বার্সেলোনার সমান চ্যাম্পিয়নস লিগ ১৬ রিয়াল তারকার

১৪তম শিরোপা নিয়ে রিয়ালের উচ্ছ্বাসছবি : রয়টার্স

শীর্ষে নিজের অবস্থানটা আরেকটু পোক্ত করল রিয়াল মাদ্রিদ। লিভারপুলকে হারিয়ে ১৪ বার ইউরোপসেরা হলো তারা, দ্বিতীয় স্থানে থাকা এসি মিলানের স্রেফ দ্বিগুণ।

তাতে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সঙ্গে তাদের চ্যাম্পিয়নস লিগ জয়ের ব্যবধানটা বেড়ে দাঁড়াল নয়ে। বার্সেলোনা চ্যাম্পিয়নস লিগ জিতেছে পাঁচবার। চ্যাম্পিয়নস লিগ জয়ের দিক দিয়ে নিজের জীবদ্দশায় প্রিয় ক্লাবকে রিয়াল মাদ্রিদের পাশে দাঁড়াতে দেখবেন, এমন আশা হয়তো কোনো পাঁড় বার্সেলোনা সমর্থকও করছেন না আপাতত।

রিয়াল মাদ্রিদের সমর্থকেরা হয়তো বলেও বসতে পারেন, ‘আমাদের দলকে স্পর্শ করার চিন্তা পরে, বার্সেলোনা আগে আমাদের এই দলের ৯ খেলোয়াড়কে টপকে দেখাক!’

আসলেও সেটাই। রিয়াল মাদ্রিদের ১৪তম চ্যাম্পিয়নস লিগ জয়ের সঙ্গেই সঙ্গেই নিশ্চিত হওয়া গেছে, বর্তমান দলেরই ৯ জন ব্যক্তিগতভাবে ইউরোপসেরার খেতাব জিতেছেন পাঁচবার করে। অর্থাৎ বার্সেলোনার পাশেই আছেন প্রত্যেকে! আর রিয়ালের ইতিহাস ঘাঁটলে দেখা যায় মোট ১৬ খেলোয়াড়ের পাঁচটি চ্যাম্পিয়নস লিগ আছে। সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়নস লিগজয়ী পাকো হেন্তো তো বার্সেলোনার চেয়ে বেশি শিরোপাই জিতেছেন!

বার্সেলোনা চ্যাম্পিয়নস লিগ জিতেছে পাঁচবার
ফাইল ছবি: এএফপি

পরশু চ্যাম্পিয়নস লিগে জেতা রিয়াল স্কোয়াডে ছিলেন ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা, ক্রোয়েশিয়ান মিডফিল্ডার লুকা মদরিচ, জার্মান মিডফিল্ডার টনি ক্রুস, ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরো ও লেফটব্যাক মার্সেলো, ওয়েলশ উইঙ্গার গ্যারেথ বেল, স্প্যানিশ রাইটব্যাক দানি কারভাহাল, সেন্টারব্যাক নাচো ফার্নান্দেজ ও মিডফিল্ডার ইসকো আলারকোন। নিজেদের ১২৩ বছরের ইতিহাসে বার্সেলোনা যেখানে পাঁচবার ইউরোপসেরা হয়েছে, এই ৯ খেলোয়াড়ের প্রত্যেকে আলাদাভাবে চ্যাম্পিয়নস লিগ জিতেছেন কাতালান ক্লাবটার সমান।

আরও পড়ুন

রিয়াল সমর্থকদের সের্হিও রামোস আর রাফায়েল ভারানের জন্য আক্ষেপ হতেই পারে। মৌসুমের শুরুতে তাঁরা ক্লাব না ছাড়লে যে ওই ৯ জনের পাশে রামোস আর ভারানের নামটাও জ্বলজ্বল করত!

আরও পড়ুন

সব মিলিয়ে পাঁচবার চ্যাম্পিয়নস লিগ জেতার কৃতিত্ব আরও অনেকেরই আছে। এর মধ্যে সবচেয়ে বড় নাম নিঃসন্দেহে সাবেক রিয়াল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। পঞ্চাশের দশকের সেই সর্বজয়ী রিয়াল মাদ্রিদের ছয় খেলোয়াড়ও জিতেছেন পাঁচটি চ্যাম্পিয়নস লিগ—আলফ্রেডো ডি স্টেফানো, হোসে মারিয়া জারাগা, হেক্তর রিয়াল, এনরিকে মাতেয়োস, লেসমাস ও মার্কিতোস। তাঁদের পাশাপাশি পাঁচবার চ্যাম্পিয়ন লিগ জয়ের কৃতিত্ব আছে এসি মিলানের পাওলো মালদিনি ও আলেসসান্দ্রো কোস্তাকুর্তার। লিওনেল মেসির অবস্থান তাঁদের নিচে। মেসি চ্যাম্পিয়নস লিগ জিতেছেন চারবার, প্রত্যেকবারই তাঁর সাবেক ক্লাব বার্সেলোনার হয়ে।

আরও পড়ুন

ছয়বার ইউরোপসেরা হয়ে সবার ওপরে আছেন রিয়াল মাদ্রিদের সাবেক উইঙ্গার পাকো হেন্তো। তাঁকে তাই বার্সেলোনার সঙ্গে তুলনায় হিসাবের বাইরে রাখতে হচ্ছে!