ভিনিসিয়ুস–রিচার্লিসন হাতাহাতি? তিতে বলছেন, ‘ভুয়া খবর’

জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে এভাবেই বাদানুবাদে জড়িয়ে পড়েন ভিনিসিয়ুস ও রিচার্লিসন
ছবি: টুইটার

টোকিওতে আজ জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচে ব্রাজিল কি খুব ভালো খেলেছে? ১–০ গোলে জয়ের স্কোরলাইন দেখে খুব ভালো খেলেছে মনে না হওয়াই স্বাভাবিক। তবে ম্যাচটি যাঁরা দেখেছেন, তাঁরা নিশ্চয়ই বুঝতে পেরেছেন পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা স্বাভাবিক খেলাটা খেলতে পারেনি।

ব্রাজিল কোচ তিতে এ জন্য দুষছেন জাপানের খেলোয়াড়দের ফাউল করার প্রবণতাকে। তিতে একটু বিরক্তই হয়েছেন স্বাগতিকদের খেলার ধরনে। তিতেকে কথা বলতে হয়েছে আরেকটা অপ্রীতিকর বিষয়েও। ম্যাচের আগে অনুশীলনে ভিনিসিয়ুস ও রিচার্লিসনের হাতাহাতির খবর নিয়ে। যেটিকে ‘ভুয়া’ বলে উড়িয়ে দিয়েছেন তিতে।

আরও পড়ুন

ম্যাচে ১৮টি ফাউল করেছে জাপান। ৭৭ মিনিটে নেইমারের পেনাল্টি থেকে করা গোলটিও বক্সে তাঁর ফাউলের শিকার হওয়ার পরিণতি। পিএসজি তারকাকে স্বাভাবিক ছন্দে খেলতে দেননি জাপানের ডিফেন্ডাররা।

আরও পড়ুন

ব্রাজিলের সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’ জানিয়েছে, শুধু নেইমারকেই ৮ বার ফাউল করা হয়েছে। ম্যাচ শেষে সংবাদমাধ্যমকে তিতে এ নিয়ে বলেছেন, ‘রেফারির ওপর রাগ লেগেছে। কৌশলগত ফাউল করেছে সব সময়। কঠোর সব ফাউলে ছন্দময় খেলা সম্ভব হয়নি। খেলার ধরনই বলছিল, রেফারিকে আরও কঠোর হতে হতো।’

জাপানের খেলোয়াড়দের ফাউল করার প্রবণতার সমালোচনা করেন তিতে
ছবি: রয়টার্স

নভেম্বরে শুরু হবে কাতার বিশ্বকাপ। সেই বিশ্বকাপ সামনে রেখে এর ইতিবাচকও দিকও দেখছেন তিতে। বিশ্বকাপে তো এমন কঠোর সব ফাউলেরই শিকার হতে হবে, তাই প্রস্তুতিটা এমন হওয়ায় ক্ষতি দেখছেন না ব্রাজিল কোচ, ‘ম্যাচটা খুব উঁচু মানের ছিল। দুই দলই প্রতিদ্বন্দ্বিতামূলক মানসিকতা দেখিয়েছে। কালই বলেছি, এই ম্যাচটা হবে বিশ্বকাপের মতো, বিশেষ করে মানসিকতা বিচারে। আমরা গোল করতে বদ্ধপরিকর ছিলাম এবং শেষ পর্যন্ত তা করেছিও।’

আরও পড়ুন

টোকিওতে জাপানের বিপক্ষে ম্যাচের আগে ব্রাজিলের অনুশীলনে রিচার্লিসন ও ভিনিসিয়ুসের মধ্যে হাতাহাতি হয়েছে খবর প্রকাশিত হয়েছিল সংবাদমাধ্যমে। টুইটারে ছড়িয়ে পড়া এই ঘটনার ভিডিওতে দেখা গেছে, সতীর্থরা দৌড়ে গিয়ে দুজনকে আলাদা করেছেন। রিচার্লিসন নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও এই ভিডিও পোস্ট করেন। তবে তা সত্যিই মারামারি ছিল, নাকি নিছক মজা—সেটি পরিষ্কার নয়।

তিতের দাবি মানলে এটা মোটেই সিরিয়াস কিছু ছিল না, ‘জগতে কত ভুয়া খবরই না বেরোয়। সবাই বলছে খেলোয়াড়েরা মারামারি করেছে, কিন্তু এটা মিথ্যা।’

আরও পড়ুন