ক্যারিয়ারের মধ্যগগনে থাকতে রিয়াল মাদ্রিদে খেলেছেন পর্তুগালের সাবেক ডিফেন্ডার ফাবিও কোয়েন্ত্রাও। ২০১১ থেকে ২০১৮—এই সাত বছর রিয়ালে খেলার পর কোয়েন্ত্রাও ফিরে যান পেশাদার ফুটবলে নিজের প্রথম ক্লাব রিও আভেতে। পর্তুগালের ক্লাবটিতে দুটি মৌসুম খেলে গত বছর ফুটবলকে বিদায় বলে দেন বেনফিকার সাবেক ফুটবলার।

রিয়ালের হয়ে দুটি করে চ্যাম্পিয়নস লিগ ও লা লিগা জেতা ডিফেন্ডার ফুটবল ছেড়ে শুরু করেন সমুদ্রে মাছ ধরার কাজ। ফুটবল ছেড়ে মৎস্যজীবী হয়ে ওঠা কোয়েন্ত্রাও অবসরের এক বছর পর খবর পেলেন—রিও আভেতে থাকতে একটি ঘটনার কারণে পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিএফ) তাঁকে নিষেধাজ্ঞা দিয়েছে এবং জরিমানাও করেছে।

আরও পড়ুন

রিয়াল জিতছে মাঠে, পেরেজের লড়াই চলছে ‘বার্নাব্যু’র সঙ্গে

গত বছরের এপ্রিলে পর্তুগালের দ্বিতীয় বিভাগ ফুটবল প্রতিযোগিতায় বোয়াভিস্তার বিপক্ষে ম্যাচ শেষে অখেলোয়াড়সুলভ আচরণ করেছিলেন কোয়েন্ত্রাও। সেই ঘটনার জন্য এফপিএফ তাঁকে এক ম্যাচ নিষিদ্ধ করেছে এবং ৮৫০ ইউরো জরিমানা করেছে। মজার ব্যাপার হলো, শাস্তির এই ঘোষণা এসেছে ঘটনার ৪৮৬ দিন পর। এর মধ্যে তো তিনি ফুটবল ছেড়ে অন্য পেশায়ই চলে গেছেন!

সমুদ্রে বোট নিয়ে মাছ শিকার করতে যাওয়াটা কোয়েন্ত্রাওয়ের ক্ষেত্রে নতুন কিছু নয়
ইনস্টাগ্রাম

অন্য পেশা, মানে মৎস্যজীবী হয়ে যাওয়া নিয়ে ৩৪ বছর বয়সী কোয়েন্ত্রাও বলেছেন, ‘এটা অন্য পেশার মতোই। শুধু এটাই নয়, সমুদ্র সুন্দর এবং এটা আমাদের প্রয়োজন আছে।’ সমুদ্রে মাছ ধরার জীবনটা খুব ভালোও লাগে কোয়েন্ত্রাওয়ের, ‘অনেক মানুষ যেমনটা ভাবে, বিষয়টি তেমন নয়। সমুদ্রের জীবন লজ্জার নয়।’

আরও পড়ুন

বেনজেমার হাতে ব্যালন ডি’অর দেখছেন আনচেলত্তি

সমুদ্রে বোট নিয়ে মাছ শিকার করতে যাওয়াটা কোয়েন্ত্রাওয়ের ক্ষেত্রে নতুন কিছু নয়। এটা তাঁদের পারিবারিক পেশাই। কোয়েন্ত্রাও বলেছেন, ‘আমার বাবার একটি নৌকা ছিল। তিনি মাছ ধরতেন। ছোটবেলায় আমিও তাঁর সঙ্গে মাছ ধরতে যেতাম।’

কোয়েন্ত্রাও তাঁর কথা শেষ করেছেন এই বলে, ‘নিশ্চিত করেই আমি জানতাম যে একদিন ফুটবল খেলা ছাড়তে হবে। জীবনে নতুন কিছু করতে হবে। আর এই নৌকাই আমার আনন্দ। আমি আসলে এভাবেই জীবন যাপন করতে চেয়েছি।’

আরও পড়ুন

বেনজেমার মাইলফলকের রাতে সুপার কাপ রিয়ালের