বেতন কাটার বিষয় সংবাদমাধ্যম থেকে জানায় বিরক্ত বার্সা ফুটবলাররা

বার্সেলোনার অধিনায়ক সের্হিও বুসকেতসছবি: রয়টার্স

বেতনকাঠামো এলোমেলো হয়ে যাওয়ার খেসারত বার্সেলোনা আর তাদের খেলোয়াড়দের আর কত দিন যে দিতে হবে কে জানে!

জোসেপ মারিয়া বার্তোমেউ বার্সার সভাপতি থাকার সময় ক্লাবটির আর্থিক অবকাঠামোই যেন ভেঙে গিয়েছিল। প্রশাসনিক দুর্বলতা আর দলের প্রয়োজন না বুঝে বেশি বেতন আর চড়া দাম দিয়ে একের পর এক খেলোয়াড় দলে ভেড়ানো বার্সাকে ক্ষতির মুখে ফেলে দিয়েছিল আগেই। এরপর করোনাভাইরাস মহামারি এসে পরিস্থিতি আরও জটিল করে দেয়। নষ্ট হয়ে যায় ক্লাবটির বেতনকাঠামো ও আর্থিক ভারসাম্য।

এ কারণে দলের সেরা তারকা লিওনেল মেসিকেও ধরে রাখতে পারেনি বার্সেলোনা। করোনাভাইরাস মহামারির সময় খেলোয়াড়দের বেতন কাটতে হয়েছিল তাদের। স্পেনের সংবাদমাধ্যমের খবর এলোমেলো হয়ে যাওয়া বেতনকাঠামো ঠিক করতে আবারও খেলোয়াড়দের বেতন কাটার পদক্ষেপ নিচ্ছে বার্সা। সংবাদমাধ্যমে এমন খবর দেখে বেশ বিরক্তই দলটির খেলোয়াড়েরা।

আরও পড়ুন
গত মৌসুমটা এমন হতাশায়ই কেটেছে বার্সেলোনার খেলোয়াড়দের
ফাইল ছবি

বার্সার খেলোয়াড়দের সবার সেই বিরক্তি যেন বেরিয়ে এল কাল স্পেনের অধিনায়ক সের্হিও বুসকেতসের কণ্ঠ বেয়ে। আজ সুইজারল্যান্ডের বিপক্ষে উয়েফা নেশনস লিগের ম্যাচ খেলবে স্পেন। ম্যাচ–পূর্ববর্তী সংবাদ সম্মেলনে কাল বুসকেতসকে কথা বলতে হয়েছে বার্সেলোনার খেলোয়াড়দের বেতন কাটার বিষয় নিয়ে।

সংবাদ সম্মেলনে বার্সার মিডফিল্ডার বিরক্তি নিয়েই বললেন, ‘তারা (ক্লাব কর্তৃপক্ষ) আমাদের কিছুই বলেনি।’ বুসকেতসের বিরক্তিটা যতটা না তাঁদের বেতন কাটা হবে বলে, এর চেয়েও বেশি বিষয়টি সংবাদমাধ্যমের মাধ্যমে জানতে হয়েছে বলে।

বুসকেতস বিষয়টি নিয়ে বলেছেন, ‘আমি অনেক কিছুই শুনেছি। আমি যখন ছুটি কাটিয়ে ফিরব, তারা আমাকে কী বলতে চাইবে তা জানি না। আমি এটা সরাসরি তাদের কাছ থেকে শুনতে চাই, অন্য কোথাও থেকে নয়। তবে হ্যাঁ, আমি এ বিষয়ে সাহায্যই করতে চাই।’

আরও পড়ুন
বার্সেলোনার সংকটে ক্লাবের পাশে থাকবেন বলেই জানিয়েছেন বুসকেতস
ফাইল ছবি

তবে বেতন কাটা নিয়ে এখন পর্যন্ত খেলোয়াড়দের ক্লাব কর্তৃপক্ষ যে কিছু জানায়নি, সেটাই বললেন বুসকেতস, ‘তারা আমাদের এখনো কোনো প্রস্তাব দেয়নি। আপনাদের কাছেই এটা শুনলাম, তারা আমাদের কিছু বলেনি।’

এরপরই আসল কথাটা বলেছেন বার্সার অধিনায়ক বুসকেতস, ‘আমাকে এসব ভাবায় না। এটা খেলারই অংশ। কিন্তু আমি মনে করি, এটা সংবাদমাধ্যমের মাধ্যমে জানানোটা সঠিক সিদ্ধান্ত নয়।’ তবে এ ব্যাপারে ক্লাব তাঁকে পাশেই পাবে বলেও জানিয়ে দিলেন স্পেনের অধিনায়ক, ‘আমি সব সময়ই দলকে সমর্থন করতে চাই।’

এরপর ক্লাবের সভাপতি হোয়ান লাপোর্তার দিকে সমালোচনার একটা তিরও ছুড়ে দিলেন বুসকেতস, ‘সবকিছুর সেরা সমাধান খুঁজে বের করতে চাই আমি। এটা শুধু আর্থিক ব্যাপারেই নয়, যেকোনো ধরনের সমস্যায় আমি সভাপতির সঙ্গে দেখা করে আলোচনা করতে তৈরি। এসব আমি মিডিয়াতে দেখতে চাই না।’

আরও পড়ুন