বিশ্বকাপজয়ী লামের চোখে বুন্দেসলিগার সেরা কে

২০১৪ বিশ্বকাপজয়ী জার্মান অধিনায়ক ফিলিপ লামফাইল ছবি

দেখতে দেখতে গ্রেগরিয়ান বর্ষপঞ্জি থেকে হারিয়ে যেতে বসেছে আরেকটি বছর। তবে ২০২২ সালকে ফুটবল বিশ্ব অনেক কারণে মনে রাখবে। এ বছরই বিশ্বকাপ জিতে বর্ণাঢ্য ক্যারিয়ারের একমাত্র অপ্রাপ্তি ঘুচিয়েছেন লিওনেল মেসি। ইউরোপীয় ক্লাব মৌসুমের মাঝপথে বিশ্বকাপ হয়েছে এবারই প্রথম।

এ বছর যেমন অনেক তারকা খেলোয়াড়ের শেষের শুরু দেখিয়েছে, আবার ভবিষ্যতের তারকদেরও নতুন করে পরিচয় করিয়ে দিয়েছে। সে রকমই দুই উদীয়মান ফুটবলার জুড বেলিংহাম ও জামাল মুসিয়ালা। দুজন আবার খেলেন জার্মানির চিরপ্রতিদ্বন্দ্বী দুই ক্লাবে। ইংলিশ মিডফিল্ডার বেলিংহাম বরুসিয়া ডর্টমুন্ডে আর জার্মান অ্যাটাকিং মিডফিল্ডার মুসিয়ালা বায়ার্ন মিউনিখে। বিশ্বকাপেও তাঁরা ঝলক দেখিয়েছেন। যদিও দলকে বেশি দূর টেনে নিতে পারেননি। তবে তাঁদের খেলায় মুগ্ধ সাধারণ ফুটবলপ্রেমী থেকে শুরু করে কিংবদন্তি ফুটবলাররাও। এ তালিকায় আছেন ফিলিপ লাম।

জার্মানির ২০১৪ বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক লাম সম্প্রতি বুন্দেসলিগা ওয়েবসাইটে সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে তাঁর কাছে জানতে চাওয়া হয়, ২০২২ সালে বুন্দেসলিগার সেরা খেলোয়াড় কে? উত্তরে সর্বজয়ী বায়ার্ন ডিফেন্ডার বেছে নিয়েছেন প্রতিদ্বন্দ্বী ক্লাব ডর্টমুন্ডের বেলিংহামকে, ‘বর্ষসেরা খেলোয়াড় বেছে নেওয়া সব সময়ই কঠিন। সেরা খেলোয়াড় বেছে নিতে হলে বিশ্বকাপের পারফরম্যান্সকেও বিবেচনা করতে হবে। আমার চোখে, এ বছর বুন্দেসলিগার সেরা খেলোয়াড় জুড বেলিংহাম। সে খুব অল্প সময়ে ব্যাপক উন্নতি করেছে। এই মুহূর্তে সে বরুসিয়া ডর্টমুন্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়।’

জুড বেলিংহাম আছেন দুর্দান্ত ছন্দে
ছবি : এএফপি

দেড় দশক বায়ার্নের রক্ষণভাগ আগলে রাখা লাম বুন্দেসলিগার দ্বিতীয় সেরা খেলোয়াড় হিসেবে বেছে নিয়েছেন উত্তরসূরি মুসিয়ালাকে। বলেছেন, ‘মুসিয়ালা এ মৌসুমে প্রায় প্রতিটি ম্যাচেই বায়ার্নের হয়ে অবদান রাখছে। বিশ্বকাপে খেলা তিন ম্যাচেও দারুণ করেছে। বেলিংহাম আর মুসিয়ালা ছাড়া বাকিদের কিছুটা সংগ্রাম করতে দেখেছি।’

আরও পড়ুন

বুন্দেসলিগায় গত মৌসুমে সেরা খেলোয়াড় হয়েছিলেন ক্রিস্টোফার এনকুনকু। তবে আরবি লাইপজিপের এ ফরোয়ার্ডকে এবার চোটের সঙ্গে লড়াই করতে হচ্ছে। ওদিকে আর্লিং হলান্ড ডর্টমুন্ড ছেড়ে যোগ দিয়েছেন ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিতে। রবার্ট লেভানডফস্কি বায়ার্নকে বিদায় বলে নাম লিখিয়েছেন স্প্যানিশ পরাশক্তি বার্সেলোনায়। এ ব্যাপারগুলোই বুন্দেসলিগায় বেলিংহাম ও মুসিয়ালাকে পাদপ্রদীপের আলোয় নিয়ে আসতে সহায়তা করেছে বলে মনে করেন লাম।

মুসিয়ালাকে ভবিষ্যতের তারকা ভাবা হচ্ছে
ছবি : এএফপি

কাতার বিশ্বকাপ শেষ হওয়ার এক সপ্তাহ পেরোতেই মাঠে গড়িয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগ। তবে বুন্দেসলিগায় বিরতিটা অনেক লম্বা। জার্মানির শীর্ষ ঘরোয়া আসর শুরু হবে ২১ জানুয়ারি থেকে। খেলোয়াড়েরাও তাই লম্বা ছুটি পেয়েছেন।

আরও পড়ুন

বেলিংহাম এই মুহূর্তে আছেন নিজ দেশ ইংল্যান্ডে। কদিন আগে ইংলিশ ঘরোয়া ফুটবলের দ্বিতীয় স্তরের একটি ম্যাচ মাঠে বসে উপভোগ করেছেন। আগামী মৌসুমে তাঁকে হয়তো দেশের ক্লাবেই দেখা যাবে। গ্রীষ্মকালীন দলবদলে তাঁকে পেতে এখন থেকেই উঠেপড়ে লেগেছে লিভারপুল। ১৯ বছর বয়সী মিডফিল্ডারকে দলে টানার দৌড়ে আছে চেলসি, ম্যানচেস্টার সিটি এমনকি রিয়াল মাদ্রিদও।