গোল বাতিল নিয়ে পণ্ড হতে বসেছিল আবাহনী-ঊষা ম্যাচ

ঊষাকে হারিয়েছে আবাহনীহকি ফেডারেশন

গোল নিয়ে বিতর্কে প্রায় পণ্ড হতে বসেছিল আবাহনী-ঊষা ম্যাচ। মওলানা ভাসানী স্টেডিয়ামে আজ প্রিমিয়ার হকি লিগে দুই বড় দলের লড়াইয়ে তৃতীয় কোয়ার্টারের শেষ দিকে আবাহনী তখন ২-১ গোলে এগিয়ে। এ সময় ঊষার ভারতীয় খেলোয়াড় ইশরাত ইকতেদার থ্রি-ডি করে (স্টিকের ওপর বল নিয়ে কারিকুরি) আবাহনীর বক্সে পাস দেন। সেটি থেকে গোল করেন আরেক ভারতীয় অনিকেত গৌরব। মালয়েশিয়ার ফিল্ড আম্পায়ার গোল দেন।

কিন্তু ইকতেদারের পাস বিপজ্জনক ছিল দাবি করে আবাহনী রিভিউ চায় এবং রিভিউয়ে গোল বাতিল হয়। গোল বাতিলের সিদ্ধান্ত মানতে পারেনি ঊষা। একপর্যায়ে তারা না খেলার হুমকি দেয়। শেষমেশ ম্যাচে ফেরে ঊষা। ততক্ষণে পেরিয়ে গেছে প্রায় ৪০ মিনিট। বাকি সময়ে আর কোনো গোল হয়নি। আবাহনী জিতেছে লিগে নিজেদের প্রথম বড় ম্যাচটা।

তবে আবাহনীর এই জয় মানতে পারেনি আগের ম্যাচেই চ্যাম্পিয়ন মেরিনার্সকে ৫-১ গোলে বিধ্বস্ত করা ঊষা। পুরান ঢাকার ক্লাবটির দাবি, তাদের ন্যায্য গোল বাতিল করা হয়েছে। নইলে ম্যাচ ২-২ হতে পারত। ঊষার কর্মকর্তা সাবেক খেলোয়াড় রফিকুল ইসলাম কামাল বলেছেন, ‘থ্রি-ডি স্কিল করে গোল এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত। মালয়েশিয়া ও শ্রীলঙ্কার দুই ফিল্ড আম্পায়ারই গোল দিয়েছেন। কিন্তু স্থানীয় আম্পায়ার হিসেবে যিনি রিভিউ দেখেছেন, তিনি ১০ বছর আগে খেলা ছেড়েছেন। থ্রি-ডি আইনকানুন সম্পর্কে জানেন না। ফলে অন্যায়ভাবে গোল বাতিল করেছেন।’

ম্যাচ বন্ধ ছিল ৪০ মিনিট
হকি ফেডারেশন

এরপরই কামাল যোগ করেন, ‘এত দিন বড় ক্লাবগুলো বিদেশি আম্পায়ার চেয়েছে। সে অনুযায়ী বিদেশি আম্পায়ার আনা হয়েছে। এখন তো দেখছি বড় ম্যাচে বিদেশি ভিডিও আম্পায়ারও লাগবে। সেই দাবিও আমরা তুলব। নইলে এভাবে ন্যায্য গোলও বাতিল হয়ে যেতে পারে।’

আবাহনীর কোচ হেদায়তুল ইসলামের দাবি অবশ্য ভিন্ন, ‘থ্রি-ডি করে ঊষার ভারতীয় খেলোয়াড় যখন পাস দেয়, বলটা হাঁটুর ওপরে ছিল এবং সেটা বিপজ্জনক পাস ও ফাউল। এ কারণেই রিভিউয়ে গোল বাতিল হয়েছে।’

আরও পড়ুন

অচলাবস্থা কাটাতে মাঠে হয়েছে নানা নাটক। লিগ কমিটির সম্পাদক মালয়েশিয়ার আম্পায়ারকে নিয়ে যান রিভিউ দেখাতে। কিন্তু ফেডারেশনের অন্য লোকজন তাঁকে তা দেখতে দেননি বলে ঊষার অভিযোগ। পরে হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক মমিনুল হক হস্তক্ষেপ করেন। এ প্রসঙ্গে মমিনুল হক বলেছেন, ‘ঊষা হুমকি দেয় যে তারা খেলবে না। আমরা বলেছি, না খেললে ব্যবস্থা নেওয়া হবে। আমরা কঠোর অবস্থান নিয়েছি। কারণ, রিভিউর সিদ্ধান্ত বদল করা যায় না।’

বাতিল হয়েছে উষার একটি গোল

খেলা বন্ধ হওয়ার আগে তরুণ মিডফিল্ডার মোহাম্মদ আবদুল্লাহর জোড়া গোলে আবাহনী ২-০ করেছিল। ঊষার একমাত্র গোলটি ভারতীয় খেলোয়াড় মোহাম্মদ শরিকের। লিগে আবাহনীর এটি দ্বিতীয় জয়।

ওদিকে দিনের প্রথম ম্যাচে চ্যাম্পিয়ন মেরিনার ইয়াংস ১৩-২ গোলে উড়িয়ে দিয়েছে আজাদ স্পোর্টিংকে। হ্যাটট্রিক করেছেন সোহানুর রহমান ও সাদাফ সালেকিন।

আরও পড়ুন