আড়াই ঘণ্টার ম্যাচে মেরিনার্সকে হারাল মোহামেডান

জয়ের পর মোহামেডানের উল্লাসপ্রথম আলো

হকি লিগের ম্যাচ মানেই যেন বিতর্ক। প্রতি ম্যাচেই কোনো না কোনো ঘটনা বিতর্ক ছড়াচ্ছে। বিলম্বিত হচ্ছে ম্যাচ। এক ঘণ্টার খেলা গড়ায় দুই–আড়াই ঘণ্টায়।

আজ মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল মেরিনার ইয়াংস ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। নানা কারণে বিলম্বিত হওয়া এ ম্যাচে শেষ পর্যন্ত মেরিনার্সকে ৩–২ গোলে হারিয়েছে মোহামেডান। বেলা তিনটায় শুরু হওয়া ম্যাচটি শেষ হয়েছে সাড়ে পাঁচটার কিছু সময় পর। ম্যাচটি জিতে প্রিমিয়ার লিগ পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে মোহামেডান।

প্রিমিয়ার লিগে প্রথম পর্বে এ পর্যন্ত প্রতিটি দলই খেলে ফেলেছে ৯টি করে ম্যাচ। ২৫ পয়েন্ট নিয়ে সবার ওপরে আবাহনী। মোহামেডান ২৩ পয়েন্ট নিয়ে দুইয়ে। তৃতীয় স্থানে ঊষা ক্রীড়া চক্র, তাদের পয়েন্ট ২২। মেরিনার্স ৮ পয়েন্ট নষ্ট করে দাঁড়িয়ে চতুর্থ স্থানে। তাদের পয়েন্ট ১৯। প্রথম পর্বে শেষ ম্যাচে মেরিনার্সের প্রতিপক্ষ আবাহনী। ৩ এপ্রিল অনুষ্ঠিত হবে ম্যাচটি। সেটি জিতলে শিরোপার লড়াইয়ে আবারও ফিরতে পারবে মেরিনার্স। হেরে গেলে বর্তমান চ্যাম্পিয়নদের শিরোপা জয় অনেকটাই অসম্ভব হয়ে পড়বে।

মোহামেডান–মেরিনার্স ম্যাচ বন্ধ হয়েছে বারবার
বাংলাদেশ হকি ফেডারেশন

ম্যাচের প্রথম কোয়ার্টারে মোহামেডান ১–০ গোলে এগিয়ে ছিল। ১১ মিনিটে দারুণ এক ফিল্ড গোলে দলকে এগিয়ে দেন দ্বীন ইসলাম। আগের ম্যাচেই আবাহনীর সঙ্গে ১–১ গোলে ড্র করে মোহামেডান। দ্বিতীয় কোয়ার্টারে মেরিনার্স সমতায় ফেরে ফজলে রাব্বির গোলে। তৃতীয় কোয়ার্টারে মেরিনার্সই এগিয়ে গিয়েছিল ২–১ গোলে। ৩৯ মিনিটে গোলটি করেন আবেদ উদ্দিন।

আরও পড়ুন

এর ৩ মিনিট পরই মালয়েশিয়ান ফয়সাল বিন সারির গোলে সমতায় ফেরে মোহামেডান। ৫৪ মিনিটে রাসেল মাহমুদ জিমির বানিয়ে দেওয়া দারুণ এক বলে গোল করে আমিরুল ইসলাম মোহামেডানকে এগিয়ে দেন ৩–২ গোলে।

ম্যাচটি ছিল ঘটনাবহুল। আম্পায়ারের কয়েকটি সিদ্ধান্তে বারবার বন্ধ হয়েছে ম্যাচ। তবে আজকের ম্যাচে খেলোয়াড়দের চেয়ে কর্মকর্তাদের উত্তেজনা বেশি দেখা গেছে। বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে দুই দলের ডাগআউট বিতণ্ডায় জড়িয়েছে বারবার। তৃতীয় কোয়ার্টার ৩৫ মিনিট আর চতুর্থ কোয়ার্টার গড়ায় ৫৫ মিনিটে। তবে এসব ঘটনা বাদ দিলে হকি স্টেডিয়ামে উপস্থিত দর্শকেরা মোটামুটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলাই উপভোগ করেছেন। ৩ এপ্রিল মোহামেডানের পরের ম্যাচ বাংলাদেশ এসসির বিপক্ষে।

আরও পড়ুন