অনাপত্তিপত্র না নিয়েই বিগ ব্যাশে ডি গ্র্যান্ডহোম, জাতীয় দলে ভবিষ্যৎ অনিশ্চিত

বিগ ব্যাশে নাম লিখিয়েছেন কলিন ডি গ্র্যান্ডহোমএএফপি

বিগ ব্যাশ লিগে ডাক পাওয়ার পর অনিশ্চিত হয়ে পড়েছে কলিন ডি গ্র্যান্ডহোমের নিউজিল্যান্ড ক্যারিয়ার। নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) কেন্দ্রীয় চুক্তিতে থাকা অবস্থায় এ মুহূর্তে বিগ ব্যাশে খেলার অনুমতি নেই ডি গ্র্যান্ডহোমের। তবে গতকাল বিগ ব্যাশের ড্রাফটে অ্যাডিলেড স্ট্রাইকার্স দলে টেনেছে তাঁকে।

ড্রাফটে নিজেদের দ্বিতীয় বাছাই হিসেবে ডি গ্র্যান্ডহোমকে দলে নেন অ্যাডিলেডের প্রধান কোচ জেসন গিলেস্পি। এরপর ডি গ্র্যান্ডহোমকে স্বাগত জানিয়ে টুইটে গিলেস্পি লিখেছেন, ড্রাফট নিয়ে সন্তুষ্ট তাঁরা। তবে ডি গ্র্যান্ডহোম কীভাবে বিগ ব্যাশে দল পেলেন, সেটিই এখনো বুঝে উঠতে পারছে না এনজেডসি। তাদের এক মুখপাত্র ক্রিকইনফোকে জানিয়েছেন, কেন্দ্রীয় চুক্তিতে থাকা অবস্থায় বাইরের লিগে খেলতে গেলে যে অনাপত্তিপত্র প্রয়োজন পড়ে, ডি গ্র্যান্ডহোম সেটি নেননি।

আরও পড়ুন

প্রাথমিকভাবে ড্রাফটের জন্য যে ৩৩২ জন খেলোয়াড়ের তালিকা ছিল, ডি গ্র্যান্ডহোমের নাম ছিল না সেটিতেও। তবে ক্রিকইনফো বলছে, শেষ সময়ের আগে নিজের নাম ড্রাফটে তোলেন নিউজিল্যান্ড অলরাউন্ডার। তবে চূড়ান্ত কাগজপত্র ঠিক হয়নি বলে ক্রিকেট অস্ট্রেলিয়া তাঁর নাম ড্রাফটের আগে প্রকাশ করতে পারেনি।

শেষ পর্যন্ত বিগ ব্যাশ বা নিউজিল্যান্ডের হয়ে খেলা—এ দুটির মধ্যে ডি গ্র্যান্ডহোমকে একটি বেছে নিতে হবে
শামসুল হক

এনজেডসির কেন্দ্রীয় চুক্তির নিয়ম অনুযায়ী, চুক্তিবদ্ধ সব ক্রিকেটারকে জাতীয় দল ও ঘরোয়া টুর্নামেন্টে খেলার জন্য প্রস্তুত থাকতে হয়। ডিসেম্বর-জানুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে তাদের মাটিতে দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলার কথা আছে নিউজিল্যান্ডের। এ ছাড়া সাধারণত জানুয়ারিতে হয় নিউজিল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি লিগ সুপার স্ম্যাশ। চুক্তি অনুযায়ী, ফিট থাকলে এ দুটির জন্যই ডি গ্র্যান্ডহোমকে বিবেচনা করার কথা। ওই সময়ের মধ্যেই হতে যাওয়া বিগ ব্যাশে তাই খেলার সুযোগ নেই তাঁর।

আরও পড়ুন

সাধারণত ক্রিকেটারদের সংস্থার সঙ্গে সমঝোতার ভিত্তিতে শুধু আইপিএলের জন্য কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের বার্ষিক একটি ছুটি দেয় এনজেডসি। তবে এর জন্যও প্রয়োজন হয় অনাপত্তিপত্রের।

এমনিতে গত জুনে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে চোটে পড়ার পর থেকে মাঠের বাইরে আছেন নিউজিল্যান্ডের হয়ে এখন পর্যন্ত ২৯টি টেস্ট, ৪৫টি ওয়ানডে ও ৪১টি টি-টোয়েন্টি খেলা ডি গ্র্যান্ডহোম। নিউজিল্যান্ড ক্রিকেট প্লেয়ারস অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী হিথ মিলস বলেছেন, বিগ ব্যাশে দল পেয়ে যাবেন, এমন ভাবতে পারেননি গ্র্যান্ডহোম নিজেও। অবশ্য এতে যে গ্র্যান্ডহোম খুশি হয়েছেন, সেটিও জানিয়েছেন তিনি।

তবে একজনের জন্য নিয়ম বদলাবে না, সেটিও জানিয়েছেন মিলস, ‘কলিন এনজেডসির কেন্দ্রীয় চুক্তিবদ্ধ ক্রিকেটার, এটা উল্লেখ করাটা গুরুত্বপূর্ণ। কোনো খেলোয়াড়ই একপক্ষীয়ভাবে শর্ত ভঙ্গ করতে পারে না। এ মুহূর্তে সে অমন কিছু বলছেও না।’

আরও পড়ুন

তবে শেষ পর্যন্ত বিগ ব্যাশ বা নিউজিল্যান্ডের হয়ে খেলা—এ দুটির মধ্যে ডি গ্র্যান্ডহোমকে একটি বেছে নিতে হবে। আপাতত তাঁর সঙ্গে বসে আলোচনা করার কথা জানিয়েছেন মিলস। তবে কী করতে যাচ্ছেন, এ ব্যাপারে এখনো খোলাসা করেননি ডি গ্র্যান্ডহোম।

সম্প্রতি পরিবারকে সময় দেওয়ার কথা বলে বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন নিউজিল্যান্ড ফাস্ট বোলার ট্রেন্ট বোল্ট। বিগ ব্যাশ লিগে তাঁকে দলে টেনেছে মেলবোর্ন স্টার্স। কেন্দ্রীয় চুক্তি থেকে নিজেকে সরিয়ে নিলেও ওয়েস্ট ইন্ডিজ সফরের দলে ছিলেন বোল্ট। সামনের টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলার কথা আছে তাঁর। অবশ্য বোল্টের এমন সিদ্ধান্ত অন্যদেরও সে পথে হাঁটতে উৎসাহিত করবে, এমন মনে করেন না মিলস।