সমর্থকদের কাছে ক্ষমা চাইল উয়েফা

প্যারিস পুলিশের আচরণ নিয়ে প্রশ্ন উঠেছেছবি: রয়টার্স

চ্যাম্পিয়নস লিগের ফাইনাল ম্যাচ শুরুর আগে সমর্থকদের জন্য ভয়ংকর এক পরিস্থিতিই তৈরি হয়েছিল। ম্যাচের টিকিট থাকার পরও লিভারপুলের হাজার হাজার সমর্থক মাঠে ঢুকতে পারছিলেন না। রাগে ও ক্ষোভে ফুঁসে ওঠেন অনেকেই। তাঁদের থামাতে প্যারিসের পুলিশ খুব কাছ থেকে কাঁদানে গ্যাসও নিক্ষেপ করে। সেখানে অনেক শিশুও ছিল।

চ্যাম্পিয়নস লিগের ফাইনালের আগে সমর্থকদের জন্য এমন ‘ভীতিকর ও কষ্টকর’ পরিস্থিতি তৈরি হওয়ার কারণে তাঁদের কাছে ক্ষমা চেয়েছে উয়েফা। ইউরোপের ফুটবলের অভিভাবক সংস্থাটি কাল এক বিবৃতিতে বলেছে, ‘চ্যাম্পিয়নস লিগ ফাইনাল শুরুর আগে যেসব সমর্থক ভীতিকর এই পরিস্থিতির মুখোমুখি হয়েছেন, তাঁদের কাছে উয়েফা ক্ষমা চাইছে।’

আরও পড়ুন
সেদিন লিভারপুলের সমর্থকদের সঙ্গে খুব বাজে ব্যবহার করেছে প্যারিসের পুলিশ
ছবি: রয়টার্স

চ্যাম্পিয়নস লিগের ফাইনাল ইউরোপিয়ান ক্লাব ফুটবলের জন্য সব সময়ই আনন্দের এক রাত। কোন দল জিতবে আর কোন দল হারবে, সেটা পরের কথা; চ্যাম্পিয়নস লিগের ফাইনালের রাতে বিশ্বজোড়া ফুটবলপ্রেমীরা যেন মেতে ওঠেন ফুটবলের আনন্দে। সেখানে কিনা মাঠে থেকে খেলা দেখতে গিয়ে অমন এক অভিজ্ঞতার মুখোমুখি হতে হলো সমর্থকদের!

আরও পড়ুন

উয়েফা তাদের বিবৃতিতে লিখেছে, ‘কোনো ফুটবল সমর্থকেরই এমন পরিস্থিতির মুখোমুখি হওয়া উচিত নয়। এটা আর ঘটতে দেওয়া যাবে না।’ টিকিট থাকার পরও সমর্থকদের মাঠে ঢুকতে না পারার বিষয়টিতে অনেকেই আয়োজকদের ত্রুটি দেখছেন। সময়মতো নাকি স্টেডিয়ামের ফটকগুলো খুলতে পারেনি তারা। লিভারপুলকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জেতা রিয়ালের অনেক সমর্থকের অভিযোগ, ম্যাচ শেষে স্টেডিয়ামের বাইরে ছিনতাইয়ের শিকার হয়েছেন।

বিষয়গুলো খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে উয়েফা।

আরও পড়ুন