ভিন্ন ভূমিকায় মিরাজ, সাক্ষাৎকার নিলেন সতীর্থদের

উপস্থাপকের ভূমিকায় মিরাজভিডিও থেকে নেওয়া

তিনি অলরাউন্ডার। অলরাউন্ডার শব্দটার একটা বাড়তি দায় আছে। সবকিছুতে পারদর্শী হতে হয়। বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ দেখালেন তিনি অলরাউন্ডার হতে প্রস্তুত, সেটা মাঠের বাইরেও।

গতকাল শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ জয় নিশ্চিতের পর উপস্থাপকের ভূমিকায় হাজির হয়েছিলেন এই ক্রিকেটার। সাক্ষাৎকার নিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, তানজিদ হাসানের। মিরাজের কাছে ক্রিকেটাররা সিরিজ জয়ের অনুভূতি ব্যক্ত করেছেন। তাঁরা কথা বলেছেন রিশাদের ১৮ বলে অপরাজিত ৪৮ রানের অসাধারণ ইনিংস নিয়েও।

গতকাল রাতে বিসিবি প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, মিরাজ সবার আগে কথা বলতে যান মাহমুদউল্লাহর সঙ্গে। মাহমুদউল্লাহ তখন মিরাজের কাছ থেকে মাইক্রোফোন কেড়ে নিয়ে তাঁরই অনুভূতি জানতে চেয়েছেন।

মিরাজ বলছিলেন, ‘সিরিজ জেতায় খুব ভালো লাগছে। যেভাবে রিশাদ শেষ করেছে, ওর জন্য আরও বেশি ভালো লেগেছে।’ এরপর আবার উপস্থাপকের ভূমিকায় ফেরেন মিরাজ। তাঁর কাছে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে মাহমুদউল্লাহর মুখেও শোনা যায় রিশাদের প্রশংসা, ‘খুবই ভালো লাগছে। রিশাদের ছক্কাগুলো দেখে আরও ভালো লাগছে।’

আরও পড়ুন

এরপর গতকালের ম্যাচসেরা রিশাদের কাছে যান মিরাজ। ১৮ বলে অপরাজিত ৪৮ রানের ইনিংসটি খেলার সময় রিশাদের ভাবনা কী ছিল, এই প্রশ্নে রিশাদ বলেছেন, ‘আমি চিন্তা করেছি, আক্রমণ করলেই বোধ হয় ভালো হবে। মুশফিক ভাইকে বলছিলাম, আমি আক্রমণে যাচ্ছি, আপনি তো আছেনই।’ পেসার তাসকিন আহমেদ বলেছেন, ‘সব মিলিয়ে আজকে আমরা ভালো ক্রিকেট খেলেছি। শুরুটা ভালো ছিল, শেষটাও ভালো করেছি।’

১৮ বলে ৪৮ রানের অসাধারণ ইনিংস খেলেছেন রিশাদ হোসেন
শামসুল হক

গতকাল রিশাদ যেমন বাংলাদেশের ব্যাটিং ইনিংসের শেষটা টানেন, তেমনি দারুণভাবে শুরু করেন ওপেনার তানজিদ হাসান। যিনি আবার এই ম্যাচের একাদশেই ছিলেন না। ব্যাটিংয়ে নেমেছেন সৌম্যর কনকাশন (মাথায় আঘাতজনিত সমস্যা) বদলি হিসেবে। বাংলাদেশ ইনিংসের ৪৯তম ওভারের শেষ বলে বাউন্ডারি আটকাতে গিয়ে চোট পান সৌম্য। সৌম্যর জায়গায় সুযোগ পেয়ে তানজিদ করেছেন ৮১ বলে ৮৪ রান। নিজের ইনিংস নিয়ে তানজিদ বলেছেন, ‘আমি ভাগ্যবান ছিলাম। লাঞ্চ করছিলাম, তখন কোচ এসে আমাকে বললেন, ব্যাটিং করতে হবে। যখন বলেছেন, তখনই ভেবেছি ইতিবাচক ক্রিকেট খেলব, ভালো অবদান রাখতে পারি। এই একটা জিনিসই মাথায় ছিল।’

আরও পড়ুন