বাদ পড়া রিজওয়ানকে সাবেক ব্যাটসম্যানের পরামর্শ

ইংল্যান্ড সিরিজে ভালো না করতে পারায় নিউজিল্যান্ডের বিপক্ষে করাচি টেস্টের একাদশে জায়গা হয়নি রিজওয়ানেরছবি : এএফপি

টি–টোয়েন্টিতে একরকম অপ্রতিরোধ্য মোহাম্মদ রিজওয়ান। সংক্ষিপ্ত সংস্করণে গত দুই বছরে প্রায় সব রেকর্ড তাঁর পায়ে লুটিয়ে পড়েছে। পাকিস্তানের উইকেটরক্ষক–ব্যাটসম্যান চার–ছক্কায় এতটাই ভীতি ছড়িয়েছেন যে কেউ কেউ মজা করে বলেন, বোলারদের আরামের ঘুমও হারাম হয়ে গেছে!

অথচ সেই রিজওয়ানকেই টেস্ট সংস্করণে রান পেতে সংগ্রাম করতে হচ্ছে। সর্বশেষ ১২ ইনিংসে ফিফটি নেই। ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সদ্য শেষ হওয়া টেস্ট সিরিজে ২৩.৫ গড়ে করেছেন ১৪১ রান। এর চেয়েও চিন্তার বিষয় রিজওয়ানের আউট হওয়ার ধরন, যার বেশির ভাগই ছিল দৃষ্টিকটু।

টেস্টে ব্যাট হাতে প্রত্যাশা মেটাতে না পারায় শেষ পর্যন্ত দল থেকে বাদই পড়েছেন রিজওয়ান। শহীদ আফ্রিদির নেতৃত্বাধীন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নতুন নির্বাচক কমিটি রিজওয়ানের জায়গায় ফিরিয়ে এনেছে সরফরাজ আহমেদকে। আচমকা পাওয়া সুযোগের কী দারুণ সদ্ব্যবহার করেছেন তিনি।

প্রায় চার বছর পর পাকিস্তানের টেস্ট দলে ফিরেই দারুণ ইনিংস খেলেছেন সরফরাজ
ছবি : পিসিবি

নিউজিল্যান্ডের বিপক্ষে গতকাল থেকে শুরু হওয়া করাচি টেস্টের প্রথম ইনিংসে ১১০ রানে ৪ উইকেট হারিয়ে ফেলেছিল পাকিস্তান। এরপর অধিনায়ক বাবর আজমের সঙ্গে জুটি গড়েন সাবেক অধিনায়ক সরফরাজ। পঞ্চম উইকেট জুটিতে দুজন যোগ করেন ১৯৬ রান।

প্রায় চার বছর পর টেস্ট দলে ফিরেই সরফরাজ উপহার দিয়েছেন ৮৬ রানের ইনিংস। ৩৫ বছর বয়সী সরফরাজ এই ধারাবাহিকতা বজায় রাখলে পাকিস্তানের টেস্ট দলে রিজওয়ানের ব্রাত্য হয়ে পড়া একরকম নিশ্চিত হয়ে পড়বে।

আরও পড়ুন

কিন্তু প্রশ্ন হচ্ছে, সাদা বল আর রঙিন পোশাকে বিধ্বংসী রিজওয়ান লাল বল আর সাদা পোশাকে এমন মলিন কেন? উত্তরটা দিয়েছেন বাসিত আলী। পাকিস্তানের হয়ে ১৯ টেস্ট ও ৫০ ওয়ানডে খেলা সাবেক ব্যাটসম্যানের মতে, রিজওয়ানের জন্য সমস্যার কারণ হয়ে উঠেছে তাঁর ব্যাট।

ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকউইককে ৫২ বছর বয়সী বাসিত বলেছেন, ‘রিজওয়ানের ব্যাটের গ্রিপে সমস্যা আছে। সে তার ব্যাটে “ও” আকৃতির (ইংরেজি বর্ণ O) গ্রিপ লাগিয়েছে, “ভি” (V) আকৃতির নয়। এ কারণে ব্যাটের হাতল দেখতে বেশ লম্বা মনে হচ্ছে এবং সে ঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারছে না। হাতল ছোট করতে হবে। তবেই ওকে ভিন্ন খেলোয়াড় মনে হবে।’

রিজওয়ানকে ব্যাটের হাতলের গ্রিপ পাল্টানোর পরামর্শ দিয়েছেন বাসিত আলী
ছবি : সংগৃহীত

ব্যাটের হাতল কেমন হওয়া উচিত, সে ব্যাপারেও মত দিয়েছেন বাসিত আলী, ‘বেশির ভাগ ব্যাটের হাতলের গ্রিপ “ও” আকৃতির হয়। কিন্তু এটা যদি বেশি লম্বা হয়, তাহলে আপনা–আপনিই ব্যাটসম্যানকে ঝামেলায় ফেলে। সে তার স্বাভাবিক শট খেলতে পারে না। (জিমি) অ্যান্ডারসনের বলে রিজওয়ান মিড উইকেটে ক্যাচ দেওয়ার এটাই কারণ।’

আরও পড়ুন

গ্রিপ পাল্টালে রিজওয়ান টেস্টেও ছন্দে ফিরবেন বলে বিশ্বাস বাসিতের, ‘ওর সবকিছুই ঠিক আছে। শুধু গ্রিপ ছোট করতে হবে। আমি ওকে শুধু পরামর্শ দিতে পারি। মানা–না মানা একান্ত ওর ব্যাপার।’