনকে দলে টানার খরচ ক্লাবটি করতে পারবে কি না, তা নিয়ে গার্দিওলার মতো প্রশ্ন আছে অনেকের মনেই। এখনো বায়ার্নের সঙ্গে লেভার বর্তমান চুক্তির মেয়াদ আছে এক বছর। তাই বায়ার্নের চাওয়া মিটিয়েই তাঁকে দলে নিতে হবে বার্সাকে।

আরও পড়ুন