হকি খেলোয়াড়দের ‘ঈদের আনন্দ’, সঙ্গে কিছু আক্ষেপও

২৭ মাস পর ক্লাব কাপ দিয়ে আজ মাঠে গড়িয়েছে ঘরোয়া হকিপ্রথম আলো

নীরবতা ভেঙে মওলানা ভাসানী স্টেডিয়াম কিছুটা জেগে উঠেছে। খেলোয়াড়, কর্মকর্তাদের উপস্থিতিতে আবার সরব হয়ে উঠেছে দেশের হকির তীর্থস্থান। ২৭ মাস পর ক্লাব কাপ দিয়ে আজ মাঠে গড়িয়েছে ঘরোয়া হকি। প্রিমিয়ার লিগের ১২ দলের ৬টি খেলছে এই টুর্নামেন্টে। উদ্বোধনী অনুষ্ঠানটা হয়েছে বেশ জাঁকজমকপূর্ণভাবে। যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান ছিলেন প্রধান অতিথি হিসেবে।

জাঁকজমকপূর্ণভাবে। যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান ছিলেন প্রধান অতিথি হিসেবে।
নাজমুল হাসান কোনো অনুষ্ঠানে যাওয়া মানে সংবাদমাধ্যমের বাড়তি আগ্রহ। তিনি কী বলেন, সেটাও থাকে আগ্রহের কেন্দ্রে। মন্ত্রীর কাছে হকি ফেডারেশন একটি ইনডোর স্টেডিয়াম চেয়েছে। মন্ত্রী সেটি দেওয়া যায় কি না, সেই সম্ভাব্যতা খতিয়ে দেখছেন বলে জানান।

মন্ত্রী ক্লাব কাপ হকির উদ্বোধন ঘোষণা করতেই বেলুন, কবুতর ওড়ানো তো হয়েছেই, স্টেডিয়ামে বাজিও ফোটানো হয়েছে। ঘরোয়া হকির কোনো উদ্বোধনীতে বাজি ফোটানো ব্যতিক্রমী ঘটনাই। মনেই হয়নি এ দেশে ২৭ মাস ঘরোয়া হকি ছিল না। সর্বশেষ ২০২১ সালের নভেম্বরে হয়েছিল, সেটিও ৪০ মাস পর।

আরও পড়ুন
উদ্বোধনী অনুষ্ঠানটা হয়েছে বেশ জাঁকজমকপূর্ণভাবে। যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান ছিলেন প্রধান অতিথি হিসেবে
প্রথম আলো

দীর্ঘদিন ঘরোয়া হকি না থাকায় এর প্রভাব পড়েছে খেলায়ও। দিনের প্রথম ম্যাচে অ্যাজাক্সকে ৫-১ গোলে হারিয়ে আবাহনীর কোচ হেদায়েতুল ইসলাম বললেন, ‘খেলায় লম্বা বিরতি পড়ায় খেলোয়াড়দের ফিটনেস ঘাটতি চোখে পড়েছে। স্ট্রিক বলে যে কন্ট্রোল আরও থাকার কথা, দ্রুত পাস হওয়ার কথা। অনেক দিন খেলা না থাকায় এখানে সমস্যা হয়েছে বেশ। ফিনিশিংয়েও কিছু সমস্যা হয়েছে।’

তবে একটা ইতিবাচক দিকও দেখছেন জাতীয় দলের সাবেক এই খেলোয়াড়, ‘আমরা আগে লিফটিং করে খেলতে পারতাম না। এখন আমাদের অনেক খেলোয়াড় থ্রি ডি করে (স্ট্রিকে বল লিফট করে খেলা) খেলতে পারছে। পুরো বিশ্বেই এটা চলে। আমরাই শুধু পারতাম না।’

আবাহনীতে ফিরে প্রথম ম্যাচে দুই গোল করা ডিফেন্ডার আশরাফুল ইসলামের আকুতি মাঠে যেন খেলাটা থাকে। বললেন, ‘মাঠে যদি খেলা থাকে, তাহলেই হকি খেলোয়াড় বাড়বে। তৃণমূলের যে খেলোয়াড়েরা আছে, তাদেরও হকির প্রতি আগ্রহ থাকবে। এখন হকি মাঠে যদি খেলাই না থাকে, তাহলে আপনি খেলোয়াড় পাবেন কোথায়? শুধু বিকেএসপি দিয়ে তো আর বিশ্বকাপের স্বপ্ন দেখতে পারেন না।’

আবাহনীর আরেক খেলোয়াড় নাইম উদ্দিন বলেন, ‘আমরা যারা খেলোয়াড় আছি, সবারই খেলতে খুবই ভালো লাগে। খেলা প্রতিদিন হলে সেটা তো আমাদের জন্য ঈদের মতো। কিন্তু দেখা যায় অনেক দিন পর পর খেলা হয়। খারাপ লাগে। তবে খেলাটা নিয়মিত হলে আমাদের সবার জন্য সেটা আনন্দের।’

আরও পড়ুন
আবাহনী ও অ্যাজাক্স ম্যাচ দিয়ে শুরু হয়েছে ঘরোয়া হকি
প্রথম আলো

দীর্ঘদিন ঘরোয়া হকি না থাকায় খেলোয়াড়দের ফিটনেস সমস্যার বিষয়টি চোখে পড়েছে নাঈমেরও, ‘২৭ মাস পর আমরা মাঠে নেমেছি। ফিটনেসের সমস্যা থাকেই। অনেক কম সময়ের মধ্যে শুরু করা হয়েছে টুর্নামেন্টটা। এটা যদি একটু পরিকল্পনার মাধ্যমে করে, তাহলে ভালো হয়। অনেক খেলোয়াড় আছে, যারা দল পাচ্ছে না বা যে পরিমাণ টাকা তারা পাচ্ছে, খুবই অপমানজনক সেটা। খুবই লজ্জাজনক এটা।’

জাতীয় দলের সাবেক ডিফেন্ডার ইমরান হাসান (পিন্টু) অ্যাজাক্সে খেলছেন। ম্যাচে শেষে বললেন, ‘অনেক দিন খেলা না থাকার কারণে আমাদের নিজেদের যে আত্মবিশ্বাস, সেটায় অনেক বড় সমস্যা হয়েছে। আমরা যখন নিয়মিত খেলতে থাকি, তখন সবার আত্মবিশ্বাস অনেক ভালো থাকে। এখন দেখা যাচ্ছে কিছুটা নতুন নিয়মে খেলতে গেলে, পুরোনো-নতুন সবাই আত্মবিশ্বাসহীনতায় ভুগতে থাকি। সিনিয়ররা ভুগি, জুনিয়ররাও ভোগে।’ হতাশার কথাও বললেন ইমরান, ‘নিজের প্রতি আত্মবিশ্বাস আর ফিটনেস, এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। লক্ষ্য ছাড়া কোনো কিছু হয় না। আমাদের কোনো লক্ষ্য নেই। আমাদের খেলা গলির মতো বা অ্যামেচার হয়ে গেছে।’

২০২৩ সালে বিকেএসপি থেকে বের হয়ে এই প্রথম দেশের শীর্ষ হকিতে খেলছেন রাজ্জাকুল আলম। অ্যাজাক্সের হয়ে প্রথম দিন খেলে কেমন লেগেছে জানতে চাইলে বলেন, ‘প্রথম কোনো কিছু ফিল হয়নি। কিন্তু যে খেলাটা ভালো লাগে, ভালোবাসি, সেই খেলাটাকে তো কোনো দিনও ছাড়তে পারব না। এ কারণেই খেলাটাকে ধরে রাখা।’

আরও পড়ুন