আবাহনী–মোহামেডানের সুপার সিক্স শুরু বড় জয়ে

বড় জয় পেয়েছে আবাহনীসংগৃহীত

গ্রিন ডেল্টা প্রিমিয়ার হকি লিগের সুপার সিক্সে নিজেদের প্রথম ম্যাচেই বড় ব্যবধানে জিতেছে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। মওলানা ভাসানী হকি স্টেডিয়াম আবাহনী বাংলাদেশ পুলিশকে হারিয়েছে ৭–০ গোলে। অ্যাজাক্স এসসির বিপক্ষে মোহামেডানের জয় ৯–২ গোলে।

আবাহনীর ৭–০ গোলের জয়ে জোড়া গোল করেছেন রোমান সরকার। এ ছাড়া গোল করেছেন আশরাফুল ইসলাম, রেজাউল করিম ও ভারতীয় শিলানন্দ লারকা, ভেঙ্কটেশ ডি কেচ ও আফফান ইউসুফ।

আরও পড়ুন

প্রথম কোয়ার্টার ছিল গোলশূন্য। দ্বিতীয় কোয়ার্টারের ১৯ মিনিটে রোমান সরকার ফিল্ড গোলে এগিয়ে যায় আবাহনীকে। পরের মিনিটেই পেনাল্টি কর্নার থেকে গোল করেন আশরাফুল ইসলাম। তৃতীয় কোয়ার্টারে পুলিশ বেশ ভালো খেলেছে। বেশ কয়েকটি পেনাল্টি কর্নারও আদায় করে নেয় তারা। কিন্তু গোল করতে পারেনি। ৪২ মিনিটে ৩–০ করেন শিলানন্দ। চতুর্থ কোয়ার্টারে আবাহনী পেয়েছে চার গোল। রেজাউল করিম, রোমান সরকার ও ভেঙ্কটেশ আর আফফান গোল করেন।

অ্যাজাক্সের পোস্টে গোলবন্যা বইয়ে দিয়েছে মোহামেডান। যদিও অ্যাজাক্সই খেলার দ্বিতীয় মিনিটে ১–০ গোলে এগিয়ে গিয়েছিল। গোল করেন অ্যাজাক্সের শিমুল খান। ১১ মিনিটে সমতা ফেরান মোহামেডানের মালয়েশিয়ান খেলোয়াড় ফিতফি বিন সারি।

হকিদে বড় জয় পেয়েছে আবাহনী
সংগৃহীত

মোহামেডান এর পরের পাঁচটি গোল পায় যথাক্রমে ১৪, ২২, ২৭, ৩৯ ও ৪৩ মিনিটে। হ্যাটট্রিক করেন আরেক মালয়েশিয়ান ফয়সাল বিন সারি। তিনি ২২, ২৭ ও ৩৯ মিনিটে তিনটি গোল করেন। এর আগে ১৪ মিনিটে গোল করেন দ্বীন ইসলাম। ৪৩ মিনিটে গোল পান তৃতীয় মালয়েশিয়ান ফয়েজ হেলমি বিন জালি।

আরও পড়ুন

৬–১ গোল এগিয়ে যাওয়ার পর অ্যাজাক্সের আর করার কিছুই ছিল না। ৪৪ ও ৫১ মিনিটে স্কোরলাইন ৮–১ করেন যথাক্রমে শহীদুল হক সৈকত ও  মেহেদী হাসান অভি। ৫৩ মিনিটে অ্যাজাক্সের সিলহেইবা লিশাম ব্যবধান কমান (৮–২)। ৫৮ মিনিটে মোহামেডানকে নবম গোল উপহার দেন অধিনায়ক রাসেল মাহমুদ জিমি।