ব্রাজিলকে হারিয়ে বেনজেমার বিশ্বকাপ? কখনোই নয়: ভিনিসিয়ুস

রিয়াল মাদ্রিদে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছেন, তবে জাতীয় দলের প্রশ্নে বেনজেমাকে মোটেও ছাড় দেবেন না ভিনিসিয়ুসছবি: রয়টার্স

স্প্যানিশ লিগ আর চ্যাম্পিয়নস লিগের পথে দুজন একে অন্যের পাশে দাঁড়িয়ে লড়াই করেছেন। করিম বেনজেমার কত গোলের উৎসই ছিল ভিনিসিয়ুসের পাস। গোল গড়ে দেওয়ায় নিরলস ২১ বছর বয়সী ব্রাজিলিয়ান উইঙ্গার ব্যক্তিগত পুরস্কারেও বেনজেমাকেই এগিয়ে রাখছেন। কিন্তু প্রসঙ্গ যখন বিশ্বকাপ, সেখানে কোনো ছাড় নেই!

কাতার বিশ্বকাপের ফাইনালে ভিনিসিয়ুসের ব্রাজিলকে হারিয়ে ফ্রান্সের টানা দ্বিতীয় শিরোপার স্বপ্ন দেখেন বেনজেমা, সে ইচ্ছার কথা ভিনিসিয়ুসকেও জানিয়েছেন রিয়াল মাদ্রিদের ফরাসি স্ট্রাইকার। কিন্তু ভিনির সোজা কথা, তেমনটা হবেই না!

আরও পড়ুন
চ্যাম্পিয়নস লিগের শিরোপা হাতে ভিনিসিয়ুস, তাঁর গোলই শেষ পর্যন্ত ফাইনালে ব্যবধান গড়ে দিয়েছে
ছবি: রয়টার্স

বিশ্বকাপের আর ছয় মাসও বাকি নেই। এর মধ্যে ইউরোপের ক্লাব মৌসুম শুরু হবে, বদলে যাওয়া নিয়মে আগামী ১৭ অক্টোবর ব্যালন ডি’অরও দিয়ে দেবে ফ্রান্স ফুটবল ম্যাগাজিন। কিন্তু সব ছাপিয়ে বিশ্বকাপে সুযোগ পাওয়া দেশগুলোর ফুটবলারদের চোখ বিশ্বকাপেই!

আরও পড়ুন

কাতারে শিরোপার পথে সবচেয়ে ফেবারিটদের তালিকায় নেইমার-ভিনিসিয়ুসের ব্রাজিল আর বেনজেমা-এমবাপ্পের ফ্রান্সই এগিয়ে। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্ট সপ্তাহখানেক আগেও জানিয়েছে, ব্রাজিলই বাজির দরে সবচেয়ে এগিয়ে, অল্প ব্যবধানে পিছিয়ে দুই নম্বরে ফ্রান্স। তিনে আছে ইংল্যান্ড। স্পেন চারে, পাঁচে আর্জেন্টিনা। দরে সবচেয়ে এগিয়ে থাকা দশ দলের তালিকায় এর পরের পাঁচটি দল যথাক্রমে—জার্মানি, বেলজিয়াম, নেদারল্যান্ডস, পর্তুগাল ও ডেনমার্ক।

আরও পড়ুন
এবারের মৌসুমে বেনজেমার অনেক গোলের উৎসই ছিল ভিনিসিয়ুসের পাস
ছবি: রয়টার্স

বাজির দরে এগিয়ে থাকা ফ্রান্স আর ব্রাজিলেরই ফাইনাল দেখতে চান বেনজেমা। রিয়াল মাদ্রিদের অনুশীলনে ভিনিসিয়ুসের সঙ্গে এ নিয়ে কথাও হয়েছে ফরাসি ফরোয়ার্ডের। দুজনের কথোপকথন জানা গেল ভিনিসিয়ুসের সৌজন্যে, ‘করিম মজা করে বলে যে বিশ্বকাপ ফাইনালে ও ব্রাজিলকে হারাতে চায়। কিন্তু সেটা কখনোই হবে না!’

আরও পড়ুন

তার আগে অবশ্য প্রশ্ন উঠতে পারে, ব্রাজিল আর ফ্রান্সের ফাইনালের আগে দেখা হওয়ার সম্ভাবনা কতটুকু! বিশ্বকাপে ফ্রান্স পড়েছে ডি গ্রুপে, সেখানে তাদের দুই সঙ্গী ডেনমার্ক ও তিউনিসিয়া, অন্য দলটি আসবে প্লে-অফ থেকে। সার্বিয়া, সুইজারল্যান্ড ও ক্যামেরুনকে নিয়ে ব্রাজিল জি গ্রুপে।

আরও পড়ুন
এই মুহূর্তে ব্রাজিল দলে নেইমারদের সঙ্গে আছেন ভিনিসিয়ুস
ছবি: রয়টার্স

সমীকরণ বলছে, দুই দল নিজেদের গ্রুপে সেরা হলে ফাইনালের আগে আর তাদের দেখা হওয়ার সম্ভাবনা নেই। দুই দলই নিজেদের গ্রুপে দ্বিতীয় হয়ে নকআউট পর্বে গেলেও ফাইনালের আগে আর দেখা হওয়ার সম্ভাবনা নেই। তবে এক দল গ্রুপ চ্যাম্পিয়ন আর অন্য দল গ্রুপে রানার্সআপ হলে সে ক্ষেত্রে সেমিফাইনালেই দেখা হয়ে যাবে।

আরও পড়ুন

সেখানে ফ্রান্স আর বেনজেমাকে কোনো ছাড় দিতে রাজি নন, তবে ব্যালন ডি’অর বেনজেমার হাতেই দেখেন ভিনিসিয়ুস। ব্রাজিল দলে ভিনির সতীর্থ নেইমার অবশ্য কদিন আগে বলেছেন, ভিনির হাতেই এবারের ব্যালন ডি’অর দেখতে চান তিনি। কিন্তু ভিনিসিয়ুস নিজেই বলছেন, ‘আমি ব্যালন ডি’অর জেতা উচিত...নেইমার এমনটা বলেছে শুনে খুব ভালো লেগেছে। তবে আমার মতে বেনজেমারই এটা বেশি প্রাপ্য।’

আরও পড়ুন