থাইল্যান্ডকে উড়িয়ে টানা চতুর্থ ফাইনালে বাংলাদেশ

ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশের উদ্‌যাপনশামসুল হক

২০২১ সালে শুরু বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের প্রথম তিন আসরেই চ্যাম্পিয়ন স্বাগিতক বাংলাদেশ। বাংলাদেশের ভালো সম্ভাবনা আছে ঢাকায় চলমান চতুর্থ আসরেও। সেই লক্ষ্য পূরণে টানা চতুর্থ টুর্নামেন্টের ফাইনালেও পৌঁছে গেছে লাল–সবুজ জার্সিধারীরা।

মিরপুর ইনডোর স্টেডিয়ামে আজ চতুর্থ বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডির সেমিফাইনালে বাংলাদেশের সামনে দাঁড়াতেই পারেনি থাইল্যান্ড। প্রথমার্ধে ২৩-৮ পয়েন্টে এগিয়ে থাকা আবদুল জলিলের দল শেষ পর্যন্ত ৩টি লোনাসহ জয়ের ব্যবধান নিয়ে গেছে ৪১-১৮ পয়েন্টে।

আরও পড়ুন

আগামীকাল টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হবে নেপাল অথবা কেনিয়া। আজ একই ভেন্যুতে দ্বিতীয় সেমিতে মুখোমুখি হয়েছে এই দুই দল। এ প্রতিবেদন লেখা পর্যন্ত কেনিয়া ১২-২ পয়েন্টে এগিয়ে ছিল। কেনিয়াকে এর আগে প্রথম দুই টুর্নামেন্টের ফাইনালে হারিয়েছিল বাংলাদেশ। গতবার বাংলাদেশ ফাইনালে জেতে চায়নিজ তাইপেকে হারিয়ে।

মিরপুর ইনডোর স্টেডিয়ামে ১২টি দলকে দুই গ্রুপে ভাগ করে টুর্নামেন্ট শুরু হয়েছে গত ২৬ মে। প্রতিদিন বেশ জমজমাট লড়াইই হচ্ছে। বাংলাদেশের ম্যাচে স্বাভাবিকভাবেই বাড়তি উদ্দীপনা দেখা যায়। ইনডোরের সাজসজ্জায়ও রঙের বাহার। কয়েক হাজার দর্শক আসেন খেলা দেখতে। আজ তো খেলা দেখতে এলেছিলেন অভিনেতা চঞ্চল চৌধুরীও।

কাবাডি ম্যাচ দেখতে গিয়েছিলেন অভিনেতা চঞ্চল চৌধুরী
শামসুল হক

ম্যাচের প্রথম রেইডেই অধিনায়ক আরদুজ্জামান মুন্সি চার পয়েন্ট আনেন। তাতে শুরুতে ম্যচের গতি বাংলাদেশের হাতে চলে আসে। আরদুজ্জামান মোট এনেছেন ১১ পয়েন্ট। এবারের টুর্নামেন্টে দ্বিতীয়বারের মতো ম্যাচসেরাও হয়েছেন বাংলাদেশ অধিনায়ক। রক্ষণে রোমান হোসেন খুবই ভালো খেলেছেন। থাইল্যান্ডের বেশ কয়েকজন খেলায়াড়কে তিনি আটকেছেন, যা অন্য ডিফেন্ডারদের উজ্জ্বীবিত করেছে।

রেইডাররাও এতে অনুপ্রাণিত হয়েছেন, যার ফলে বাংলাদেশ খুব সহজেই ম্যাচ বের করে নেয়। দ্বিতীয়ার্ধে ম্যাচ ছিল পুরোপুরি বাংলাদেশের নিয়ন্ত্রণে। নিশ্চিত জয় আসছে দেখে রেইডাররা খুব একটা ঝুঁকি নেননি। ডিফেন্ডাররাও চাপমুক্ত থেকে খেলেছেন। এ নিয়ে চলতি টুর্নামেন্টে এখন পর্যন্ত অপরাজিত বাংলাদেশ ষষ্ঠ জয় তুলে নিল হেসেখেলে, গ্রুপের ৫টিই ম্যাচই জিতে হয়েছে গ্রুপ সেরা।

আরও পড়ুন

প্রেসবক্সে বসে খেলা দেখছিলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাসুদ করিম। বাংলাদেশ দলের খেলায় তিনি খুব খুশি। প্রথম আলোকে বলেন, ‘বিশ্বাস ছিল, সহজেই বাংলাদেশ জিতবে। তবে এত সহজে জিতবে, এটা ভাবিনি। কারণ, হাজার হোক, সেমিফাইনাল তো। গত তিন আসরের চেয়ে বাংলাদেশের এবারের দলটি ভালো। আশা করি, চ্যাম্পিয়নও হবে।’

অনেকটাই নতুন থাইল্যান্ড দলের কোচ ভারতের প্রো কাবাডির পাটনা পাইরাইটসের প্রধান কোচ রবি শেঠি। অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যেই মূলত তাঁদের বাংলাদেশে আসা। বাংলাদেশের কাছে বড় ব্যবধানে হারলেও থাই তরুণেরা খুব একটা হতাশ নন।